নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

কানাডার নিউজ পেপার বা টিভি খুললেই মেজাজ গরম হয়ে যায়..

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৩

কানাডার নিউজ পেপার বা টিভি খুললেই মেজাজ গরম হয়ে যায়। একটা হত্যাকান্ড ঘটলে বা রোড এ্যাকসিডেন্ট হলে কখনো আগে বলে না যে সে লিবারেল পার্টির লোক নাকি কনজারভেটিভ পার্টির লোক। অথবা বলে না যে ব্লগার ছিল নাকি নাস্তিক ছিল নাকি হেফাজতি ছিল! আরে ভাই, বাংলাদেশী বাঙালী হিসেবে আমাদেরও একটা রিএ্যাকশন দিতে টিতে হবে নাকি। হয় খুশী হবো, না হলে দু:খ পাবো, একটাতো কিছু পাবো নাকি! যদি নাই জানলাম যে সে মুসলমান নাকি হিন্দু তাইলে কেমনে আমি আমার হাসি কান্নার নাটক গুলো চিত্রায়িত করবো! ধ্যুর আর ভাল্লাগেনা... এই দেশে।



আজও টরন্টোর প্রধান নিউজগুলো হলো:



*Man shot to death in Rexdale was hearing impaired

*Toronto police say a man who was shot to death in Rexdale on Monday night was a stay-at-home dad who was hearing impaired.



*Woman airlifted to hospital with critical injuries after King City crash



*One of two brothers sought in murder of Etobicoke teen arrested in Mississauga



*Small child badly burnt in two-alarm fire in Etobicoke



বাংলাদেশে রাষ্ট্র, সরকার, বিরোধী দল, মিডিয়া, রাজনৈতিক দল, গোষ্ঠি ও ব্যাক্তি প্রত্যেকে যেন আজ এক অসু্স্হ্য উস্কানি মুলক প্রতিযোগীতায় নেমেছে যাতে রক্ত দিয়ে কেনা এই স্বাধীন রাষ্ট্রটির অস্তিত্ব বিলীন হয়ে পড়ে। একজন কেউ মারা গেলেই তার মানুষ পরিচয়ের পরিবর্তে আগেই বলা হয় যে সে একজন ধর্মপ্রান হেফাজতি ছিল। যাতে সকল হেফাজতিরা ক্ষেপে যেয়ে রাস্তায় বের হয়ে ভাংচুর শুরু করে দেয়, আইন নিজের হাতে তুলে নেয়। অথবা অন্য সকল পরিচয় বাদ দিয়ে বলা হয় একজন ব্লগার বা নাস্তিক বা হিন্দুকে মেরে ফেলা হয়েছে, সুতরাং ওহে ব্লগারগন, হিন্দু ভাইয়েরা, তাড়াতাড়ি হাতের কাছে যা আছে তাই নিয়ে বের হয়ে পড়, আইন নিজের হাতে তুলে নাও। অনেক সময় বিচার বা তদন্ত হবার আগেই জাজমেন্টাল হয়ে বলে ফেলি, এটা অমুকের কাজ, সুতরাং ধর শালাদের। এই যে প্রতিদিন, প্রতিনিয়ত উস্কানি মুলক সমাজ গঠন চলছে শক্তিশালী মহলগুলোর দুরভিসন্ধিমুলক প্ররোচনায় এর কারন কি? সম্ভবত অন্য আনেক কারনের মাঝে আরো একটা বড় কারন হলো, রাষ্ট্র পরিচালনায় যে চরম ব্যার্থতা, জনগনের জানমাল রক্ষার যে অমার্জনীয় ব্যার্থতা সেটাকে আড়াল করতেই এগুলো করা হয়। কিন্তু কথা হলো, বাপুরে সেটারও কি খুব দরকার আছে? যখন যে ক্ষমতায় এসেছে তার কি কখনো জনমতের দরকার হয়েছে? বালাই ষাট! নানা নামে এসেই তো সকল শক্তি ব্যবহার করে চালিয়েই তো যাচ্ছেন। তাহলে আবার জনগনের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার দরকার কি? জনগন আবার কোন পন্চদাস!



একজন লোককে যখন খুন করা হয়, তখন সরকার বা রাষ্ট্রের দায়িত্ব সেই খুন হওয়া লোকের রাজনৈতিক বা পেশাগত পরিচয় নির্বিশেষে খুনিকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা। এমন কঠিন শাস্তি হওয়া যাতে ভবিষ্যতে আর কেউ সেটা করার দু:সাহস না দেখায়। এখন যদি মুখ দেখে দেখে কোনটা করা হয়, কোনটা এড়িয়ে যাওয়া হয়, তাহলে সেটা কোনভাবেই সুস্হ্য সমাজ, সুস্হ্য দেশ হতে পারে না। দুটো পয়সার লোভে, দুটো প্লটের লোভে, দুটো দেশ ভ্রমনের লোভে, দু বেলা পোলাও মাংসের লোভে এইসব মেন্টাল সিকনেস যারা মেনে নিচ্ছেন তাদের জন্য শুধুই একটা বিখ্যাত কবিতার শেষ লাইন উদ্ধৃত করতে পারি, '..... সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি'!









নীচের লিংকে ক্লিক করে আজকের টরন্টোর খবরগুলোর হেডলাইন দেখুন:



http://www.cp24.com/new

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৪

নতুন বলেছেন: কানাডার নিউজ পেপার বা টিভি খুললেই মেজাজ গরম হয়ে যায়। একটা হত্যাকান্ড ঘটলে বা রোড এ্যাকসিডেন্ট হলে কখনো আগে বলে না যে সে লিবারেল পার্টির লোক নাকি কনজারভেটিভ পার্টির লোক। অথবা বলে না যে ব্লগার ছিল নাকি নাস্তিক ছিল নাকি হেফাজতি ছিল!

+++

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৫

আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ :)

২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৮

ইলুসন বলেছেন: বেশির ভাগ সাংবাদিকই এখন মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য চটকদার সংবাদ পরিবেশন করে।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৬

আব্দুল হালিম মিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন।

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:২১

তিক্তভাষী বলেছেন: হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার

- কাজী নজরুল ইসলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.