নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে আমরা বিভেদ, বিভক্তের রাজনীতি চাই না, ঐক্যের রাজনীতি চাই...

১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:০০

বাসা থেকে সকালে বের হবার মুহুর্তে চ্যানেল আইয়ের খবরের একটা লাইন কানের মধ্যে বেজে উঠলো। সজীব ওয়াজেদ জয় বলছেন 'জিন্দাবাদ' একটা উর্দু শব্দ যারা এটা বলেন তাদের উচিত পাকিস্তানে চলে যাওয়া। সাথে সাথে কতগুলো কথা মনে এলোঃ



১) 'আওয়ামী' শব্দটাও উর্দু, তাহলে?

২) ভারতেও প্রায় দশকোটি মানুষ উর্দু ভাষায় শুধু কথাই বলেন না, লেখাপড়াও করেন, তাহলে?

৩) যদিও জাসদের নেতারাই 'জয়বাংলা' শব্দটার উদ্ভাবক ও প্রচলক, তারপরেও তারাই স্বাধীনতার পর সেটাকে পরিত্যাগ করে প্রতিটি মিছিলে 'বাংলাদশ জিন্দাবাদ' এ আকাশ বাতাস কাঁপাতেন, তাহলে?

৪) বাংলাদেশে আমরা অনেক শব্দ ব্যবহার করি যেগুলো বাংলায় বললেও সেগুলো আসলে ইংরেজী শব্দ, তাহলে?

৫) পুরো বাংলা ভাষাটাই এসেছে সংস্কৃত থেকে, সংস্কৃত এসেছে ভারত থেকে, তাহলে?

৬) সর্বোপরি, বঙ্গবন্ধু শেখ মুজিব ১০ই জানুয়ারী ১৯৭২ যখন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে বাংলাদেশে ফিরে আসছিলেন, মাঝে দিল্লীতে যাত্রা বিরতি করেন, সেখানে সুস্পষ্টভাবে যে শ্লোগানগুলো দেয়া হয় তাহলো, 'শেখ মুজিব জিন্দাবাদ', 'জয়বাংলা', 'বাংলাদেশ জিন্দাবাদ'। প্রমান হিসেবে নীচে ভিডিও লিংকটা দেয়া হলো ।



দেখা যাচ্ছে এইসব শব্দের ব্যবহার নিয়ে যদি আমরা একে অন্যকে দেশ থেকে চলে যেতে বলি তাহলে মনে হয় মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন ছাড়া সকলকেই হয় পাকিস্তান, না হলে ভারত, নিদেনপক্ষে ব্রিটেন বা আমেরিকায় চলে যেতে হবে। প্রশ্ন হলো এভাবে সকলকেই দেশ থেকে চলে যেতে বলে তিনি দেশের কাদেরকে নিয়ে রাজনীতি করবেন? কাদের ভবিষ্যত নেতৃত্বইবা তিনি কাঁধে তুলে নিবেন?



সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধুর দৌহিত্র। তার কাছ থেকে আমরা বিভক্তের, বিভেদের রাজনীতি চাই না, ঐক্যের রাজনীতি চাই। জয় বাংলাদেশ।



ভিডিও লিংকঃ



http://www.youtube.com/watch?v=w92j6yJXWc0







মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:১১

শেখ আজিজুর রহমান বলেছেন: তার কথা আর বলিইয়না...। টেংরা মাছ...। হেতে কিছু বুঝে...।

২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৭

কেএসরথি বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী। সারা জীবন সে আমেরিকাতে কাটিয়েছে। এখন সে ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করার চেষ্টায় আছে। মাঝখান দিয়ে এসব অপ্রয়োজনীয় কথাবার্তা বলে শেখ বংশের নাম খারাপ করছেন।

৩| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৩

নিকষ বলেছেন: খুব সম্ভবত - "জিন্দাবাদ" ফার্সি শব্দ। উর্দু না।

৪| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

জাহাঙ্গীর জান বলেছেন: জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, এগুলো ব্যবহার বাদ দিয়ে আমরা বাংলাদেশ দীর্ঘজীবি হোক এই শ্লোগান নিয়ে এগিয়ে যাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.