নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

লাভ ম‍্যারেজ এর সাইড ইফেক্ট

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩



চারজনের কাহিনী শেয়ার করছি শুরুতেই ,

প্রথম ঘটনা:      ভার্সিটির শুরুতেই চমৎকার সাত ফ্রেন্ড এর একটা গ্রুপ তৈরি হয়ে যায় । হাসি আনন্দে কেটে যাচ্ছিল বেশ । গ্রুপের একজন ছেলে হঠাৎ করেই গ্রুপের একজন মেয়ের প্রেমে পড়ে যায় । দিন রাত পিছনে পিছনে ঘুরা , নানা ভাবে চেষ্টার পর তাকে পটাতে সক্ষম হয় । প্রেম দারুন ভাবে চলে যাচ্ছিল। কখনো অভিমান করলেই মেয়ের বাড়ির সামনে ছেলের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা , ফোনের পর ফোন দেয়া । অদ্ভুত দিক ছিল ম‍্যানেজ করতে না পারলে নিজের হাত কেটে রক্তাক্ত করা ।
     
একসময় মেয়ের পরিবার জানাজানি হলে ছেলে তার চাচা নিয়ে আসেন  ,বাবাকে ম‍্যানেজ করছেন বলেন আরও অনেক কাহিনীর পর বিয়ে ঠিকঠাক , শপিং করা শেষ , ছেলেকে নিয়ে শেরোওয়ানি , সেন্টার সব ভাড়া করা শেষ । তারপর বিয়ের মাত্র দুইদিন বাকি , তখন জানতে পারে ছেলে তার বাবা কে এখনও জানাননি । ওনাদের বাসায় কেউ জানেনা । অথচ ছেলের মা আর চাচা এসে ঠিক করে গেছেন ।
 প্রোগ্রাম ক‍্যানসেল । এই ছেলের সাথে কিছুতেই বিবাহ হবেনা । যার কথার ঠিক নেই তার সাথে কিছুতেই মেয়ের বিয়ে না । অবশেষে ছেলের পাগলামি তে ঘরোয়া ভাবে বিয়ে সম্পূর্ণ হলো ।

বিয়ের পর মেয়ের মাথায় হাত । ছেলে তাহার পরিবার আর অবস্থান সম্পর্কে শতকরা ষাট ভাগ মিথ্যা বলেছেন । দুই বছর শেষে তিন বছর হলো তাদের তুলে নেওয়ার নামগন্ধ নেই । বাবার বাড়ি থাকলেও মেয়ে তাহার শুশুড়বাড়ির দায়িত্ব পালন করে আসছিল । ধীরে ধীরে প্রেমিক বর তাহার রূপ পাল্টালো । ওনি যা বলবেন মেয়েটাকে তা করতেই হবে ,না হলে হুলস্থুল কান্ড কারখানা শুরু হয় । শাশুড়ি অপবাদ দিচ্ছেন রিসেন্টলি , মেয়েই নাকি তার ছেলেকে জোর করে বিয়ে করেছেন । তার ছেলে চাননি ।

দ্বিতীয় ঘটনা :      এই গল্পের নায়িকা হাসি আর দুষ্টুমি তে জীবন পাড় করছিলেন ,  হঠাৎ করেই সমবয়সী এক ছেলের প্রেমে পড়ে যান । ছেলের সাথে যতই কথা বলতে চাইতেন ছেলে ততই ভয়ে সরে যেতো । আর মেয়ে ততই প্রেমে পড়তে থাকে । একসময় ছেলেও পটে যান । নায়িকার হাসি পাগলামি সবকিছুকেই ভালোবেসে ফেলেন অবশেষে ।

ওনাদেরও  অনেক কাহিনীর পর বিবাহ ঠিক হয় । ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ হয় ।
বিয়ের পর পর ছেলে চাকরি ছেড়ে দুইজন মিলে এমবিএ শুরু করলেন । শুশুর এর টাকাতেই ছেলের বড় বোনের সাথে ওনারা হানিমুন এ গেলেন । ফিরে এসে ননাশের কাছে ওনাদের তোলা ছবিগুলো চাইলেন ননাশ কিছুতেই সেই ছবি দিলেন না ।

বর এর সাথে তার থাকা শাশুড়ি মানতে পারছেন না । রাতে ফোন দিয়ে গল্প জুড়ে দেন । একদিন বিয়ের শুরু তে মেয়ে শুশুড়বাড়ি থেকে গেলেন । কোন এক আত্মীয় এসে হাজির । তার জন্য কেউ রুম ছাড়তে রাজি না , অবশেষে বর আর বউ রুম ছেড়ে দিলেন , ড্রয়িং রুমে থাকলেন ।

ননাশ কাজের লোকের মতো অর্ডার করা শুরু করলো , মেয়ে শেষের দিকে মানতে পারছিল না । অবাক ব‍্যাপার হচ্ছে , একদিন ননাশ চাওমিন খাচ্ছিলেন , সেদিন মেয়েটি শুশুড়বাড়ি কোন এক কাজে আসেন , ননাশ খাওয়ার পর শাশুড়ি চাওমিন ফ্রিজে রেখে দিলেন । বউ কে একবারও স্বাদলেন না ।

ননাশের বিয়ে ঠিক হলো ,ছেলের বউকে বিয়ের আগের দিন জানালেন আসার জন্য । সবার জন্য অনেক শপিং করা হলো ,ছেলের বউর জন্য করেননি ।

ছেলে যথেষ্ট ভালো ভদ্র , তবে তার কিছু বলার নেই ,ইনকাম ও কম ,বউ চালানো র সামর্থ্য নেই , যদিও মেয়ে চাকরি করেন ।
ওনারোও উঠিয়ে নেয়ার খবর নেই কারোও । 

তৃতীয় ঘটনা :        একসাথেই দুইজন গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন ।
একদিন ছেলেটি পছন্দের কথা জানান দেন । ছেলে মেয়ের পরিবারকে রাজি করিয়ে ফেলেন নানা প্রচেষ্টায় । ধুমধাম করে বিয়ে সম্পূর্ণ হয় ।
    
অপরদিকে মেয়ের শুশুড়বাড়ির প্রোগ্রাম অতি ঘরোয়া ভাবে হলো । বউকে কারোও সাথে পরিচয় করানো হলোনা । মেয়ে বাড়ির লোকজন মন খারাপ করে ফিরলেন , গ্রামের বিয়ে মজার ভেবে অনেকেই গিয়েছিলেন ।

দুই জন মাত্র চাকরি তে ঢুকেছেন ,টুনাটুনির সংসার । বাসা ভাড়া দিয়ে আর তেমন টাকাই বাঁচে না । কেউ আসতে চাইলে বাসায় বাজার থাকে না । নানাভাবে না করতে হয় । ঝগড়া ও বেড়ে চলল দুইজনের মাঝে ।

চতুর্থ ঘটনা :     স্কুল থাকাকালীন মেয়ের প্রেমে পড়েন ভার্সিটিতে পড়ুয়া ছেলে , দীর্ঘ প্রেমের পর মেয়ের পরিবারের অখুশি তে বিয়ে সম্পূর্ণ হয় । বিয়ের বছর খানিক এর মাঝেই ছেলে চাকরি ছেড়ে দিলেন ,অনেক চেষ্টা করেও চাকরি পেলেন না ।

 মেয়ে সবে গ্রাজুয়েশন শেষ , অনলাইনে বিজনেস শুরু করলেন । মেকআপ আর্টিষ্ট হিসেবেও ভালোই চলছিলেন । বরের পছন্দ হলোনা যাচ্ছে তাই বলে থামিয়ে দিতেন ।

শুশুড়বাড়িতে শাশুড়ি রান্না ঘর দখল হবার ভয়ে রান্না ঘরে বউকে ঢুকতে দিতেন না । কাজের লোক রান্না করলেও ,রান্না ঘর হারানোর ভয় পেতেন ।

মেয়ে কিছু করতে না পেরে প্রেগনেন্ট হলেন , সবার এখন সুনজর পড়েছে ওনার উপর । এই ভালোবাসা কতোদিন থাকবে সেটাই দেখার বিষয় ।

বি:দ্রঃ ঘটনা গুলো পরিচিত মানুষের ,খুব কাছ থেকে দেখা ।
সবাই এখন আফসোস করছেন ।


মন্তব্য ৮২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই । গল্প কবিতার গল্প গুলো বাস্তবে পুরোপুরি আলাদা । ঝামেলা পূর্ণ ।
অনেক অনেক ধন্যবাদ ।
সবসময় ভালো থাকুন ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭

রসায়ন বলেছেন: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে যেসব ভাইয়া আপুরা প্রেম করে বিয়ে করেছেন তাদের একজনকেও অসুখী দেখি নি ।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫১

নূর-ই-হাফসা বলেছেন: দূর থেকে সবাই সুখী । রাতে তুমুল ঝগড়া করে লোকদের সামনে হাসিমুখে থাকতে হয় অনেক কেই ।
তবে ব‍্যতিক্রম সবখানেই আছে । আমার ও একটি প্রিয় ব‍্যাচমেট কাপল আছে । রিসেন্টলি বিয়ে হয়েছে । আমি দেখলেই বলি আমাদের প্রিয় দুলাভাই । ওদের সম্পর্ক টা ভালো লাগে ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: আফসোস করার কথাই ঝোকের মাথায় বিয়ে করে কিন্তু বাস্তব বড় কঠিন।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫২

নূর-ই-হাফসা বলেছেন: সম্পর্কে থাকাকালীন মনে হয় বিয়ে বুঝি অনেক আনন্দের । বাস্তবতা বড্ড বেশি জটিল ।
অনেক অনেক ধন্যবাদ

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

সোহানী বলেছেন: খুব স্বাভাবিক কিছু চিত্র। বিয়ের আগে পায়ে ধরে আর বিয়ের পর লাঠি নিয়ে দৈাড়ায়......

এ চিত্র শুধু লাভ ম্যারেজ এর ক্ষেত্রে নয় আফসা মনি, এ্যারেন্জড্ ম্যারেজ এর ক্ষেত্রে ও প্রযোজ্য। খুব ধুমধাম করে একটা মেয়ে নিয়ে আসলো তারপর সারা শশুড় বাড়ি মিলে তারে দৈাড়ের উপর রাখে। আসলে এগুলো ডিপেন্ড করে মানসিকতার উপর। যেমন আমার কথা বলি, আমার শশুড় বাড়ির লোকজন আমার বর থেকে আমাকে বেশী ভালোবাসে। যে কোন পরামর্শ আগে আমার সাথে করে..... অার এই সম্পর্ক তৈরীর জন্য দুই পক্ষেরই সমান ভূমিকা ছিল। আমি যেমন তাদের আপন করে নিয়েছি তেমনি তারা ও অামাকে আপন করে নিয়েছে।............ সবাই অবশ্য আমার মতো ভাগ্যবান নয়।

এর প্রধান কারন অর্থনৈতিক, সামাজিক ও ক্ষমতার দন্দ.........

কোন এক সময় বিস্তারিত লিখবো...........

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: আমার শশুড় বাড়ির লোকজন আমার বর থেকে আমাকে বেশী ভালোবাসে ।
বাহ খুব ভালো আপু ।
সব মেয়েই এমনটাই চায় । সব মেয়েই চায় তাকে সবাই মাথায় করে রাখুক ।
নিজেকে মানিয়ে নিতে হলে বরের সাপোর্ট খুব বেশি লাগে । বর পাশে না থাকলে একা লড়াই করা যায় না ।
ভালো লাগলো আপু আপনার কথাগুলো ।
অনেক অনেক ধন্যবাদ ।
আপনার পোষ্ট এর তাহলে অপেক্ষায় থাকলাম ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


১ম ঘটনা, ছেলে হাত কেটছিল; উহা মানসিক রোগী ছিল

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: আসলেই । ভালো বলেছেন । বেশ কয়েক বার কাটাকাটি করেছেন ।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

নিচু তলাৱ উকিল বলেছেন: আমার দেখা ম্যাক্সিমাম প্রেমের বিয়ে ডিভোর্স হয়ে গেছে,,যাইহোক এই ব্যাপার গুলো পুরোটাই নির্ভর করে ব্যক্তির চিন্তা দর্শন আর মননশীলতার উপর।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৪

নূর-ই-হাফসা বলেছেন: আমার দেখাও আছে চার মাসের মাথায় ডিভোর্স হয়েছে ।
সংসার টিকিয়ে রাখা পুরোটাই স‍্যক্রিফাইস এর উপর নির্ভর করে ।
অনেক অনেক ধন্যবাদ ।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


বাকী ৩টি বাংলাদেশের সাধরণ ঘটনা, এর মাঝেই জীবন গড়তে হয়

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০২

নূর-ই-হাফসা বলেছেন: অনেক এই বলেন শুরুর কয়েক বছর নাকি অনেক সমস্যার মাঝে সংসার চালিয়ে যেতে হয় । তার জন্য ছেলেমেয়ে দুইজনের এ অবদান থাকতে হয় ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: সোহানী আপুর মন্তব্যে লাইক!
এসব ঘটনা কেবল প্রেমের বিয়েতে'ই হয় তেমন কিন্তু না।আর যে কোণ রিলেশনে এক পক্ষকে প্রথমে সাফার করতে হয়,ধৈর্য ধরতে হয়।

লেখায় ভালোলাগা :)

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৯

নূর-ই-হাফসা বলেছেন: মেয়েদের কেই বেশি ধৈর্য ধরতে হয় আর সাফার করতে হয় । ছেলেরা অতটা করেনা ।
তবে কিছু ছেলে দোটানায় পড়ে ।
এরেন্জ ম‍্যারেজ তো আরোও অনিশ্চিত ।
তবে একি বয়সের সম্পর্কে ঝামেলা আজকাল বেশি দেখা যাচ্ছে ।
অনেক অনেক ধন্যবাদ আপু ।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

আরইউ বলেছেন: বিয়ে হচ্ছে বোঝাপরার একটা বিষয়, যার বড় একটা অংশ নিজের স্বকীয়তা না হারিয়ে অন্য আরেকজনকে বোঝার চেষ্টা।

অ্যরেন্জড ম্যারেজ বিষয়টা আমি নিতেই পারিনা, মানে ধারণাটা হজম করতে পারিনা। একদম অচেনা অজানা একটা মানুষের সাথে একজন মানুষ কিভাবে বিয়ের মত একটা লম্বা কমিটমেন্টে যায়!!

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৪

নূর-ই-হাফসা বলেছেন: আমার কাছে মনে হয় বিয়েটা পুরোটা ভাগ্যের উপর নির্ভর করে।
হোক সেটা লাভ কিংবা এরেন্জ ম‍্যারেজ । দীর্ঘ সাত আট বছর প্রেম করেও বিয়ে টিকছে না ।
আবার এক মাস পরিচয়ে বিয়ে ওনারা ভালো আছেন ।
জীবনে কিছু ছাড় দিলে কিছু পাওয়া যায় এই ভাবনা টা ছেলে মেয়ে দুজনের মাঝে থাকা উচিত ।
ছেলেদের ডমিনেট করার মনোভাব ত‍্যাগ করা উচিত ।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

আরইউ বলেছেন: দুঃখিত, বলা হয়নি - ধন্যবাদ এবং ভালো থাকুন নূর-ই-হাফসা।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৫

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।
অনেক শুভকামনা

১১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৪

সুমন কর বলেছেন: সবকিছু পরিবার আর মানসিকতার উপর নির্ভর করে। দু'জনকেই বুঝতে হবে।

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১

নূর-ই-হাফসা বলেছেন: জি ঠিক কথা বলেছেন একদম ।
অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকবেন

১২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন লাভ আর এরেঞ্জড ম্যারেজ বলে কোন সুবিধা নেই। দুইটাতেই রিস্ক, দুইটাতেই অশান্তি হতে পারে। তবে এখনকার যুগে কেন যেন অশান্তিই বেশী হচ্ছে...

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: এখন কেউ সহজে ছাড় দিতে চায় না । এটাই সমস্যা ।
ঠিক বলেছেন কথাগুলো ।
অনেক অনেক ধন্যবাদ

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবই মোহমায়া!!!!

মোহ কেটে গেলে সত্যি সামনে এসে যায়!
কামনার চোখে যা লাস্যময় তাতো প্রেম নয়! আর সত্যি প্রেম যার হয়- তারা সবসময়ই সূখি!
তারা মিলে মিশে শান্তিতেই বসবাস করে! বাকী সবই ভ্রমের ফল !!

+++

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: এইজন্যই প্রেম করার সময় ভেবে করা উচিত । আগেই বুঝা উচিত ছিল বিবাহের পর কি কি ঘটতে পারে ।
বড়রা বলেন বিয়ের সম্পর্ক হতে হয় সমানে সমানে ।
ভালো বলেছেন ।
অনেক অনেক ধন্যবাদ

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩২

ধ্রুবক আলো বলেছেন: বাস্তব জীবন অনেক কঠিন, এর মধ্যেই বেঁচে থাকতে হয়।

গাজী ভাই ভালো বলেছেন।

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: ওনার কথা গুলো সত্য । সবক্ষেত্রেই প্রথম ঝামেলা পোহাতে হয় । তবে সেক্ষেত্রে দুই জনকে সাপোর্ট করতে হয় ।
একার প্রচেষ্টায় সংসার টিকে না ।
অনেক অনেক ধন্যবাদ

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১

টারজান০০০০৭ বলেছেন: প্রেমের বিয়েতেই ডিভোর্সের সংখ্যা বেশি ! কারণ দাম্পত্য কলহে মিউচুয়াল করার কেহ থাকে না। অভিভাবকরা কেহ দায়িত্ব নিতে চাহে না ! অভিজ্ঞতা না থাকার কারণে নিজেরা সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্তই বেশি হইয়া থাকে। পক্ষান্তরে, পরিবারের মতে বিবাহ করিলে দুই পক্ষেরই দায়িত্ব থাকে সংসার টিকাইয়া রাখার। অভিজ্ঞরা অভিজ্ঞতা হইতে সহায়তা করিতে পারে। দাম্পত্য কলহে দুই পক্ষের বিরাট সংখ্যক অভিবাবক লইয়া বসিতে দেখিয়াছি। তাই পরিবারের মতে বিবাহে ডিভোর্সের সংখ্যা কম। তাই বিয়ের পরে প্রেমই ভালো। ব্যাতিক্রম আছে। কিন্তু ব্যাতিক্রম কখনো উদাহরণ হইতে পারে না !

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

নূর-ই-হাফসা বলেছেন: প্রেমের বিয়েতে নিজেদের দায়ভার বেশি , ঝগড়া হলে বড়রা বলেন নিজের পছন্দে বিয়ে করছো এখন নিজেরাই বুঝো ।
এরেন্জ ম‍্যারেজ ও ঝামেলা আছে । সব ভাগ্যের উপর আর নিজের মানসিকতা এর উপর নির্ভর করে ।
ভালো বলেছেন । ব‍্যতিক্রম সবক্ষেত্রেই আছে ।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যে ।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে বুঝিলাম,প্রেমের বিয়েতে সুখ নাই ;)
বিয়ের পরে দু পক্ষকেই ছাড় দেওয়ার মনমানসিকতা থাকতে হবে।সম্পর্কের মূল্যায়ন করাটাও শেখা জরুরী।

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

নূর-ই-হাফসা বলেছেন: ভাই সুখ নিজেদের উপর নির্ভর করে । জীবনে সুখী হতে হলে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ এক, ভালো বোঝাপড়া দুই, ছাড় দেয়ার মানসিকতা ।
প্রেমের সফল বিয়ে নিয়ে একদিন পোষ্ট দিবো । একজন আছেন ১১ বছর প্রেম করে বিয়ে করেছেন । আমার দুইজন ফ্রেন্ড আছে ,ওরা আমার ভীষণ প্রিয় ।
এরেন্জ ম‍্যারেজ তো পুরো অজানায় পা বাড়ানো । ঐখানে ও পসিটিভ নেগেটিভ উদাহরণ আছে ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১

বিপরীত বাক বলেছেন: আপনারা বাঙাল মেয়েলোকগুলো এখনও উনিশ শতকের চিন্তা থেকে বের হতে পারছেন না।এসব কাহিনী কোন যুগের? 1920 নাকি 1870 সালের? এইসব কাহিনী শুনিয়ে সুবিধা কোটা নিতে নিতে সর্বগ্রাসী হতে চাচ্ছেন?
এমনিতে এই জাতির মেযেলোক প্রজাতি টা ইনিযে বিনিয়ে করুণা দয়া ভিক্ষা করতে সিদ্ধহস্ত। আপনি আরেকবার তার প্রমাণ দিলেন। পরিচয় দিলেন নীচ মানসিকতার নিম্ন রুচির।

যে কোন উন্নত জাতির পিছনে সেই জাতির নারীসমাজের উন্নত মানসিকতাই সবচেয়ে বড় কারণ।
আর এই বাঙাল জাতির নিকৃষ্টতার কারণ এই জাতির ঐ মেয়েলোক প্রজাতি টা। সুবিধা আরাম আয়েশ প্রাপ্তি প্রতিহিংসা ইত্যাদিতে এত লোভ শ্রেণীর মেয়েলোক প্রজাতি পৃথিবীর অন্য কোন জাতির মধ্যে নেই।

পুনশ্চ: নিজে হয়ত প্রেম-পীড়িত করে ধরা খাইছেন, ঠক খাইছেন, এজন্য দিন দুনিয়ার সকল প্রেমের বারোটা বাজানো লিপ্ত হয়েছেন। আপনার মত মেয়েলোক তো দেখেছিই, ছেলেও দেখেছি প্রচুর। সবসময় নেগেটিভ চিন্তাভাবনা্। আর অনৈতিক এসব চিন্তা থেকেই এসব কল্প কাহিনী ফেঁদে বসেন।

পৃথিবীর নিকৃষ্টতম জাতি হল বাংলা জাতি। (রেফারেন্স- ব্লগার ঢাকাবাসী)

০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: সব কিছুতেই পসিটিভ নেগেটিভ থাকে । আপনি হয়তো মানসিক ভাবে অসুস্থ । নাহলে অযথা আমাকে কেন কথা শুনাচ্ছেন ।
না জেনে আর না বুঝে অন্য কে নিয়ে মন্তব্য করার অধিকার আপনাকে দেয়া হয়নি । আপনার ভালো না লাগলে ইগনোর করুন ।
আমি পোষ্ট এর কোথাও উল্লেখ করেছি দুনিয়ার সব লাভ ম‍্যারেজ খারাপ?
আমি অন‍্যের কাছ থেকে সুবিধা নেয়ার মতো মেয়ে না । আপনি নিজেও বাঙালি ধরে নিচ্ছি তাহলে আপনি নিকৃষ্ট ।
এই গুলো ঘটনা মাত্র । আমি এখানে সারা দুনিয়া কে নিয়ে কিছু বলিনি । ওনাদের পারমিশন এ ওনাদের নিয়ে লেখা ।
আপনার খারাপ ভাষার কথা আমার অতি মাত্রায় খারাপ লেগেছে । আপনার জঘন্য কথা শুনাতে হলে নিজেকে শুনান । না জেনে মন্তব্য করবেন না ।

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১

বিষন্ন পথিক বলেছেন: " দূর থেকে সবাই সুখী । রাতে তুমুল ঝগড়া করে লোকদের সামনে হাসিমুখে থাকতে হয় অনেক কেই । "

"আমার শশুড় বাড়ির লোকজন আমার বর থেকে আমাকে বেশী ভালোবাসে । "

নো কমেন্টস ;) :P

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

কানিজ রিনা বলেছেন: আমার দেখা আমাদের এলাকায় ৩০ বছরের
ভিতরে প্রেমের বিয়ে ১০০% দুটো চারটা বিয়ে
ভেঙেছে। আর সেটেল বিয়ে ১০০০রে ১০০%
ভেঙে গেছে। আললে কি জানেন সব লোকের
অন্যায় মানুষ মামুলি ধরে নেয়, কিন্তু মৌলানার অন্যায় সবাই ছিছি করে। প্রেমের
বিয়ে ভাংলেও তেমন। সব মাছেই ঘু খায়
ঘাওড়া মাছের দোশ হয়। তেমনি প্রেমিক
প্রেরিকার বিয়েও তাই। তবে প্রেমের বিয়েগুল
পারিবারিক ভাবে বউগুল সবার কুনজরে
থেকে অবহেলা পায়। অনেক কষ্টে দিন
যাপন করে। ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৮

নূর-ই-হাফসা বলেছেন: সব বিয়েতেই ঝামেলা হয় ।
সুখ আপেক্ষিক , দুইজনের মিলে তা তৈরি হয় । একার চেষ্টায় কিছু হয়না ।
বিয়ের শুরু টা সবারই এডজাস্ট করতে সমস্যা হয় , সেক্ষেত্রে উভয়পক্ষ কছ পসিটিভ থাকতে হয় ।
আমার পোষ্ট এর কোথাও এরেন্জ ম‍্যারেজ ভালো , লাভ ম‍্যারেজ খারাপ বলিনি।
এগুলো কেবল অন্য দের ঘটে যাওয়া ঘটনা

২০| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: বলেন কী !! ভালুবাসা করে বিয়ে করা ভালু না !! :)

বাস্তব বড় কঠিন না... বাস্তবকে আমরা কঠিন করে তুলছি, তাই হয়েতো ; এমন হচ্ছে!! B:-)

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: শুরুতেই ব‍্যঙ্গ করে বলছেন ভালুবাসা । সব কিছু মজার না ।
হুম কথা সত্য ,মানুষ চাইলে শান্তি তে থাকতে পারেন আবার চাইলে অযথা অশান্তি করতে পারেন ।
পসিটিভলি নেওয়ার মানসিকতা যদি থাকতো সবার তাহলে এতো মনোমালিন্য, অশান্তি লাগতো না ।

২১| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: লাভ ম্যারেজ এ অনেককে সুখী হতেও দেখেছি, আবার ছোট খাটো ঝামেলা হতেও দেখেছি। তবে এমন ঘটনা প্রায় ঘটে আমাদের দেশে। সুন্দর উপস্থাপনা।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: লাভ ম‍্যারেজ এ প্রধানত একই বয়সের হলে ঝামেলা বেশি হয় ।
ঘটনার তিনজনে একি বয়সের ,শেষের ঘটনা বাদে ।
একটা ছেলে আর্থিক ভাবে স্বচ্ছল হতে গেলে আরোও সময় লাগে যা সমবয়সী মেয়ের হাতে থাকে না । গুছিয়ে বিয়ে করলে কিছুটা সমস্যা হয়তো কম হয় ।
এরেন্জ ম‍্যারেজ এও সমস্যা হচ্ছে , বোঝাপড়ার ঘাটতি থাকে ।
অনেক অনেক ধন্যবাদ

২২| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবই ভাগ্য। তবে কারো কারো ভালোও তো হতে পারে। হয়ও।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ভালো হচ্ছে তো ।
ভালো আছেন এমন ঘটনা ও আছে পরিচিত দের ।
ভাগ্য আর পরিবারের আর বর বউয়ের সহযোগিতায় একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে ।

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবেগ দিয়ে সংসার চলেনা।

বাস্তব ঘটনা শেয়ারে ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০০

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন ।
প্রেমে অন্ধ না হয়ে ,বিয়ের পর কি কি ঘটতে পারে ভেবে সম্পর্ক রাখা উচিত ।
বিয়ে করে কেন পস্তাতে হবে । অবশ্য অনেক সময় প্রেমিক আর বর দুই ধরনের রূপ ধারণ করে। বুঝা যায় না ।

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

ক্স বলেছেন: গল্পে কিছুতেই মন বসাতে পারছিলাম না। শুরুতে যে ছবিটা দিয়েছেন, সেটা আমার মনোযোগ এতটাই কাবু করে ফেলেছে, অন্য কোন কিছুতে মন টানছেনা। কই পেলেন ছবিটা? নিজের জীবনের সাথে কিভাবে যেন মিলে যায় - যদিও আমার কোন ছোট বোন নেই।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩

নূর-ই-হাফসা বলেছেন: ছোট বোন থাকা ভালো কিন্তু ।
ছোট বোন রা ভাই ভক্ত হয় । আমি ছোট বেলায় ভাইয়া যা বলতো অন্ধভাবে বিশ্বাস করতাম । এখনও করি।
ছবি গুগলে সার্চ দিয়ে পেয়েছি ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

রিফাত হোসেন বলেছেন: ৩য় ঘটনাটা মানতে পারলাম না। husband হিসেবে আমি চিন্তা করব আমি পরিবার কে support দিতে পারব নাকি। সেই অনুযায়ী চিন্তা করব, আর্থিক ব্যাপার ঠিকমত সিদ্ধান্ত নিব। আয় করবে ১০ টাকা দামী বাসা নিবে ১০ টাকার, খাবে ৫টাকার তাহলে তো বোন জীবনে উন্নতি(আর্থিকভাবে) করা যাবে না,তার উপর মানুষিক চাপ আসবে। বিচক্ষণতার সাথে tackle দিতে হবে। যদি সেক্ষেত্রে আমাকে আমার সহধর্মিণী সহযোগিতা করতে চায়, তাহলে তো খুবি ভাল।:) cut your cloth according to your coat আমার বাবা বলতেন, যদিও ইচ্ছাকে মাঝে মাঝে প্রাধান্যদান করে থাকি,শতহোক আমি মানুষ।
তাদের ব্যাপারটা আচরণ বলব না, lifestyle নিয়ে council করা উচিত। ২ জন চাকরি করলে খুব ভাল ভাবে চলার কথা, পদবীততে উন্নতি ঘটলে lifestyle upgrade করা যাবে।

বুঝেশুনে আগালে জীবনকে অনেক উপভোগ্য করা যায়।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

নূর-ই-হাফসা বলেছেন: ওনারা চাকরি তে এক বছর হলো । বেশিদিন হয়নি । তাই হয়তো সেলারি কম ।
ভাইয়া ভালো আছেন । আপুর বাবাও বিজনেস এর ব‍্যবস্হা করে দিবেন । ওনাদের একটু সময় লাগবে আরকি ।
আপনার কথাগুলো ঠিক আছে ।
আরামদায়ক বাসায় থাকা মানুষেরা হঠাৎ করেই ওমন বাসায় এডজাস্ট করা একটু ঝামেলা আরকি ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে । ভালো বলেছেন ।

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

শূন্যনীড় বলেছেন: শুনেছি ভালোবাসার বিয়ে নাকি টিকে না, জীবনের কোনএকসময় খটকা লাগে

নিজে তো ভালোবাসা হারিয়ে শূন্যনীড়, তাই বুঝতে পারিনা পূর্ণ ঘরের খবর!

আপনার গল্পগুলো বাস্তবতা

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন ।
সবক্ষেত্রে না । অনেক বিয়ে তো টিকছে । ভালোও আছেন ।
আমি শুধুমাত্র সমস্যা কি ঘটতে পারে তা ঘটনা র মাধ্যমে তুলে ধরেছি ।
সবার ক্ষেত্রে এমন যে ঘটবে তা না ।
অনেক অনেক ধন্যবাদ ।

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভয়াবহ ব্যাপার! চাইলেই তো সংসার থেকে মুক্তি পাওয়া যায় না। মানসিক অশান্তি খুব খারাপ।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: হুমম সেটাই । ভেবে চিন্তে সম্পর্কে যাওয়া উচিত ।
নাহলে এতো সমস্যায় পড়তে হয় ।
অনেক অনেক ধন্যবাদ ।

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

জাহিদ অনিক বলেছেন:


সবগুলোই দেখা যাচ্ছে সেম এজ রিলেশনশিপ।
এই ধরনের সম্পর্কে অনেক জটিলতা থাকে।


আমি তো ঠিক করেছি, বিয়ে শাদিই করব না। নো ঝামেলা

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: তবে সিঙ্গেল লাইফ মজার ততক্ষণ যতক্ষণ না বুড়ো হবেন ।
বুড়ো বয়সে পার্টনার না থাকলে একাকীত্বে জীবন কাটে ।
আমাদের এলাকার একজন ছিলেন ,ওনার মৃত্যু জেনেছিল লোকে যখোন দরজা দিয়ে পানি উপচে পড়ছিল । ভাগ‍্যিস পানির কল খোলা ছিল ।
হুমম সেম এজ ঝামেলা বেশি পোহাতে হয় ।
অনেক অনেক ধন্যবাদ

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

জাহিদ অনিক বলেছেন:

এটা ঠিক বলেছেন মনে হয়-- শেষ বয়সে এসে পার্টনার লাগে

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

নূর-ই-হাফসা বলেছেন: শেষ বয়সে লাগে আর জীবন গোছানোর জন্য ও লাগে ।
ব‍্যাচেলর রা বড্ড বেশি অগোছালো হয় ।
ধন্যবাদ আবারও মন্তব্যে

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২০

জাহিদ অনিক বলেছেন:


জীবন গোছানোর জন্য ও লাগে ।
ব‍্যাচেলর রা বড্ড বেশি অগোছালো হয় ।
----------- হা হা জ্বি-- আফসুস বুঝল না কেউ বুঝল না ;)

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

নূর-ই-হাফসা বলেছেন: আগে বড় হোন । সময় হলে বুঝার কেউ চলে আসবে ।
আপনি কবি মানুষ অগোছালো হ ওয়াই স্বাভাবিক ।
আবারও মন্তব্যে ধন্যবাদ

৩১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: পোস্টে সঠিক কমেন্ট করার জন্য আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থাকলে ভাল হইত । :P

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক আছে অভিজ্ঞতা যখন অর্জন করবেন তখন পোষ্ট দিবেন ।
আপনার অভিজ্ঞতা ভালো আর সুন্দর হোক ,অনেক অনেক শুভকামনা ।

৩২| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৫

মেহেদী হাসান হূদয় বলেছেন: আপুর কাছে একটা প্রশ্ন শুধু কি লাভ ম্যারেজ টেকে না ?আপু,আমি অতটা বিজ্জ না ।তবে এতটুকু বলতে পারি ,যারা লাভ ম্যারেজ করে অশান্তিতে আছে ,তারা এরেঞ্জ ম্যারেজ করলেও অশান্তিতে থাকবে ।আমার নিজের দেখা এমন অনেক কাপল আছে যারা লাভ ম্যারেজ করেছে এবং সুখেই আছে ।

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: আমি কাছ থেকে দেখা কয়েকটি ঘটনা শুধুমাত্র বললাম । লাভ ম‍্যারিজ সফল হয়েছে এমন অনেক আছে ।
ঝামেলা যে কোন বিয়েতেই হতে পারে যেমন ,ভালো থাকাও যে কোন বিয়েতে হতে পারে ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

৩৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার মনে হয় লাভ ম্যারেজের চেয়ে অ্যারেঞ্জড্ ম্যারেজের ক্ষেত্রে সফলতার হার বেশি। বর্তমানে লাভ ম্যারেজের কাপলদের মাঝে ব্রেকআপ খুব বেশি হচ্ছে।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: এরেন্জ ম‍্যারেজ এও ঝামেলা হচ্ছে।
যে কোন সম্পর্ক টিকিয়ে রাখা ব উ ,বর আর পরিবারের উপর নির্ভর করে ।
লাভ ম‍্যারেজ এ সেম এজ এ হয়তো প্রবলেম বেশি । বিয়ের তাড়া থাকে ।
অনেক অনেক ধন্যবাদ ।

৩৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাহলে আপনার মতে কোনটা ভালো? আপনার মতামতটাও তো একটু জানা দরকার?

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

নূর-ই-হাফসা বলেছেন: সম্পর্কের মূল‍্যায়ন করতে জানলে আর স‍্যাক্রিফাইস উভয়পক্ষের ক্ষেত্রে থাকলে যে কোন বিয়েই ভালো ।
তবে লাভ ম‍্যারেজ ভালো বোঝা পড়া টা ভালো থাকে ।
এরেন্জ ম‍্যারেজ এ বয়সের পার্থক্য থাকলে প্রবলেম কম হয় ।

৩৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বয়সের পার্থক্য থাকলে প্রবলেম কম হয় মানে? কেমন পার্থক্য থাকলে প্রবলেম কম হয়?

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২০

নূর-ই-হাফসা বলেছেন: পাঁচ বছর ম‍্যাক্সিমাম হলে ভালো । এর বেশি হলে মেন্টালিটি এডজাস্ট হতে একটু সমস্যা ।
বয়স পার্থক্য ধরুন আপনি আর ভাবী সমবয়সী ঝগড়া হলে কেউ কাউকে ছাড় দিবেন না । অনেক সময় ব‍্যাচমেট হলে ক‍্যারিয়ার লাইফে প্রতিযোগিতা আসে । আবার ভালো ও আছে একসাথে পড়াশোনা জব করা যায় ।
পার্থক্য হলে অযথা তর্ক কম হতে পারে । আর ছেলেগুলো হয়তো কেয়ারিং স্বভাবের বেশি হয় ।
আসলেই সব কিছুতেই ভালো খারাপ দুইটাই আছে ,ইচ্ছা থাকলে উভয়ের ঝামেলা এড়ানো কঠিন কিছু না।
আপাতত আর কিছু জানি না । ধন্যবাদ আবারও মন্তব্যে ।

৩৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার এসব ব্যাপারে এত অভিজ্ঞতা হওয়াটা একটু আশ্চর্যজনক লাগছে। অবশ্য পারিপার্শ্বিক অবস্থা দেখে অভিজ্ঞতা হওয়াটা অসম্ভব কিছু নয়। যাহোক, অনেক কিছু জানা হল। ভালো থাকুন। শুভকামনা।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: আশ্চর্য হ ওয়ার কিছু নেই । জীবনে চারপাশে কত কত কাহিনী । চোখ কান খুলে রাখলে কিছুটা অবশ্য ধারণা করা যায় ।
ধন্যবাদ আবার মন্তব্যে ।

৩৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভরাত্রি।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: আবারও মন্তব্যে ধন্যবাদ ।
ভালো থাকুন শুভকামনা ।

৩৮| ০১ লা মে, ২০১৮ রাত ১২:৫২

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি নিজেও লাভ ম্যারেজ এর শেষ ফলাফল কখনো ভালো হতে দেখিনি। তবে আমার মনে হয় এর প্রধান কারণ হলো লাভ ম্যারেজ এর ক্ষেত্রে বেশীরভাগ সময় তারা সেম-এজের হয়।

বিয়ে-শাদীর সম্পর্কে ছেলের থেকে মেয়ের বয়স একটু কম হওয়াটা ভালো।

০১ লা মে, ২০১৮ রাত ১:০৫

নূর-ই-হাফসা বলেছেন: সেম এজে প্রবলেম আসলেই বেশি হয় । তবে প্রফেশনাল লাইফে সুবিধা হয়তো আছে ।
লাভ ম‍্যারিজ এ ফ‍্যামিলি প্রবলেম না থাকলে অতটা মন্দ হয়তো হবেনা ।
এরেন্জ ম‍্যারেজ এও জটিলতা আছে । সংসার ঠিক রাখতে হলে স‍্যাক্রিফাইস করার মানসিকতা টা গুরুত্বপূর্ণ ।

৩৯| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

তামান্না তাবাসসুম বলেছেন: আপু আপনার লেখাটা পড়ে তো এখন বিয়ে করতে ভয় করছে :(

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নূর-ই-হাফসা বলেছেন: আপনি ছোট তাহলে ,জানা ছিল না ।
চলেন চিরকুমারী গ্রুপ খুলি ।
ভয়ের কিছু নেই , বর ভালো হলে অনেক কিছু সহজ হয় ।

৪০| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: উহা মানসিক রোগী ছিল - (৫ নং মন্তব্য) - :D
যাহোক, চারটি বাস্তব ঘটনার কথা উল্লেখ করে বিবাহেচ্ছুদের কারো কারো মনে হয়তো ইতোমধ্যে ভয় ধরিয়ে দিয়েছেন। তবে সব কথার শেষ কথা হলো, ত্যাগ এবং বোঝাপড়া করে চলার মানসিকতা উভয়ের থাকতে হবে। এ ক্ষেত্রে ছেলেদেরকে একটু বেশী প্রো এ্যাকটিভ হতে হয়। বয়সের ব্যবধানটা চার/পাঁচ বছর হলে ভাল হয়। আর সুখী সংসারের জন্য সেই চিরন্তন অমূল্য বাণীর কোন বিকল্প নেই - অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি- সততাই সর্বোৎকৃ্ষ্ট পন্থা!

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: দারুন বলেছেন । আপনারা অভিজ্ঞ ,মন্তব‍্য ও তাই পারফেক্ট ।
মানসিক রোগী ই তো । কিছু দিন আগে এক মেয়ে আসলো দুই হাতে ব্লেড দিয়ে কাটা দাগ , সেলাই দেওয়া লেগেছে , অনেক জিজ্ঞেস করে বুঝা গেছে মেয়ে নিজেই এই কাজ করেছে । আর এখন এসেছে শুশুড় বাড়ির নামে কেস করতে ।
আমার মনে হয় সংসার জিনিস টা পুরোটা ই বোঝাপড়া আর সেক্রিফাইস এর উপর টিকে থাকে ।

৪১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ২:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: নূর আপু, বেশ গুরুত্বপূর্ণ টপিকে লিখেছেন। সমাজে এমন চিত্র ভিন্ন ভিন্ন রং তুলিতে বারবার দেখা যাচ্ছে।

সোহানী আপুর মন্তব্যে লাইক।

আসলে মেয়েদের সবদিকেই সমস্যা। বিয়ে প্রেমের হোক অথবা পারিবারিক কোন না কোন সমস্যা লেগেই থাকে। হয় স্বামী খারাপ হয়, অথবা শ্বশুড়বাড়ির কেউ খারাপ হয় এবং স্বামীর মনকেও বিষিয়ে দেয়। একজন মেয়েকে সবদিক মেইনটেইন করে চলতে হয় আর ছেলেরা তো "জামাই আদর" পায়। সমাজে "বউ আদর" নামক জিনিসটি চালু করা দরকার। আর স্বামী স্ত্রী দুজনকেই কম্প্রোমাইজ করতে হবে একে অপরের জন্যে। সম্পর্কে সম্মান, ভালোবাসা থাকতে হবে প্রচুর পরিমাণে।

প্রেমের বিয়ে বেশি ভাঙ্গে সেটা ঠিক হতে পারে। তবে একটা বিয়ে না ভাঙ্গা মানেই কিন্তু সফল বিয়ে নয়। এমন অনেক পারিবারিক বিয়ে আছে যেখানে পরিবার এতটাই রক্ষনশীল যে মেয়েটি হাজার অত্যাচার, ছেলেটি হাজার অপমান সহ্য করে সংসার করে যায়। ডিভোর্স নেবার সাহস পায়না। একই ছাদের তলায়, একই বেডে থেকেও দুটো মানুষের মধ্যে হাজার মাইল দূরত্ব থাকে! আসলে ডিভোর্সের সংখ্যা দেখে কিছু বোঝা যায় না। শুধু দুটো মানুষই জানে তাদের ভেতরে আসলে কি চলছে।

প্রেম, পারিবারিক, পালিয়ে, সেইম এইজ, বেশি বয়সের ব্যবধান, অর্থনৈতিক ও সামাজিক পার্থক্যে যেভাবেই বিয়ে হোক না কেন, ভালোবাসা এবং টিকিয়ে রাখার মানসিকতা থাকলে সম্পর্কগুলো ভাঙ্গত না। আর পরিবারের যেসব তৃতীয় ব্যক্তি দুটি মানুষের মধ্যে সমস্যা তৈরি করে তাদের উচিৎ এটা ভাবা যে নিজের সন্তান, ভাই, বোনেরই ক্ষতি করছে।

তবে যাই বলিনা কেন আপু, বিয়ে জিনিসটা খুবই কঠিন কিছু। সিংগেল লাইফের মতো স্বাধীন ও শান্তির জীবন আর হয়না।
এজন্যে আমি আপনার চিরকুমারী গ্রুপে জয়েন করতে চাই! :)

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: চিরকুমারী থেকে কি করবেন । তাতেও কি ঝামেলার শেষ আছে , লোকজনের কথা শুনতে হবে , বিয়ে ফরজ বলে কথা ।
একটা বয়সে এসে একাকী অনুভূতি কাজ করে । তাই সব দরকার আছে ।
তবে ভালো বর আর শুশুড় বাড়ি পাওয়া অনেক ভাগ্যের ব‍্যাপার । বর ভালো হলে শুশুড় বাড়ির বছর খানিক কষ্ট হজম করে সফলতা পাওয়া যায় । কিন্তু বর বদের হাড্ডি হলে কোন উপায় নাই ।
জীবন এক কথায় বড্ড জটিল , বিবাহিত ফ্রেন্ড গুলো বিয়ের পর মহা ব‍্যস্ত হয়ে পড়ে, সহজে দেখা যায়না , সব মিলিয়ে বিয়ের আগ মুহুর্ত হয়তো বেস্ট মুহুর্ত ।
আমার শুধুমাত্র সাজুগুজু আর ঘুরাঘুরি পার্টনার এর জন্য বিবাহ তে ইচ্ছা হয় কিন্তু বর আর শুশুড় বাড়ি আরোও দায়িত্ব ভাবতেই ভয় কাজ করে ।
সবার কপালে ভালো বর জুটুক সেই কামনাই করি ।
কেমন আছেন ,অনেক দিন।পর দেখলাম । আর মন্তব্য টা অনেক সুন্দর হয়েছে । দারুন সব দিক তুলে ধরেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.