নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

'হ্যা জয়যুক্ত হয়েছে',হ্যা জয়যুক্ত হয়েছে', 'হ্যা জয়যুক্ত হয়েছে'!

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:২১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব হেফাজতে 'নির্যাতনে' শাহনূর আলম নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেন তার ভাই মেহেদী হাসান। সে আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মন্তব্য করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাদের বিরুদ্ধে মামলা করা বা তাদেরকে কারাগারে পাঠানো ঠিক নয়।

মাহবুবে আলম আরো বলেন, আইন অনুযায়ী অভিযোগ ওঠার পর তা তদন্ত হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা হবে।



বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদে পরিস্কার করে বলা হয়েছে,

"২৭। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান

আশ্রয়লাভের অধিকারী।"



সুতরাং আজ থেকে বাংলাদেশের যে কোন নাগরিকের বিষয়ে, যে কোন মানে যে কোন, যদু মধু রাম শ্যাম, মন্ত্রী, পাইক পেয়াদা, প্রধানমন্ত্রী, বিরোধী নেতা, রাষ্ট্রপতি, বুদ্ধিজীবি, চোর ডাকাত, সাধু সন্নাসী, 'পীরে কামেল' কিংবা 'খাসলতে জাহেল' প্রত্যেকের মামলা মোকদ্দমার বিষয়ে আশা করি একই পদ্ধতি অনুসরন করা হবে। আগে তদন্ত, পরে গ্রেফতার বা খালাস!



আর তা যদি না করা হয়ে, তাহলে এই সংবিধানের সংশোধনী জরুরী। টেবিল চাপড়িয়ে বিনা ভোটের রাবার স্ট্যাম্পগুলো সংসদে শুধু একবার জোর গলায় চিৎকার করে উঠবেন 'হ্যা আ আ আ', ব্যাস স্পীকারতো রয়েছেনই, বলে দিবেন, 'হ্যা জয়যুক্ত হয়েছে', 'হ্যা জয়যুক্ত হয়েছে', 'হ্যা জয়যুক্ত হয়েছে'!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.