নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফানডামেনটাল

;

হানিফঢাকা

So peace is on me the day I was born, the day that I die, and the day that I shall be raised up to life (again) (১৯:৩৩)

হানিফঢাকা › বিস্তারিত পোস্টঃ

সুফীবাদ (ইসলামিক মিষ্টিসিজম) পার্ট ১

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫

(সূফীবাদ নিয়ে লেখার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। এই নিয়ে কিছু পড়া লেখাও করেছি। বাংলায় এই সংক্রান্ত ভাল কোন বই পাওয়া যায় না, কেন যায় না সেটার একটা বিশেষ কারন ও আছে। এই বিষয়ে আমি যতগুলি বই বা আটিকেল পড়েছি তার সবই ইংরেজিতে লেখা। ইংররেজিতে এমন কিছ শব্দ ব্যাবহার করা হয় যার বাংলা পরিশব্দ খুজে পাওয়া কঠিন। যদিও আমি প্রচলিত অর্থে কোন লেখক না (জীবনে কোনদিন হতেও পারবনা, বা হওয়ার ইচ্ছাও নাই), এই বিষয়ে মানুষের ভুল ধরনা দেখে আমার এই লেখার প্রয়াস। যেহেতু আমি কোন একাডেমিক পেপার লিখতে বসিনি, আমি আমার লেখা যতটুকু সম্ভব সহজ ভাবে লেখার চেষ্টা করব। আমার লেখার বিষয়ে যদি কারোও কোন প্রশ্ন থাকে বা আপত্তি থাকে, দয়া করে জানাবেন, সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব। দয়া করে ব্যক্তিগত আক্রমণ, বা গালাগালি করবেন না।)

Mysticism (অতিন্দ্রীয়তাবাদ) ঃ
আমি এর সংজ্ঞা, উৎপত্তি, ব্যাকরণগত ব্যাখা কি সেদিকে যাবনা। শুধু এতটুকু বলব যে, এই Mysticism নিজেই একটা স্বতন্ত্র ধর্ম যার উৎপত্তি প্যাগানিজম থেকে। যুগে যুগে এই Mysticism বিভিন্ন ধর্মের সাথে মিশে সেই ধর্মের রুপ ধারন করেছে। সেজন্য আমরা বিভিন্ন ধর্মে যেমন সনাতন, বৌদ্ধ, ইহুদি, খ্রীস্টান এবং ইসলাম ধর্মে এর প্রভাব দেখতে পাই। ইসলাম ধর্মে এই Mysticism সুফীবাদ বা সুফীজম নামে পরিচিত। একটা খুব লক্ষণীয় বিষয় হচ্ছে এই Mysticism যেভাবে ইহুদীদের মধ্যে প্রবেশ করেছে, ঠিক একই ভাবে এটা ইসলাম ধর্মে প্রবেশ করেছে। এই মিল এত বেশি যে, যদি কেউ ইহুদী Mysticism পড়েন এবং ইহুদী শব্দের জায়গায় ইসলাম শব্দটা বসিয়ে দিলে, মূল কাহিনীর খুব বেশি পরিবর্তন হবে না। ইসলামের ব্যবহারিক প্রয়োগের সাথে এই সুফীবাদ এমনভাবে মিশে গেছে, যে একে আলাদা করা খুব কঠিন একটা কাজ। তাই ইসলামের প্রচলিত প্রথা ( যা আমরা ইসলাম মনে করে পালন করি) থেকে নয়, বরং এর মৌলিক দিক থেকে সূফীবাদের পার্থক্য বের করতে হবে। কারন, আমরা অনেকেই অনেক সুফী ধারনা ইসলামী বিশ্বাস বলে মনে করি, কিন্তু সত্যিকার অর্থে ইসলামের সাথে সূফীবাদের কোন মৌলিক মিল নেই। আমি শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে এই Mysticism এর আবির্ভাব এবং পরে ইসলাম ধর্মের উপর এর প্রভাব নিয়ে আলোচনা করব।

দুই প্রকারের ওহীঃ
যেহেতু আমি ইহুদীদের উপর এই Mysticism এর আবির্ভাব এবং প্রভাব এখানে বর্ণনা করছিনা, তবু বোঝার সুবিধার জন্য আমি তাদের মধ্যে ওহী সংক্রান্ত ধারনা একটু সংক্ষেপে বলছি, এইটা আমাদের পরে কাজে লাগবে।
ইহুদীদের মধ্যে তাওরাত (Old Testament) এসেছিল মুসা (আঃ) এর মাধ্যমে। ইহুদীরা মুসা (আঃ) এর পাশাপাশি আরও অনেক নবীকে মানত যারা আল্লাহর কাছ থেকে কিতাব প্রাপ্ত হয়েছেন। এছাড়াও তাদের উপাসনালয়ের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা ভবিষ্যৎবাণী করত। তাদেরকে বলা হত প্রফেট (Those who prophesies- this is how the word “prophet” came in to place). যদিও নবী শব্দের অর্থ বা সমার্থক শব্দ কোন ভাবেই prophet নয়, এবং যেহেতু এই নবী শব্দের ইংরেজীতে বা অন্য ভাষায় কোন আলাদা শব্দ নেই, তাই নবীর সমার্থক শব্দ হিসাবে prophet শব্দটি প্রচলিত ভাবে ব্যবহার করা হয়।

ইহুদীরা বিশ্বাস করত এই prophet রা বাস্তব এবং ভবিষ্যৎ দিব্য চোখে দেখতে পেত। সেই জন্য তাদের বিশ্বাস ছিল ওহী (Revelation) দুই প্রকার।
১। ওহী জালি ঃ যা রাসুলদের নিকট সরাসরি বিশেষ ওহী হিসাবে প্রেরিত হয়েছে।

২। ওহী কাফিঃ এক প্রকার ওহী যা ইহুদিদের মত অনুযায়ী তাদের প্রফেটদের কাছে এসেছে। (বিঃদ্রঃ এইখানে প্রফেট বলতে নবী বোঝানো হয় নাই)

সুফীবাদের উৎপত্তি :
কোরআনে কোথাও তাসাউফ বা Mysticism বলে কোন শব্দ নেই, তাই এই সূফীবাদের ধারনাও কোরআনে নেই। এর কাছাকাছি যে শব্দটা কোরআনে এসেছে তা হল “রাহবান” (Monasticism)। আল্লাহ বলেছেন”

আর বৈরাগ্য, সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে; আমি এটা তাদের উপর ফরজ করিনি; কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে এটা অবলম্বন করেছে” (৫৭:২৭)

কোরআন একটি সম্পূর্ণ জীবন বিধান এবং এর বিধান সম্পূর্ণ পরিষ্কার। ইসলামে বৈরাগ্য অথবা সূফীবাদের কোন স্থান নেই।
আমরা জানি জ্ঞান হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার জ্ঞান সরাসরি সৃষ্টিকর্তা থেকে প্রাপ্ত (Divine Knowledge)। এই প্রকার জ্ঞান সৃষ্টিকর্তা বিভিন্ন সময়ে তার প্রেরিত মানুষের দ্বারা মানুষের কল্যাণে পাঠিয়েছেন। যাদের মাধ্যমে সৃষ্টিকর্তা এই জ্ঞান আমাদের কাছে পাঠিয়েছেন তাদেরকে নবী বা রাসুল বলা হয়। মুহাম্মদ (সাঃ) এর ইন্তিকালের পরে, এই সরাসরি প্রাপ্ত জ্ঞানের অবসান ঘটে। এর পর সৃষ্টিকর্তার কাছ থেকে আর কোন সরাসরি জ্ঞান আসবেনা। দ্বিতীয় প্রকার জ্ঞান হচ্ছে মানুষ তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার কাজ, গবেষণা, সময়ের সাথে সাথে যে অভিজ্ঞতা বা জ্ঞান লাভ করে। এই জ্ঞান ( Perpetual Knowledge) সময়ের সাথে সাথে ক্রমবর্ধমান।

এক পর্যায়ে কোরআনের খতমুন নব্যুয়াত (seal of the prophet) কে পাশ কাটিয়ে ইহুদীদের দুই ধরনের ওহী মতবাদ ইসলামেও প্রসার লাভ করে। শিয়া এবং সুন্নী এই দুই মতবাদই খতমুন নব্যুয়াত কে পাশ কাটিয়ে সরাসরি সৃষ্টিকর্তা থেকে প্রাপ্ত জ্ঞান (Divine Knowledge) পাওয়া সম্ভব- এ বিশ্বাস স্থাপন করে, যেখানে কোরআন সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের পথ বন্ধ করে দিয়েছে সেখানে সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে জ্ঞান অর্জন সম্ভব- এই বিশ্বাসই সুফীবাদের মুল ভিত্তি।

দুই ধরনের ওহী মতবাদ:

এই দ্বিতীয় ওহীর ক্ষেত্রে, শিয়ারা বিশ্বাস করে তাদের ইমামগন এই প্রকার জ্ঞান সরাসরি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত। এই ক্ষেত্রে তারা “মুহাদ্দাস” শব্দটি ব্যবহার করে। সাধারণত এই “মুহাদ্দাস” শব্দটি তারা তাদের ইমামের ক্ষেত্রে ব্যবহার করে এই অর্থে যে তাদের ইমামগনও একই উৎস থেকে জ্ঞান প্রাপ্ত।

অন্যদিকে সুন্নীরাও এই মতবাদ ধারন করে। সুন্নীদের বেলায় বলা হয়, দুই প্রকারের ওহী আছে, একটা হল ওহী জালি- যা নবীর উপর সরাসরি এসেছে (কোরআন)। অন্যটি হল ওহী কাফি, যা নবী এবং উনার পরবর্তীগন সরাসরি একই উৎস থেকে প্রাপ্ত। এই জন্য হাদিসও বানানো হয়েছে। এই বিষয়ে আরও জানতে আপনি নিচের লিঙ্কে যেতে পারেন। Click This Link
http://www.somewhereinblog.net/blog/hanifdhaka/30030621

গোপন জ্ঞান/ গুপ্ত বিদ্যাঃ
সুফীবাদের একটা মতবাদ হচ্ছে যে গোপন জ্ঞান/ গুপ্ত বিদ্যা সাধারনের জন্য নয়, শুধুমাত্র বিশেষ কিছু মানুষের জন্য। এই জন্য তারা হাদিস বানিয়েছে। আমি এখানে একটা হাদিসের উল্লেখ করছিঃ

আবু হুরায়রা থেকে বর্ণিতঃ নবী আমাকে দুইটি জ্ঞানের পাত্র দিয়েছেন, যার একটি আমি প্রকাশ করেছি (প্রকাশ্য জ্ঞান), কিন্তু যদি অপরটি (গোপন জ্ঞান) প্রকাশ করি তবে আমার গলা কেটে ফেলা হবে। (বুখারী, মিসকাত- কিতাব উল উলম)

আহলে ত্বরিকা (সুফীবাদের অনুসারী) এই হাদিসটিকে তাদের মতবাদের প্রমান হিসাবে পেশ করেন।

কিন্তু আল্লাহ বলেছেন
“হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না”।(৫:৬৭)
“অতঃপর যালেমরা কথা পাল্টে দিয়েছে, যা কিছু তাদেরকে বলে দেয়া হয়েছিল তা থেকে। তারপর আমি অবতীর্ণ করেছি যালেমদের উপর আযাব, আসমান থেকে, নির্দেশ লংঘন করার কারণে”।(২:৫৯)

সুতরাং কোরআনের এই আয়াত (৫:৬৭) অনুযায়ী যদি উপরোক্ত হাদিস সঠিক দাবী করা হয়, তবে এই দ্বারা কোরআন অনুযায়ী নবীর উপর কঠিন অভিযোগ/দোষারোপ আরোপ করা হবে যে উনি উনার উপর অবতীর্ণ ওহীকে দুইভাগে ভাগ করেছেন। একভাগ সবাই কে বলেছেন, আরেকভাগ বিশেষ কয়েকজন কে। কোরআনের এই আয়াত অনুসারে, এমন কোন কিছ আল্লাহ নবীকে দেন নাই যা উনি সকল মানুষের কাছে পৌছে দেন নাই।

সুফিরা বিশ্বাস করে তারা সরাসরি ঈশ্বর থেকে জ্ঞান প্রাপ্ত। এই জ্ঞানের বিভিন্ন নাম আছে। তবে সাধারণত “ওহী”,“কাশফ” অথবা “ইলম” বলা হয়। তবে যে নামেই ডাকা হোক না কেন, আমাদের নবী যে উৎস থেকে এই ওহী প্রাপ্ত, তারা এই সব জ্ঞান/ওহী একই উৎস থেকে প্রাপ্ত দাবী করে। এই জ্ঞান কোথাও লিখে রাখা হয় না বরং যুগ যুগ ধরে সুফী প্রতিষ্ঠানের মাধ্যমে হস্তান্তর হয়। এই জ্ঞান যে শুধুমাত্র মুর্শিদ (master) এর মাধ্যমে অনুসারীদের মধ্যে হস্তান্তর হয় তা নয় বরং গোপন পদ্ধতিতে দ্বীর্ঘ সময়ে অর্জন করা যায়। যেমন, বলা হয়, জুনাইদ বাগদাদী (মৃত ২৯৮ হিজরি) এই জ্ঞান লাভ করেছিল আনাস বিন মালিক, নবীর একজন সাহাবার কাছ থেকে। সুফিরা বলে থাকে যে এই গোপন জ্ঞান আলী(রাঃ) পায় নবীর কাছ থেকে এবং আলী(রাঃ) এর মাধ্যমে এই জ্ঞান মৌখিক ভাবে হস্তান্তর হয়। এই জন্য শিয়ারা তাদের ইমামদের কে বলে মুহাদ্দাস। অন্যদিকে সুন্নীদের মধ্যে প্রধান চারটি ত্বরিকার (কাদেরিয়া, নক্সবন্দী, চিশতিয়া, সোহ্রদিয়া) শুধুমাত্র “নক্সবন্দী” ত্বরিকা বাদে সবাই তদের পূর্বপুরুষদেরকে আলী(রাঃ) থেকে আগত বা আলী(রাঃ)এর উত্তরসূরি মনে করে।(এই মতবাদের সাথে খৃস্টানদের ট্রিনিটি একসাথে করলে, নবী নুরের তৈরি এই ধরনার উৎস সহজেই পাওয়া যায়, আমি সেদিকে যাচ্ছিনা।) এই গোপন জ্ঞানের সাথে তারা সরাসরি আল্লাহর কাছ থেকে জ্ঞান লাভ করে যা দ্বারা তারা কোরআনের গোপন অর্থের অর্থ অনুধাবন করতে পারে।

বিখ্যাত সুফী “মহিউদ্দিন বিন আরাবী” তার বিখ্যাত গ্রন্থ “ ফাহসুল হুকম” এ এই বিষয়ে বলেনঃ “সুফীরা নবীদের মত একই উৎস থেকে জ্ঞান লাভ করে থাকে”।(“Sufis get (knowledge) from the same source from which the Prophet got.”)।

একই গ্রন্থে সে বলেছেঃ “as far as the Ahadts (traditions) are concerned.some of them may be forged ones but the knowledge which the saints get directly from God can never be so”

এর ফলে যে দরজা নবীর ইন্তিকালের সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল, তা আবার সুফী মতবাদ অনুযায়ী খোলা হল, এবং এই তথাকথিত দরজার মাধ্যমে যুগে যুগে বিভিন্ন প্রকার ওহী, নবী পরিচয় দানকারী মানুষ এবং তাদের বিভিন্ন প্রকারের মুযেযা/কেরামতের পথ উম্মুক্ত হল।

পারট- ২: Click This Link

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:

কাজ কর্ম ছিল না তখন, আয় ছিল না অনেক লোকের, এরা সংসারী হওয়ার সুযোগ থেকে বন্চিত হয়ে, এটা সেটা নিয়ে জীবন কাটায়ে দিয়েছে।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

হানিফঢাকা বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। আসলে এটা এত সহজভাবে বলা যায়না। এর ইম্প্যক্ট আমাদের মুসলিম সমাজে ভয়াবাহ। আমরা বেশিরভাগ মানুষই ইসলাম এবং সুফিবাদের পার্থক্য ধরতে পারিনা।

২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪

আজমান আন্দালিব বলেছেন: ভালো লেগেছে।

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভারতীয় উপমহাদেশে ইসলাম বিস্তারে সুফিবাদের বিশাল একটা প্রভাব আছে । এবং একটা সময় সুফিবাদই মানবতার শিক্ষা দিয়েছে ।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১২

হানিফঢাকা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আমি এই বিষয়ে কিছু লিখব চিন্তা করেছি। তবে আমি নিজে যেটা বুঝি, সেটা হল, যদি আপনি সুফীবাদকে ইসলাম থেকে পৃথক করে দেখতে পারেন, তবে দেখবেন এই সুফিরা আসলে এই ভারতবর্ষে সূফীবাদের শিক্ষা দিয়েছে। মূল ইসলামের ধারনা খুব কম ছিল। এর প্রভাব এখনও আছে।

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১১

বংশী নদীর পাড়ে বলেছেন: চমৎকার উপস্থাপনাঃ- তবে আমি আপনার সাথে একমত নই। কারণ, আপনি বলেছেন - "শিয়া এবং সুন্নী এই দুই মতবাদই খতমুন নব্যুয়াত কে পাশ কাটিয়ে সরাসরি সৃষ্টিকর্তা থেকে প্রাপ্ত জ্ঞান (Divine Knowledge) পাওয়া সম্ভব- এ বিশ্বাস স্থাপন করে, যেখানে কোরআন সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের পথ বন্ধ করে দিয়েছে সেখানে সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে জ্ঞান অর্জন সম্ভব- এই বিশ্বাসই সুফীবাদের মুল ভিত্তি।" না, সুফিমতবাদে কখনোই এরকম কথা নাই। আপনার সাথে তর্কে যাবো না। আপনি যেহেতু বলেছেন বাংলাতে সুফিবাদ সম্বন্ধে কোনো বই পাননি বা পড়েননি যা লিখেছেন ইংরেজি বইপুস্তক ঘেটে তাই কিছু বাংলাতে লেখা কিছু সুফি দর্শনের বইয়ের তালিকা দিলাম পড়ে দেখতে পারেন। সুফিবাদ সম্বন্ধে পরিস্কার একটা ধারনা আসবে আশা করি।

১. শরিয়তি শয়তান মারেফতি শয়তান- ডা. বাবা জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ্বরী।
২. ক্বেবলা ও সালাত - সদর উদ্দিন আমহমদ চিশতী।
৩. আমিই খোদা আমিই একমাত্র সত্য আনা আল -হক্ক he is He - মোস্তাক আহমাদ।
৪. মাওলার অভিষেক ও মতভেদের কারণ - সদর উদ্দিন আমহমদ চিশতী।
৫. ধর্ম ডাকাতি - ফকির চিশতী নিজামী।
৬. কোরবানী - সদর উদ্দিন আমহমদ চিশতী।
৭. শানে পাক পাঞ্জাতন - রেজা মাহবুব চিশতী।
৮. কারবালা ও মুয়াবিয়া - সৈয়দ গোলাম মোরশেদ।

বইগুলি পেতে পারেনঃ
বই বিচিত্রা,
৩৬ বাংলাবাজার, ঢাকা- ১১০০
ফোন- ০২-৭১১৮২৬১, মোবা- ০১৯২৪-৫২২০৫১

অথবাঃ
সদর প্রকাশনী,
১১/১, বাংলাবাজার, ঢাকা-১১০০
ফোন- ০২-৭১২৮৯১২, মোবা- ০১৯১৫-৫৫৬৬০৯

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৮

হানিফঢাকা বলেছেন: আপনি বলেছেন "সুফিমতবাদে কখনোই এরকম কথা নাই।"। আমি আমার লেখার শেষদিকে দুটা রেফারেন্স দিয়েছি, আপনি হয়ত খেয়াল করেননি। ভাই অপেক্ষা করেন, আমি দরকার হলে পরের লেখাগুলিতে প্রসঙ্গক্রমে আরও রেফারেন্স দিব।

বই পাওয়া যায়, কিন্ত আমি আসলে বোঝাতে চেয়েছি "ভাল কোন বই পাওয়া যায় না"। আপনার রেফারেন্সের বই গুলি আমি পড়িনি, সুতরাং বলতে পারছি না, সময় পেলে অবশ্যয় পড়ব। আপনার রেফারেন্সের জন্য ধন্যবাদ।

৫| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৭

বংশী নদীর পাড়ে বলেছেন: সংশোধনীঃ দুঃখিত টাইপ করতে গিয়ে বানানে একটু ভুল হয়ে গেছে- শুদ্ধ বানান


১. ক্বেবলা ও সালাত
২. মাওলার অভিষেক ও মতভেদের কারণ
৩. কোরবানী
লেখকঃ সদর উদ্দিন আহমদ চিশতী

৬| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩২

নতুন বলেছেন: সুফিমতবাদীদের সাথে কথায় মনে হয়েছে যে তাদের কাছে গোপন বিদ্যা আছে সেটা অন্যকারুর কাছ থেকে জানতে পারবেন না।

সব রকমের অলৌকিকতার চিন্তা তাদের মাঝে।

আর আমার কাছে অলৌকিকতা ধান্দাবাজির হাতিয়ার মতন হয়।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪

হানিফঢাকা বলেছেন: এই ধারনা সুফীবাদের মধ্যে কমবেশি সব জায়গায় আছে। এর কারন হচ্ছে এর উৎপত্তি, বিশ্বাস, এবং প্রথম থেকে মাঝামাঝি দিকের সুফী লেখকদের লেখা। ইচ্ছা আছে কিছু সুফী লেখকদের লেখা থেকে কিছু উদৃতি দিব।

৭| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ২:০৩

মোহাম্মদ জামিল বলেছেন: সহমত ++

৮| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪০

দরবেশমুসাফির বলেছেন: “আর বৈরাগ্য, সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে; আমি এটা তাদের উপর ফরজ করিনি; কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে এটা অবলম্বন করেছে।

ভাই সুফিবাদের অনেক বিভাগ আছে। শুধু উপমহাদেশেই আছে কাদেরিয়া চিশতিয়া মজাদ্দেদিয়া আরও একটা তরিকা এখন নাম মনে আসছেনা। সব বিভাগ কিন্তু একই কথা বলে না।

আর ইমাম গাজ্জালির নাম তো পেলাম না । তার মিনহাজুল আবেদিন গ্রন্থকে সুফিবাদের ভিত্তি ধরা হয় বলে জানি।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

হানিফঢাকা বলেছেন: আরেকটা বিশেষ ত্বরিকা হচ্ছে নক্সবন্দী। আরেকটা আছে সোহরায়ারদিয়া (বানান ভুল, সঠিক বানান টাইপ করতে পারছি না)।

ভাই সবার নাম লিখতে গেলে আমি পাগল হয়ে যাব। একবার চেষ্টা করেছিলাম, পরে বাদ দিয়েছি। আমি আগেই বলেছি আমার লেখাটা কোন একডেমিক লেখা না, আমি শুধু এর প্রকৃতি ধরে তোলার চেষ্টা করছি। এইজন্য আমার লেখা খুবই খুবই সংক্ষেপে বর্ণনা করেছি। এইজন্য আমার লেখার মধ্যে অনেক মিসিং লিঙ্ক পাবেন।একডেমিক ভাবে লিখতে গেলে এর সাইজ হবে কমপক্ষে ৪০০-৫০০ পাতা যা আমার পক্ষে বর্তমানে কোনভাবেই লেখা সম্ভব না



*(এটা সঠিক এবং সম্পূর্ণ রুপে বুঝতে হলে আপনাকে শুরু করতে হবে ইরাকের ব্যবিলন থেকে প্রায়৩০০০-৪০০০ বিসি থেকে। এরপর আপনাকে এর মধ্যে ইহুদীদের ইতিহাস এবং তাওরাতের পরে তালমুদ, মিসনাহ কিভাবে এবং কেন এসেছে তা জানতে হবে , এর পর পার্সিয়ানদের সেই সময়ের ধর্ম চর্চা জানতে হবে, তাহলে আপনি ইসলামে এর আবির্ভাব সম্পর্কে জানতে পারবেন। উপমহাদেশে এই সুফিজমের ধ্যান ধারনা জানতে হলে, হিন্দু এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে হবে এর তাত্বিক এবং ব্যবহারিক দিক গুলিও জানতে হবে। আপনিই বলেন এত কিছু একসাথে এইখানে কাভার করা সম্ভব কিনা?)

৯| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: এই বিষয় নিয়ে 'ইমন জুবায়ের' ভাইয়ের ধারাবাকি পোষ্ট আছে মনে হয়!

১০| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২১

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: এই বিষয় নিয়ে 'ইমন জুবায়ের' ভাইয়ের ধারাবাহিক পোষ্ট!

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৫

হানিফঢাকা বলেছেন: ধন্যবাদ। আজকে দেখলাম।

১১| ২৭ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৪৫

আহমদ হাসান বলেছেন: ধন্যবাদ। সুন্দর লেখা।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

শামছুল ইসলাম বলেছেন: ১ম পর্বটা পড়লাম।

ভাল লেগেছে।

প্রিয়তে নিলাম।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

গ্রিন জোন বলেছেন: সব দরবেশ পীর সূফি এক জায়গায় করে আগুন ধরিয়ে দিলে অথবা গুলি করে হত্যা অথবা বিষ দিয়ে পোকামাকড়ের মতো হত্যা না করলে ইসলাম পরিষ্কার হওয়া সম্ভব না।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

হানিফঢাকা বলেছেন: এর উৎস, প্রকৃতি, ব্যবহারিক দিক এবং ইসলামের সাথে এর মৌলিক পার্থক্য জানতে হবে এবং নিজেদের সতর্ক থাকতে হবে। ধন্যবাদ আপনাকে।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

জেন রসি বলেছেন: একটা মতবাদের সাথে আরেকটা রূপান্তরিত মতবাদ মিশে যাওয়াটা অস্বাভাবিক কোন ব্যাপার না। কারন ধর্মীয় মতবাদের উপর একধরনের ডিভাইন জ্ঞান আরোপিত হলেও তা সময়ের সাথে আর্থ সামাজিক প্রেক্ষাপটের উপরি কাঠামো হিসাবেই কাজ করে। তাই এক সময়ের কার্যকর মতবাদ ভিন্ন সময়ে এসে অকার্যকর হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.