নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফানডামেনটাল

;

হানিফঢাকা

So peace is on me the day I was born, the day that I die, and the day that I shall be raised up to life (again) (১৯:৩৩)

হানিফঢাকা › বিস্তারিত পোস্টঃ

ইজিপ্ট নিয়ে একটি জরিপ

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

প্রথমেই বলে নেই, উপরের শিরোনামটা আমার কাছে খুব একটা মনোমত হয়নি। এই মুহূর্তে এর চেয়ে ভাল কিছু পাচ্ছি না। এটা প্রচলিত অর্থে কোন জরীপ নয়, এটাকে কোনভাবেই কুইজ বলা যাবে না। দয়া করে কেউ কস্ট করে খুজে প্রশ্নের উত্তর দিবেন না। সত্যিকার অর্থে যা জানতে চাচ্ছি ইজিপ্ট সম্পর্কে আমাদের সাধারণ ধারনা কি রকম, অর্থাৎ এই বিষয়ে আমরা সাধারনভাবেই কতটুকু জানি। সত্য- মিথ্যা এইখানে ব্যাপার না।কি জানি সেটাই এইখানে ব্যাপার।

১। নীল নদের তীরে যে দেশটি আছে তার নাম কি?

২। কোরআনে বর্ণিত মিশর এবং ইজিপ্ট কি একি দেশ?

৩। এই ইজিপ্টদের শাসকদের কি বলা হত?

৪। ফেরাউন কে ছিলেন?

৫ ফেরাউন কি ইজিপ্টের শাসক ছিলেন?

৬। পিরামিড কারা বানিয়েছে?

৭। ঐ শ্রমিকদের কি কোন পরিচয় আছে?

৮। কোরআনে যে ফেরাউনের কথা বলা আছে সে ইজিপ্টের শাসক ছিলেন কি না?

১০। এইটা (প্রশ্ন ৮) আপনি কিভাবে জানেন ? ক। সাধারণ জ্ঞান খ। কোথাও পড়েছেন গ। মুভি দেখে

১১। নিচের কোন ছবিটার সাথে আপনার মনে গেথে থাকা ফারাউনের ছবির সাথে মিলে?



(ছবিঃ ১)

( ছবি :২)

(বিঃদ্রঃ প্রশ্ন গুলি অনেকের কাছে ছেলেমানুষী টাইপের মনে হতে পারে। দয়া করে কেউ বিরুপ মন্তব্য করবেন না। আমি আসলে জানতে চাচ্ছি ইজিপ্ট এবং ফেরাউন সমর্পকে মানুষের ধারনা কি।প্রশ্ন গুলি যতই ছেলেমানুষি মনে হোক, দয়া করে খুব সংক্ষেপে অথবা বা হ্যা না বোধক উত্তর দিয়ে সাহায্য করুন।)

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ম.র.নি বলেছেন: জরিপের উদ্দেশ্য থাকে আপনার আপনার নিয়্যত কি?জরিপের অংশ নেয়ার আগে জানতে চাই জরিপ করার আপনি কেডা?

আপনি কি

ক.কাদিয়ানী

খ.কনভার্টেড ইহুদী

গ.জাবূরের অনুসারী

ঘ.আমুনের পূজারী.

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

হানিফঢাকা বলেছেন: জরিপের অংশ নেয়ার আগে জানতে চাই জরিপ করার আপনি কেডা? - এই জরীপ করতে কি কোন লাইসেন্স লাগে? আপনি কি এই লাইসেন্স ইস্যু করেন?

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:

৪। ফেরাউন প্রাছীন মিসরের শাসন কর্তাদের উপাধি।

১১। দুই ছবির মাঝে, উপরেরটা মমি ও পিরামিডে ব্যবহৃত এক ফেরাউনের 'মাস্ক'; নীচের ছবি, সিনেমায় মুসা নবী চরিত্রের ছবি।

ফেরাউনরা নুহ নবীর বংশধর, এরা শিক্ষা দীক্ষায় উন্নত ছিল; সেই আমলের রাজতন্ত্রে ফেরাউনরা ভালো শাসক ছিলো; তাদের নিস্ব ধর্ম ছিলো। ইহুদীরা ওদের নামে খারাপ কথা লিখেছে, কারণ মুসা নবী তাদেরকে ধর্মান্তরিত করতে গিয়ে সফল হয়নি।

৭। যুদ্ধবনদীরা পিরামিডের শ্রমিক ছিলো; সাথে দরিদ্র ইহুদীরাও ছিল।


আপনি কি করার চেস্টা করছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

হানিফঢাকা বলেছেন: এই সম্পর্কে একটু জানার চেষ্টা করছি আর কি? বলতে পারেন বিভিন্ন বই পড়ে একসাথে ঘটনাগুলি মেলানোর একটা অপপ্রয়াস আর কি।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

হানিফঢাকা বলেছেন: Click This Link
http://www.theguardian.com/world/2010/jan/11/great-pyramid-tombs-slaves-egypt

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

নতুন বলেছেন: উপরের ছবিটা বেদুইন শেখের, লেবাননের হবার সম্ভবনা বেশি। Click This Link

কোরানে ফেরাউন সম্পকে বা মিশর সম্পকে কতগুলি আয়াত আছে... মানে কোন কোন সুরাতে আছে একটু বলেন তবে পড়ে দেখতে পারবো।

১। নীল নদের তীরে যে দেশটি আছে তার নাম কি? << বত`মানে মিশর<<

কারা পিরামিড তৌরি করেছে সেই সম্পকে এই ভিডিও দেখতে পারেন। https://www.youtube.com/watch?v=lotbZQ55SgU

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

হানিফঢাকা বলেছেন: ভাই আমার প্রশ্ন ছিল সাধারনভাবে আপনি কি জানেন। এই জানা সঠিক বা ভুল এই টা কোন ব্যপারনা। মানুষ এই ব্যাপারে কি ধারনা করে সেইটাই জানতে চাচ্ছিলাম।

ছবির ব্যাপারে সম্ভবত আমি আমার প্রশ্নটা ক্লিয়ার ভাবে করতে পাড়ি না। আমি আসলে বলতে চাচ্ছিলাম ছবি দুইটা দেখে কোনটা আপনার কল্পিত ফেরাউনের সাথে মিলে।
ধন্যবাদ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ইনফেকটেড মাশরুম বলেছেন: এতো প্রশ্নের জরিপে কেউ সাহায্য করবেনা হানিফ ভাই। আপনি বরং আপনার ধারনা এবং জানা নিয়ে পোস্ট দিন, দেখবেন অনেকে নিজের জানাটাও বলবে। মানুষ নিজের মতের অথবা জানার একটু বাইরে গেলেই অন্যের ভুলটাকে দেখিয়ে যেতে চায়...

আপনার প্রশ্নের ধারা থেকে আন্দাজ করছি আপনি বলতে চাইবেন কোরানের মিশর আর বর্তমান মিসর কিংবা ফেরাউন এক নয়। তবে আমি মনে করি এক, এবং সেটা হবার সম্ভাবনাই বেশি। না হলেও ক্ষতি কি?

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

হানিফঢাকা বলেছেন: এই বিষয়ে লেখার জন্য প্রচুর সময় দরকার। ইনফরমেশন নাকের ডগায় আছে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। একসাথে করলে একটা ধারনা পাওয়া যাবে। চিন্তা করছি, সম্পূর্ণ না হলেও খুব অল্প করে কিছু লিখব। না হলেও ক্ষতি কি?- ক্ষতি অনেক বেশি।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

তার আর পর নেই… বলেছেন: 1,মিশর
2,হ্যাঁ
3,ফারাও
4,একজন ফারাও
5,হ্যাঁ
6,…
7,
8,হ্যাঁ
9,পড়েছি
10, প্রথমটা

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

হানিফঢাকা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্ভবত আপনিই পোস্ট পড়ে এবং বুঝে কমেন্ট করেছেন।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


জরিপ দিয়ে ঘুমাচ্ছেন; মনে হচ্ছে, কোন অটোমেশন সফটওয়ার এনালাইসিস করছে?

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

হানিফঢাকা বলেছেন: ভাই খুব টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

তার আর পর নেই… বলেছেন: পোস্ট দিন। আগ্রহ জন্মেছে। এখানে কমেন্ট করে সুরা কাসাস পড়লাম। কিন্তু প্রশ্নের উত্তরের মতো কিছু খুজে পেলাম না।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

রানার ব্লগ বলেছেন: 01. Click This Link
02. Egypt (i/ˈiːdʒɪpt/; Arabic: مِصر‎ Miṣr, Egyptian Arabic: مَصر Maṣr, Coptic
03. ফেরাউন এক টি উপাদি, যারাই মিসর বা ইজিপ্ট শাসন করেছেন তারাই ফেরাউন, তবে সেই সময় মিসর বা ইজিপ্ট দুই ভাগে শাসন হতো ০১ উপরের মিশর, ০২. নিচের মিশর , উপরের মিশর যারা শাসন করতেন তাদের মর্যাদা বেশি ছিল এরাই ফেরাউন, নিচের মিসর যারা শাসন করত তারা কম মর্যাদা সম্পন্ন, এমন কি তাদের মুকুট এর রং ও আলাদা ছিল এবং গুরুত্বপূর্ণ তথ্য এই যে মিশর এর পরিধি অনেক বড় ছিল, বর্তমান আফ্রিকার অনেক দেশই তখন মিসরের অধিনে ছিল। নীল নদ দুই নামে পরিচিত সাদা নীল নদ ও নীল নীল নদ ।
04. ফেরাউন মিশরের শাসক ছিলেন
05. ফেরাউন ই ছিলেন সকল শাসন ক্ষমতার উৎস, বাকি সবাই তার অধিনে ছিলো ।
06. পিরামিড দাস দের দিয়ে বানানো হয়েছিল, এর বেশিরভাগ ছিলো কালো দাস, এদের জোগার করা হতো নিচের মিসর থেকে। বাকিরা যুদ্ধবন্দী।
07. ৬ নং উত্তর দ্রবষ্ট
08. ফেরাউন একটি পাদবি প্রবর্তিতে নমরুদ নামে উপাদি ধারন করেন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

হানিফঢাকা বলেছেন: আপনার উত্তরের জন্য ধন্যবাদ।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

রানার ব্লগ বলেছেন: ৮। নমরুদ একটি পাদবি পরবর্তীতে ফেরাউন নামে উপাদি ধারন করেন।

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

হানিফঢাকা বলেছেন: ধন্যবাদ

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

রানার ব্লগ বলেছেন:

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

হানিফঢাকা বলেছেন: ম্যাপের জন্য ধন্যবাদ। পড়ে কাজে লাগবে।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ লেখক আমারও মাথায় এমন প্রশ্ন ঘুরপাক খায়। বর্তমানের ইজিপ্ট কি প্রাচীন মিশর!

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

হানিফঢাকা বলেছেন: এমন এমন প্রশ্ন ঘুরপাক খায় কেন?

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: ভাই আমার প্রশ্ন ছিল সাধারনভাবে আপনি কি জানেন। এই জানা সঠিক বা ভুল এই টা কোন ব্যপারনা। মানুষ এই ব্যাপারে কি ধারনা করে সেইটাই জানতে চাচ্ছিলাম।


আমি সঠিক বা ভুল এটা মনে করে প্রশ্ন করিনাই। আমিও জানার জন্যই করেছি যে কোরানে কোন কোন সুরায় মিশর এবং ফিরাউনের বিষয়ে আলোচনা আছে... আপনার লেখা পড়ে সেটা জানার আগ্রহ হলো তাই প্রশ্ন করেছিলাম।

ছবির ব্যাপারে সম্ভবত আমি আমার প্রশ্নটা ক্লিয়ার ভাবে করতে পাড়ি না। আমি আসলে বলতে চাচ্ছিলাম ছবি দুইটা দেখে কোনটা আপনার কল্পিত ফেরাউনের সাথে মিলে।

আমার উপরের ছবি টাই কল্পনায়ও আসে... কারন মুভি/মিশরের ছবি থেকে এটাই দেখে এসেছি আমরা।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৯

হানিফঢাকা বলেছেন: মিশর, ফেরাউন এবং মুসা (আঃ) সম্পর্কিত প্রচুর আয়াত আছে। এতগুলি রেফারেন্স দেওয়া একটু কঠিন বৈকি। আপনি সূরা ইউসুফ অর্থাৎ ১২ নম্বর সূরা দিয়ে শুরু করতে পারেন। ঐ খানে ইহুদিদের প্রথম মিশর গমনের কথা বালা আছে। ঐ সুরাতে মিশর সম্পর্কে আরও অনেক তথ্য পাবেন।

আরও বেশী জানতে চাইলে কোরআনের ইন্ডেক্স ব্যাবহার করুন। এখন প্রায় সব কোরআনের পিছনে একটা সাব্জেক্ট ইন্ডেক্স দেওয়া থাকে। সেটা ধরে আপনি এই সম্পর্কিত আয়াত গুলি খুজে পাবেন। এর পরেও যদি সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আপনার হয়ে বের করে দেব।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

মহা সমন্বয় বলেছেন: আমি কোন ধরণের খুঁজা খুঁজি না করেই জরিপে অংশগ্রহণ করছি, ঠিক এই মুহুর্তে মোটমুটি যা ধারণা আছে তাই বলছি-

১। নীল নদের তীরে যে দেশটি আছে তার নাম কি?
উত্তর- মিশর

২। কোরআনে বর্ণিত মিশর এবং ইজিপ্ট কি একি দেশ?
উত্তর- না, আগে মিশর অনেক বড় ছিল।

৩। এই ইজিপ্টদের শাসকদের কি বলা হত?

উত্তর- ফারাও বলা হত।

৪। ফেরাউন কে ছিলেন?
উত্তর- তৎকালীন মিশেরর বাদশা ছিলেন কিন্তু তার নামটা এই মহুর্তে মনে নেই। এতটুকু জানি ফেরাউন একটা উপধি কোন নিদ্রিষ্ট ব্যাক্তির নাম না। যারা মিশের শাসন করত তাদেরকেই ফেরাউন/ ফারও বলা হত।

৬। পিরামিড কারা বানিয়েছে?
উত্তর- তৎকালীন মিশরের উচ্চ শ্রেণাীর লোকজন মৃত্যুর পর তাদের দেহকে মমি করে রাখত আর সে জন্য তারাই শ্রমিকদের দিয়ে পিরামিড বানিয়েছে।

৭। ঐ শ্রমিকদের কি কোন পরিচয় আছে?
উত্তর- সত্যি কইতাসি এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য নাই। :P

৮। কোরআনে যে ফেরাউনের কথা বলা আছে সে ইজিপ্টের শাসক ছিলেন কি না?
উত্তর- হ্যাঁ ছিলেন, এবং সে যে একজন বড় শাসক ছিলেন এ ব্যাপারে কোনই সন্দেহ নাই।

১০। এইটা (প্রশ্ন ৮) আপনি কিভাবে জানেন ? ক। সাধারণ জ্ঞান খ। কোথাও পড়েছেন গ। মুভি দেখে

উত্তর- ক । তবে এ ব্যাপারে কোন সোর্স চাওয়া একদম না জায়েয হবে কয়া দিলাম। :`>

১১। নিচের কোন ছবিটার সাথে আপনার মনে গেথে থাকা ফারাউনের ছবির সাথে মিলে?
উত্তর- এক নং ছবি।

* আমি কোন নকল করি নাই তাই আমাকে একটু নাম্বার বেশি করে দেয়ার জন্য অনুরোধ করা হইল। * =p~

চিন্তার খোরাক জাগানিয়া এরকম পোষ্টের জন্য অনেক ধন্যবাদ জানবেন।



২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

হানিফঢাকা বলেছেন: আপনার মন্তব্য ভাল লেগেছে। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

গোধুলী রঙ বলেছেন: ১। ইজিপ্ট
২। হুম
৩। ফেরাউন
৪। কুরানে বর্নিত ফেরাউন ও মুসা আঃ সম্পর্কিত আয়াত গুলো থেকে আমি যা বুঝি তা হলো, মুসা আঃ জন্মের সময় একজন ফেরাউন ছিলো, সে নিজেকে খোদা দাবী করতো, নীল নদে ডুবে মৃত রাজাও ফেরাউন ছিলো তবে ব্যাক্তি আলাদা, সেও তার পুর্বসূরী থেকে আলাদা কিছু ছিলো না।
৫। হ্যা, ফেরাউন একটা পদবী হতে পারে, ইজিপ্টের শাসকদেরই ফেরাউন বলা হতো।
৬। বহুকাল যাবত শাসন করা ফারাও/ফেরাউন রাই
৭। হতে পারে ওরা স্লেভ ছিলো, বিভিন্ন জায়গা থেকে যোগাড় করা । সেই যুগের দাস প্রথার মত। এপোক্যালিপ্টো মুভিতে দেখায় যেভাবে মানুষকে দাস বানানো হত সেরকমও হতে পারে।
৮। হ্যা,
৯। ক ও খ দুটাই
১০। ১ নং ছবি

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

হানিফঢাকা বলেছেন: তার মানে বেশ কয়েক জন ফেরাউন থাকতে পারে যেহেতু এইটা একটা পদবী ছিল? উত্তরের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.