নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

সোনামুদ্দির দেশ ভাবনা ১

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিন আগে বলেছেন এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে তিনি এক ঘন্টা পর সকাল নটার পরিবর্তে দশটায় অফিস যাবেন। যাতে রাস্তায় যান জট কম হয়। উনি বুঝতে পেরেছেন তিনি রাস্তায় বের হলে যানজট আরো বেড়ে যায়। মানুষের জন্য ভালবাসার কমতি নেই তার, শুধু আর একটু চেষ্টা করলেই অর্থাৎ সোনামুদ্দির ভাবনা গুলো বাস্তবায়ন করলেই ভালবাসাটা আরো পুর্নতা পেত। যেমন তিনি যদি তার বাসাটা যেখানে অফিস সেখানেই নিতেন অথবা গণভবনে যেখানে তিনি থাকেন সেখানেই অফিসটা করতেন, তাহলে আর এক ঘন্টা পর অফিস যেতে হত না। সেক্ষেত্রে শুধু এসএসসি পরীক্ষার্থীরা নয় পুরো ঢাকা বাসীই প্রতিদিনই উপকার পেতেন।

সোনামুদ্দির দেশ ভাবনা নিয়ে পুরো গল্পটা পড়তে নীচের লিংকে ক্লিক করুন।

http://www.banglanews24.com/fullnews/bn/463302.htm



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: সোনামুদ্দিনদের কথা কে আর ভাবে

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

সায়ন্তন রফিক বলেছেন: সোনামুদ্দিনের ভাবনা মন্দ নয়।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

পারভেজ বলেছেন: তিনি যদি বাকী জীবনের তরে আর অফিস না যেতেন, তাহলে পুরা দেশের মানুষেরই উপকার হতো!
আহা, এই কথাটা যদি বুঝতেন!!

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

ফাহিম আবু বলেছেন: কেন্দ্র দখল না করে প্রকৃত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিলে সমগ্র দেশের জনগন খুব খুশি হত !!
জনগন চাই তাদের ভোটাধিকার ফেরত পেতে !!

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


উনার অফিস কেন আলাদা যায়গায়?
অথবা, খালেদা জিয়ার মতো অফিসেই থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.