নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

কারো হ্যাডাম আছে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭

সম্ভবত সময় এসেছে, স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারের আমলের 'আমল নামা' রেকর্ডের একটা তুলনামুলক আলোচনা করার। যদিও দেশে এ ধরনের কাজ করার জন্য সত্যিকারের নির্মোহ, নির্লোভ ও দৃঢ় চেতা মিডিয়া ব্যাক্তিত্ব এখন নেই বললেই চলে। তবুও আশা করি, নুতন প্রজন্মের স্বার্থে এই কাজটা অচিরেই কেউ না কেউ করবেন। যে কাজে থাকবে না কোন দুর্নীতির প্রশ্রয়, থাকবে না কোন রাজনৈতিক ধান্ধা।
নির্মোহভাবে যে বিষয়গুলো খুজে বের করে তার তুলনামুলক তথ্য জাতির সামনে তুলে ধরা হবে তা হলো কোন সরকারের আমলে:
১) কতগুলো মানুষকে (ভাল বা খারাপ) সরকারী বাহিনীর (পুলিশ, বিডিআর, রাব, সেনাবাহিনী, আনছার) গুলিতে ও বিনা বিচারে প্রাণ হারাতে হয়েছে?
২) কতগুলো মানুষকে দুস্কৃতকারীর হাতে খুন হতে হয়েছে?
৩) কতগুলো খুন (সরকারী-বেসরকারী) হওয়া মানুষের নিরপেক্ষভাবে বা অনিরপেক্ষভাবে বিচার কাজ সম্পন্ন করা হয়েছে?
৪) সরকার বিরোধী আন্দোলনে কত সম্পত্তি (যান বাহন ব্যাতিরেকে) ধ্বংস করা হয়েছে?
৫) কতগুলো যানবাহন পুড়িয়ে বা গুড়িয়ে দেয়া হয়েছে?
৬) কতগুলো পেট্রল বোমা ও অন্যান্য ক্ষতিকারক বিস্ফোরনে কতগুলো মানুষের প্রাণ কেড়ে নেয়া হয়েছে?
৭) কতগুলো রাজনৈতিক দলের জনসভা, কতগুলো মিছিল সরকারী বাহিনী ভেংগে দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে?
৮) কতগুলো রাজনৈতিক দলের অফিসে তালা লাগিয়ে দেয়া হয়েছে?
৯) কতগুলো রাজনৈতিক দলের অফিসের সাইনবোর্ডে আলকাতরা লাগিয়ে দেয়া হয়েছে?
১০) কতগুলো রাজনৈতিক দলের অফিস বন্ধ করে দেয়া হয়েছে?
১১) কতগুলো ব্যাংকের টাকা দুর্নীতির মাধ্যমে লুট করা হয়েছে?
১২) কতটাকা দুর্নীতির মাধ্যমে লুট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে?
১৩) নামে বেনামে কোন কোন রাজনৈতিক নেতার নামে কোন আমলে কতগুলো সরকারী প্লট, সরকারী বাড়ী, সরকারী সম্পত্তি দেয়া হয়েছে, দখল করা হয়েছে?
১৪) কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেয়া হয়েছে?
১৫) কতগুলো টেন্ডারবাজী করা হয়েছে?
১৬) কতগুলো বিচারপতিকে সিনিয়র বিচারপতিকে ডিঙিয়ে দলীয় কারনে নিয়োগ দেয়া হয়েছে?
১৭) সরকারি টিভিতে সরকার ও বিরোধী দলের কি ও কতখানি সময় বরাদ্দ করা হয়েছে?
১৮) কোন কোন নেতা নেত্রীর শাড়ীর ভাজ ও আলমারী থেকে টাকা উদ্ধার করা হয়েছে?
১৯) পাবলিক সার্ভিস কমিশনে দলীয় পরিচয়ে নিয়োগ দেয়া হয়েছে?
২০) কতগুলো পরীক্ষায় প্রশ্নপত্র কতবার ফাস হয়েছে?
২১) কতগুলো নির্বাচনে ও নির্বাচনি কেন্দ্রে ভোট ডাকাতি, ছিনতাই ও জোর করে ভোট নেয়া হয়েছে?
২২) কতগুলো রেল লাইনের উপর, ফুটপাতের উপর অবৈধ বাজার বসিয়ে চাদাবাজী করা হয়েছে?
২৩) কতগুলো ছাত্রসংসদের নির্বাচন জোর করে বন্ধ করে রাখা হয়েছে?
২৪) সংখ্যাগরিষ্ঠ জনগনের মতামত(গণভোট, নির্বাচন) ছাড়া, বিরোধী দলের সাথে আলোচনা ও মতৈক্য ছাড়া কতবার সংবিধান দলীয় ও ব্যাক্তিস্বার্থে পরিবর্তন করা হয়েছে?
২৫)কতগুলো হাট, ঘাটের ইজারা সরকারী নিয়মের ব্যাতয় ঘটিয়ে দলীয় ক্যাডারদেরকে দিয়ে খাওয়ানো হয়েছে?
২৬) কতগুলো সরকারী জায়গা দখল করে অবৈধভাবে রাজনৈতিক দলের অফিস বানানো হয়েছে?
২৭) কার আমলে কতগুলো নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে?
২৮) কার আমলে কতগুলো লোক বিনা ভোটে সাংসদ নির্বাচিত হয়েছে?
২৯) কার আমলে কতগুলো লোক বিনা শুল্কে গাড়ী আমদানি করেছেন?
৩০) কার আমলে কতগুলো লোক সরকারী ট্যাক্স ফাকি দিয়েছে?
৩১) কার আমলে কতলোক কালো টাকা সাদা করেছেন?
৩২) কার আমলে কতজন প্রবাসীকে বিমানবন্দরে হয়রানী করা হয়েছে?
৩৩) কার আমলে কত সোনা চালান ধরা হয়েছে বিমান বন্দর ও বিভিন্ন পোর্টে এবং সে সব মামলার অবস্হা কি?
৩৪) কার আমলে কতগুলো গুপ্ত হত্যা ও গুম হয়েছে?
৩৫) কার আমলে কারা কারা নিজের ক্ষমতা খাটিয়ে নিজের মামলা নিজেই তুলে নিয়েছেন?
৩৬) কার আমলে কতবার বিরোধী দলের নেতা কর্মীর নামে মিথ্যা ও বানোয়াট মামলা যেমন ঘড়ি চুরি ইত্যাদি করা হয়েছে?
৩৭) কার আমলে কোন কোন রাজনৈতিক নেতা তাদের সম্পত্তির সঠিক হিসাব দিয়ে ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতা ছাড়ার সময় জনগনের সামনে নিজের সম্পত্তির সংগতিপুর্ন হিসাব দিয়ে বিদায় নিয়েছেন?
৩৮) কার আমলে কতগুলো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্য হয়েছে?
৩৯) কার আমলে কোন কোন মন্ত্রী তার মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার আগের ও ছেড়ে যাবার পরে সত্যিকার উন্নয়নের চিত্র তুলে ধরেছেন?
৪০) কার আমলে কোন কোন রাজনৈতিক নেতা বেচা বিক্রি হয়েছেন?
৪১) কার আমলে কতটাকা বৈদেশিক ঋণ এসেছে এবং সেগুলোর কোন প্রজেক্টে কত পার্সেন্ট সঠিক খরচ হয়েছে আর কত লুটপাট হয়েছে, কতটাকা ফেরত গিয়েছে?
৪২) কার আমলে কত সরকারী লোক কতবার কারনে অকারনে বিদেশ ভ্রমন করেছেন?
৪৩) কার আমলে কতজন সরকার দুদককে কাজে লাগিয়ে সরকারি মন্ত্রী ও সরকারী কর্মচারীদের দুর্নীতিকে দ্রুততার সাথে খুজে বের করেছেন এবং শাস্তি দিয়েছেন?
৪৪) কার আমলে কতগুলো কেন কিভাবে কাকে কাকে টেলিভিশন চ্যানেল খোলার অনুমতি দিয়েছেন?
৪৫) কার আমলে কতজন লোককে ভুয়া ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়েছে?
৪৬) কার আমলে কতগুলো গণ পরিবহন (বাস, ট্রেন, লন্চ ইত্যাদি) এ্যাকসিডেন্ট হয়েছে, এতে কতলোক মারা গিয়েছে এবং সত্যিকার দোষীদের শাস্তি হয়েছে, কি শাস্তি হয়েছে?
৪৭) কার আমলে কতজন ড্রাইভারকে দোষ করা সত্বেও ইউনিয়ন বাজীর কারনে ছেড়ে দেয়া হয়েছে অথবা শাস্তি কমিয়ে দেয়া হয়েছে?
৪৮) কার আমলে কতজন বিদেশী লোক বাংলাদেশে বিনা ভিসায় প্রবেশ করেছে? তারা কোথায় কি অবস্হায় রয়েছে?
৪৯) কার আমলে কতজন বিদেশী অবৈধভাবে বিনা পারমিশনে বাংলাদেশে চাকুরী ও ব্যবসা করছেন? তারা কিভাবে তাদের অর্জিত টাকা নিজ দেশে পাঠাচ্ছেন? কতটাকা বিদেশে এভাবে প্রতি বছর পাচায় হয়ে যাচ্ছে?
৫০) কার আমলে কতগুলো বৈদেশিক চুক্তি হয়েছে, সেগুলোর বাস্তবায়নের অবস্হা কি? সেগুলোতে দেশের স্বার্থ কতটুকু রক্ষণ করা হয়েছে?
এর সাথে আরো কেউ কিছু যোগ করতে চাইলে করতে পারেন। এসব বিষয়ের একটা তুলনামুলক চিত্র দেশ ও জাতির সামনে তুলে ধরে নুতন প্রজন্মকে সঠিক পথের সন্ধান দিতে কেউ কি এগিয়ে আসবেন? আছেন কোন সাহসী মিডিয়া বা গবেষনা ব্যাক্তিত্ব?
কারন এসব গবেষনার উপর সত্যিই নির্ভর করছে আসলেই কে দেশ প্রেমিক, কে গনতান্ত্রিক আর কে দুর্নীতিবাজ, কে স্বৈরাচার, কোন চোরের মায়ের কত বড় গলা!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮

তানভীরএফওয়ান বলেছেন: Bhai shudu shudo koshto kortesen. Bangladesher all political party hocche chor (thief).

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.