নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

আমার একলা আকাশ

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫




আমার একলা আকাশ থমকে গেছে
তোমার কাছে এসে
আমার জ্বলন্ত প্রদীপ নিভে গেছে
তোমার কাছে এসে
আমার স্বপ্নগুলো হারিয়ে গেছে
তোমার কাছে এসে ।
আমি চেয়েছি তোমায় পেতে
শূন্য তারার মাঝে
আঁখি না বুজে ।
তুমি হারালে কোন পথে
আজও খুঁজি শূন্য রথে,
ভাসানো হলোনা আর তরী
অভিমানে ভাঙ্গলো কাচের চুড়ি ,
তবুও রই পথও চেয়ে
আসবে না হয়
সহস্র দিন পেরিয়ে,
সময় যে বয়ে চলে
অপেক্ষার শেষ হলে,
বাধিবো যে সুভাসিত মালা
তোমার চরনে রাঙ্গাবো আবীর খেলা ।

মন্তব্য ৬০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপু বেশ ভালো লাগলো।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৬

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই প্রথম মন্তব্যে ।
সর্বদা ভালো থাকুন । অনেক শুভকামনা ।

২| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওয়েলকাম ব্যাক আপু! অনেক অনেকদিন পর আপনার লেখা পেলাম। আশা করি ভালো আছেন? কবিতা খুব সুন্দর হয়েছে! আশা করি এখন থেকে নিয়মিত হবেন!

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩২

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । অনেক অনেক ধন্যবাদ ভাই ।
ব্লগ ছেড়ে কখনো ও যাবোনা । আগেও এমন মিসিং হয়েছি আবার এসেছি ।
ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য ।

৩| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মিথী_মারজান বলেছেন: 'আমি চেয়েছি তোমায় পেতে
শূন্য তারার মাঝে
আঁখি না বুজে'
বাহ্ কি সুন্দর!!!
শ্রেয়া ঘোষালের একটা গান মনে পড়ে গেলো আপনার কবিতাটি পড়ে -
'আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, তোমায় ভালোবেসে।'

অনেকদিন পর মনেহল আপনাকে দেখলাম আপু।
অবশ্য আমি নিজেও অনিয়মিত।
ভালো আছেন আশাকরছি।:)

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: জি আপু ভালো আছি , আপনি কেমন আছেন ?
আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে ।
গানটা আমারোও পছন্দের ।

৪| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


জলহীন নদী, তারাহীন রজনী, ফলহীন বৃক্ষ নিয়ে কিসের স্বপ্ন?

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন । মানুষ মাত্রই অর্থ হীন জিনিসের পিছনে ছুটে চলা , আবেগে কষ্টে সময় নষ্ট করা ।

৫| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

লাবণ্য ২ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে আপু।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।
অনেক অনেক ভালো থাকুন ।
অনেক শুভকামনা ।

৬| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সিগন্যাস বলেছেন: আমি ব্লগে এসে আপনার অনেক লেখা কবিতা পড়েছি।ভাবতাম আপনিও অন্যদের মতো ব্লগ ছেড়ে দিয়েছেন।
আজ আপনার পোষ্ট পেয়ে যথেষ্ট আনন্দিত হলাম।আপনার মতো একজন প্রাচীন লেখিকা আমাদের সাথে আছে ভাবতেই আনন্দ হয়।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: প্রাচীন লেখিকা ! কি সুন্দর উপমা!
খুশি হয়ে গেলাম ভাই ।
অসংখ্য ধন্যবাদ ।
ভাল থাকবেন অনেক শুভেচ্ছা আর শুভকামনা ।

৭| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবীর খেলার স্বপ্ন পূর্ণ হোক কবি :)

কাব্যে ভাললাগা

++++

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । অনেক অনেক ধন্যবাদ ।
ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
অনেক ভালো থাকুন

৮| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

জগতারন বলেছেন:
অনেক দিন পরে আপনাকে দেখে পুলকিত হলা।
সুখে থাকুন, ভালো থাকুন কামনা করি।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪১

নূর-ই-হাফসা বলেছেন: আপনি আমাকে মনে রেখেছেন জেনে ভালো লাগলো ।
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা ।

৯| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

করুণাধারা বলেছেন: ওয়েলকাম ব‍্যাক, নূর-ই-হাফসা।

কবিতা একসাথে ছবি, দুইই চমৎকার লাগলো। +++++

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪২

নূর-ই-হাফসা বলেছেন: আপু আপনার আগমনে অনেক ভালো লাগছে ।
অসংখ্য ধন্যবাদ আপু ।
অনেক ভালো থাকুন আপু ।

১০| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৮

সনেট কবি বলেছেন:




ব্লগার কবি নূর-ই-হাফসা

কবি নূর-ই-হাফসা ছন্দ রঙে মেখে
ফুল পাখিদের গান, একলা আকাশ
দোদল দোলার দোলে টেনে ধরে রাশ
ইচ্ছে হলে পদ্য দলে কি আলো ছড়ান।
পদ্মসম পদ্যদলে পদ্ম চোখে দেখে
প্রভাত বেলা হাঁটেন।এলোমেলো কাশ
ফুলদলে ছুঁয়ে ছুঁয়ে কথার প্রকাশ
করে,তা’দিয়ে সবার অন্তর জুড়ান।

আলোর ভিতর আলো প্রতিটি পাতায়
একটু একটু করে উঁকিঝুঁকি মারে
দু’টি অবাক চোখে কবি দেখে তায়
চোখ ফিরিয়ে সেদিক দেখে কবিতারে,
বেঁধে ছন্দে পদ্য কথা ঢেউ টলমল
করেন সর্বদা কবি প্রদীপ্ত উজ্জ্বল।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন । এক কথায় অসাধারণ ।
আমাকে নিয়ে মনে হয় আপনি দ্বিতীয় ব্লগার যিনি কবিতা লিখেছেন ।
ভীষণ ভালো লাগলো ।

অনেক অনেক ভালো থাকুন সর্বদা ।

১১| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আগে বলেন-
এতদিন কোথায় ছিলেন??

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । কেমন আছেন রাজীব ভাই ?
ভাবীকে নিয়ে আপনার লেখা গুলো দারুন মিস করেছি এই কয়দিন ।
পড়বো নতুন গুলো ।

১২| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আগে বলেন-
এতদিন কোথায় ছিলেন??

১৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পড়তে ভালোই লাগছিল। শেষের দিকে কেমন যেন লাগল একটু।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: হুমম । শেষের দিকটা পঁচা হয়ে গেছে ।
হাহাহা । পড়েছেন তার জন্য ধন্যবাদ ।

১৪| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:





অপেক্ষার সাথে যার সম্পর্ক সে কী পাওয়ার আক্ষেপে ভুগে! রঙিন তরী নিয়ে ফিরে আসুক স্বপ্নগুলো সত্য হয়ে......

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫০

নূর-ই-হাফসা বলেছেন: চলে যাওয়া মানুষ কখনও আক্ষেপে ভুগে না , হয়তো মনেও রাখেনা ।
বোকারা কেবল ভুল মানুষ কে ভেবে কষ্ট পায় ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব‍্যে ।
সর্বদা অনেক ভালো থাকুন ।

১৫| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

মধুর কবিতা!

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০৯

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবিতা পড়ার জন্য ।
সর্বদা ভালো থাকুন অনেক শুভকামনা ।

১৬| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হাহাহা । কেমন আছেন রাজীব ভাই ?
ভাবীকে নিয়ে আপনার লেখা গুলো দারুন মিস করেছি এই কয়দিন ।
পড়বো নতুন গুলো ।


ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১১

নূর-ই-হাফসা বলেছেন: আবারও মন্তব্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ

১৭| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো +

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১১

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
ভালো লাগলো জেনে ভালো লাগলো ।

১৮| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

তারেক ফাহিম বলেছেন: অনেক দিন পর হাফসাপুকে পাইলাম।
কেমন আছেন আপুমনি।

কবিতায় (অপেক্ষা) আমি বলি শুধুই মরিচিকা বসে থাকে কিংবা দৌড়ান ;) সময় নষ্ট :|

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৪

নূর-ই-হাফসা বলেছেন: ভালো আছি ভাই । আপনি কেমন আছেন ।
জি ভালো বলেছেন । অপেক্ষা করা এক ধরনের সময় নষ্ট কিংবা অর্থহীন ।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।

১৯| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাইক নাম্বার ১০ ।

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৫

নূর-ই-হাফসা বলেছেন: মন্তব্য আর লাইক এ অনেক অনেক ধন্যবাদ ।
অনেক ভালো থাকুন । অনেক শুভকামনা ।

২০| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কবিতায় ভালোলাগা......... !

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৬

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যে ।

২১| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৭

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
অনেক অনেক ভালো থাকুন শুভকামনা ।

২২| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সোহানী বলেছেন: ভালোলাগা..........

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৭

নূর-ই-হাফসা বলেছেন: আপু আপনাকে দেখে ভালো লাগছে ।
অনেক অনেক ধন্যবাদ ।

২৩| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

জাহিদ অনিক বলেছেন:

আমার সব যেন তোমাতেই লীন !

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৮

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ভালো বলেছেন ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

২৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৩

সুমন কর বলেছেন: কেমন আছেন?

লেখায় গানের অনুকরণ পেলাম।

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২০

নূর-ই-হাফসা বলেছেন: ভালো আছি । আপনি কেমন আছেন ?
গান হতেও পারি । অনেক দিন পর কিছু একটা লেখার প্রচেষ্টা আরকি ।
অনেক অনেক ধন্যবাদ ।

২৫| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:০১

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা।

শুভকামনা ।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:৪৩

নূর-ই-হাফসা বলেছেন: আপু কেমন আছেন ?
অনেক অনেক ধন্যবাদ

২৬| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৪

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: আপনিও অনিয়মিত হয়ে যায় গেছেন । :D

২৭| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: লেখার কিছু পাচ্ছি না ।
ভালো আছি ।
আপনি কেমন আছেন ?

২৮| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০

বিজন রয় বলেছেন: লেখার কিছু পাচ্ছেন না মানে?

সকাল থেকে ক'জনের সাথে কথা হয়েছে?
কথার বলার সময় তাদের অভিব্যক্তি, মনোভাব, মুড কেমন দেখলেন সেসব নিয়ে লিখুন।

লিখুন কিছু একটা।

২৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

অলিউর রহমান খান বলেছেন: ‘ভাসানো হলোনা আর তরী,
অভিমানে ভাঙ্গলো কাচের ছুঁড়ি।”

লাইন দুটিতে মুগ্ধ হয়ে গিয়েছি। পুরো কবিতাটিই অনেক সুন্দর হয়েছে কিন্তু ২টি লাইনে আমি হারিয়ে গিয়েছি!

৩০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমার আকাশও থাম ছিল

জোর কইরা চালু করছি ।

৩১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: Koi ???

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: আপুনি

হঠাৎ ব্লগ থেকে হাওয়া হয়ে গেলে ....

কেনো হারিয়ে গেলে জানিনা .....

যদি আবার ব্লগে আসো আমার লাস্ট পোস্টটাতে আসো.....

তোমাকে স্মরণ করেছি সেখানে আপুনি

যেখানেই থাকো অনেক ভালো থেকো পিচ্চু আপু! :)

৩৩| ২৮ শে মে, ২০২০ দুপুর ১:০০

শায়মা বলেছেন: আপুনি কঙ্কাবতী রাজকন্যা ইজ মিসিং ইউ!!!

এমন করে কেউ হাওয়া হয়ে যায় নাকি!! :(

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩

এম ডি মুসা বলেছেন: আপনি ব্লগ নেই কেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.