নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

সেমিনার: \'গনতন্ত্রের জোয়ারে ভাসছে দেশ\'!

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

ঘুমাচ্ছিলাম বেঘোরে তখন
সেকেন্ডের ইন্টারভেলে শব্দটা পরিস্কার শোনা যাচ্ছিল
ভারী আওয়াজে বেজেই চলেছে
ঠিক যেন দুরে কোথাও পেগোটার ঘন্টা ধ্বনি
ঢং ঢং ঢং ঢং
ঘুম কাতরে চোখে তাকাই চারিদিকে
বালিশটা মাথার নীচে নেই
ধরা ছোঁয়ার বাইরে কম্বলটা ফিরে পাওয়া দুস্কর
হাত বাড়িয়ে ফোনটা কানে নিতেই
মিহি সুরে হ্যালো আর সালাম মিলে মিশে একাকার।
স্যার, আমাদের সেমিনারে আসতেই হবে, আবদার।
টপিকটা কি?
'গনতন্ত্রের জোয়ারে ভাসছে দেশ'!
সুনামির ঢেউয়ের মত হাতে ধরা পানির গ্লাসটা বিছানায় ছয়লাব,
থমকে থাকা ভাবটা কাটিয়ে
কর্কশ ভাবে বলে উঠা, 'ওহ ভালতো' পৌঁছায় না ফোনের ও প্রান্তে ধরে থাকা নওজোয়ান ছোকরার কানে।
আসছি কাল বিকেলে ঠিক পাঁচটায় আপনাকে নিতে।
না, পারবনা, বলার আগেই ও ব্যাটা লাপাত্তা।
ঘরির কাঁটায় সজ্জিত মন্চে আমি আর কেউকেটা নেতারা।
সেই সব কথাই অনর্গল বলে যায় ওরা
রেডিওর এফ এম ৬৮০ নিউজে যা শুনি
উন্নয়ন আর গনতন্ত্রের বন্যায় বইছে ধরনী।

জনা বিশেক বক্তার জ্ঞান গর্ভের আওয়াজে
হাই পাওয়ার টাইলানলেও মাইগ্রেন পেইনটা যায় না,
তার মধ্যেই ডাক আসে আমার।
কি সব বিশেষন, আমি অমুক, আমি তমুক, প্রশংসা বাণীর খই ফোটে
যেন সেদ্ধ চাল ফুটন্ত বালির চুলায় ফুটানোর আপ্রাণ চেষ্টা।

বলি, সমবেত ভাইয়েরা, ফেসবুক বন্ধ, মিছিল মিটিং করা যায় না
নিজ দলের নমিনেশনগুলোও আজ চিতা বাঘ আর হায়েনার কবলে,
সব কিছুই নষ্টদের দখলে, তবুও বলছো গনতন্ত্রের জোয়ার....
অকস্মাৎ নিজ পশ্চৎদেশে মৃদু ধাক্কার অনুভব,
দীর্ঘদেহী কে যেন 'শর্ট করুন' লেখা কাগজ হাতে গুজে দেয়
কথা শেষ হবার আগেই
নিজেকে আবিস্কার করি মন্চের পেছনের ভাগারে।
বিশ্বস্ত কৈলাশ মাথাটা উচু করে তখনও ধরে আছে আমার,
জমাট বাঁধা রক্তের দাগগুলো উঠানোর আপ্রাণ চেষ্টা তার,
শরীরের সব শক্তি দিয়ে বলে উঠি, কৈলাশ, আমি ঠিক আছি, যা তুই, আগা রে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

মাকড়সাঁ বলেছেন: বক্তার জ্ঞান গর্ভের আওয়াজে
গনতন্ত্রের জোয়ারে ভাসছে দেশ'!

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.