নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

তয় যে কইল্যা, লাখ তিনেক টাকা দিতে হইসে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৩

ও ভাই, খাড়ান, খাড়ান। এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন?
হাটে। গরু বিক্রি করতে।

কন কি? গরু মানে গাভীটা? দুধের একমাত্র গাভীটা?

হ্যা। মেয়েটা প্রাইমারী স্কুলের চাকুরীর ইন্টারভিউ দিছে। লাখ তিনেক ট্যাহা দিতে হইবো। চেয়ারম্যান সাহেব কইছে,এমপি সাহেবরে দিয়া কাজটা করায়া দিব।
আচ্ছা, ঠিক আছে যান। এমপি সাহেব খুব ভালা মানুষ। কথা দিলে কথা রাখেন।

মাস তিনেক পর...

ভাই জান, কোথায় যান এত সকালে?
ক্যান, জানো না, আইজ ভোটের দিন। সকাল সকাল ভোটটা দিয়া মাঠে যাবো।

ভোট কারে দিবেন?
কারে আবার! যে আছে তারেই, হেই ভালা। কথা ঠিক রাখে। মেয়েডার চাকুরীর জন্য গিছিলাম। চাকুরীডা পাইছে। জামাই জুমরা নিয়া ভালাই আছে আমার মেয়ে।

তয় যে কইল্যা, লাখ তিনেক টাকা দিতে হইসে?

হ, হইসে। তাই কি? টাহা নিলেও কামডাতো কইরা দিসে নাকি! উনার মত ভালা মানুষ এই যুগে আছে নিহি? দ্যাহো না, নামায পইরা কেমনে কপালে দাগ ফালায়া দিছে!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৪

ভিটামিন সি বলেছেন: জিনিসটা গল্প হইলেও ঘটনা সত্য।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৫

nurul amin বলেছেন: বাস্তবে এটাই সত্যি

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: এটা চিরকাল হয়ে আসছে। হতে থাকবে।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

আহলান বলেছেন: হুমম ... খাটি কথা

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৪

নূসরাত তানজীন লুবনা বলেছেন: =p~ =p~ =p~ =p~

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৩

রাফা বলেছেন: কতটা অধঃপতন ঘটেছে আমাদের চিন্তা ভাবনার।যারাই মন্তব্য করলো সবাই বললো এটাই স্বাভাবিক।এটাই নাকি হয়ে আসছে।

তাহোলেতো আর দোষ দিয়ে লাভ কি রাজনীতিবিদদের।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

তানভীরএফওয়ান বলেছেন: টাহা নিলেও কামডাতো কইরা দিসে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.