নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফানডামেনটাল

;

হানিফঢাকা

So peace is on me the day I was born, the day that I die, and the day that I shall be raised up to life (again) (১৯:৩৩)

হানিফঢাকা › বিস্তারিত পোস্টঃ

দ্যা জেলাস গড

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯



Do not worship any other god, for the LORD, whose name is Jealous, is a jealous God. (Exodus 34:14)

আপনি যদি “কারেন আর্মস্ট্রং” এর “এ হিস্ট্রি অফ গড” বইটি পড়ে থাকেন তবে দেখবেন যে লেখিকা বিভিন্ন সময়ে গডের কন্সেপ্ট নিয়ে লিখেছেন। তিনি এল, বাল, এলহিম এই সব নামের বিবর্তন এবং তারা একই গড ছিল কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। যদিও বলা হয়ে থাকে হিব্রু বাইবেলে কঠোর একশ্বরবাদ প্রচার করে, এর মধ্যে প্রচুর প্যাগানিজমের উপাদান রয়েছে। হিব্রু বাইবেলের প্রথম গ্রন্থ বুক অফ জেনেসিসে আমরা এর প্রমান দেখতে পাই। একটা কথা মনে রাখতে হবে, যে হিব্রু বাইবেলে বিভিন্ন গোত্রের মধ্যে প্রচলিত বিভিন্ন রকমের কাহিনীকে একত্রিত করে রচনা করা হয়েছে। এর উদাহরণ আদম, নোয়াহ, আব্রাহাম, জ্যাকব, মোজেশ এর বিভন্ন কাহিনী কে একত্রীভূত করার চেস্টা। এটা করা হয়েছিল সম্ভবত ইস্রায়েলীদের বিভিন্ন গোত্রকে একটা একই কমন প্লাটফর্মে আনার জন্য।
এক্সোডাস এ গড নিজের পরিচয় দিতে গিয়ে নিজেকে জেলাস গড হিসাবে পরিচয় দিয়েছেন। তার এই জেলাসির পরিচয় পাওয়া যায় সমগ্র হিব্রু বাইবেল জুড়ে। উদাহরণ স্বরূপ, আদমের কাহিনী।

স্বর্গোদ্যান ইডেনে দুইটা বিশেষ বৃক্ষ ছিল। একটা জীবন বৃক্ষ এবং আরেকটা জ্ঞান বৃক্ষ। হিব্রু বাইবেল অনুযায়ী এটা প্রতীয়মান যে ইশ্বর হতে হলে মুলত দুইটা গুণাবলী দরকার। একটা হচ্ছে অমরত্ব আরেকটা হচ্ছে ভাল মন্দ জ্ঞানের অধিকারী। ইশ্বর আদম সৃস্টি করে তাকে ঐ দুই বৃক্ষের ফল খেতে নিষেধ করেন। কারন ইশ্বরের মনে ভয় ছিল এই দুইটা ফল খেলে মানুষ তার নিজ গুনে ঈশ্বর হয়ে উঠবে। সেইজন্য ইশ্বর আদমকে মিথ্যা ভয় দেখিয়েছিলেন (ঈশ্বর কি মিথ্যা বলতে পারে?)

ইশ্বর আদমকে ফল খেতে নিষেধ করে বলেছিলেনঃ

but you must not eat from the tree of the knowledge of good and evil, for when you eat from it you will certainly die." (Genesis 2:17)

আদম সেই ফল খেয়েছিল, কিন্তু মরেনি। এইখানে ইশ্বর তাকে মিথ্যা ভয় দেখিয়েছে।যাইহোক এই ফল খাওয়ার পর আদম ভাল মন্দ বুঝার ক্ষমতা অর্জন করে নিজেকে নগ্ন আবিস্কার করে লজ্জা পাওয়ার মধ্যমে। আদম সম্ভবত তখনও জীবন বৃক্ষ সম্পর্কে জানত না। ঈশ্বর সতর্কতা মূলক ব্যাবস্থা হিসাবে আদম এবং তার স্ত্রী কে ইডেন থেকে বের করে দেয় এবং জীবন বৃক্ষকে সতর্কতা মূলক পাহারার ব্যাবস্থা করে যাতে আদম জীবন বৃক্ষের ফল খেয়ে সম্পূর্ণ ইশ্বর হয়ে না উঠতে পারে।

And the LORD God said, "The man has now become like one of us, knowing good and evil. He must not be allowed to reach out his hand and take also from the tree of life and eat, and live forever. So, the LORD God banished him from the Garden of Eden to work the ground from which he had been taken. After he drove the man out, he placed on the east side of the Garden of Eden cherubim and a flaming sword flashing back and forth to guard the way to the tree of life. ( Genesis 3:22- 24)

সুতরাং জ্ঞান বৃক্ষের ফল খাবার পর আদম হাফ গডে পরিণত হয়। সে যাতে পরিপূর্ণ গড না হতে পারে সেইজন্য ইশ্বর জীবন বৃক্ষতে ভাল করে পাহাড়া দেবার ব্যাবস্থা করেন এবং এটা নিশ্চিত করেন যদিও জ্ঞান বৃক্ষের ফল খেয়ে আদম হাফ গড হয়েছে, এট লিস্ট সে মরণশীল হিসাবেই বেচে থাকবে। সুতরাং হিব্রু বাইবেলের বুক অফ জেনেসিস অনুযায়ী আমরা হাফ গড।

গডের জেলাসির আরেকটা কাহিনী দিয়ে শেষ করব। তার আগে আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে চলে আসে আর তা হচ্ছে বুক অফ জেনেসিসে গডের সংখ্যা কত? সম্ভবত গড জিহোভা তখনও একক গড হিসাবে আত্নপ্রকাশ করতে পারেন নি। তার পাশাপাশি আরও গড বিদ্যমান ছিল। উদাহরণ স্বরুপঃ

the sons of God saw that the daughters of humans were beautiful, and they married any of them they chose. (Genesis 6:2)

The Nephilim were on the earth in those days--and also afterward--when the sons of God went to the daughters of humans and had children by them. They were the heroes of old, men of renown (Genesis 6:4)

এইখানে মুল হিব্রু তে আছে “বনি”। সুতরাং sons of God এর পরিবর্তে সঠিক অনুবাদ হওয়া উচিত tribes of god। যেমন বনি ইস্রায়েল।

অর্থাৎ, ইশ্বরের গোত্রের বিভিন্ন গড অথবা ইশ্বরের সন্তানেরা মানব কন্যা সন্তানদেরকে সুন্দরী দেখে তাদের বিবাহ করেছে এবং তাদের দ্বারা সন্তান উৎপন্ন করেছে। সুতরাং বুক অফ জেনেসিসে আমরা একক গড হিসাবে জিহোভাকে পাই না, তার সাথে আরও অন্যান্য গড বিদ্যমান ছিল। জিহোভা কিভাবে অন্যান্য গডদের কে পরাজিত করে একক গড হিসাবে আবির্ভূত হয়েছে তা বাকি হিব্রু বাইবেলে সুন্দর করে বলা হয়েছে। এটা বুঝার জন্য দক্ষিণ আরবে প্রাচীন প্যাগানিজম সম্পর্কে এবং সেই সময়ের গডদের সম্পর্কে ধারনা থাকতে হেব। এবার আসি গডের আরেকটা ছোট জেলাসির কাহিনীতে।

বুক অফ জেনেসিসের ১১:১-৯ এ টাওয়ার অফ বাবেলের কাহিনী বলা হয়েছে। এখানে মুলত বলা হয়েছে সমগ্র মানুষের ভাষা ছিল এক।

Now the whole world had one language and a common speech (Genesis 11:1)

এইটা ইশ্বরের জন্য হুমকি স্বরূপ ছিল। অর্থাৎ মানুষের ভাষা যদি একই থাকে (আমার মনে হয় এইখানে ইউনিটির কথা রুপক অর্থে বলা হয়েছে)তবে মানুষকে কোন অসম্ভব থেকেই বিরত রাখা যাবে না।

The LORD said, "If as one people speaking the same language they have begun to do this, then nothing they plan to do will be impossible for them. (Genesis 11:6)


সুতরাং,
Come, let us go down and confuse their language so they will not understand each other. So the LORD scattered them from there over all the earth, and they stopped building the city. That is why it was called Babel --because there the LORD confused the language of the whole world. From there the LORD scattered them over the face of the whole earth (Genesis 11:7- 9)

গড মানুষের ভাষার মধ্যে কনফিউশন সৃস্টি করে মানুষর মধ্যে বিভক্তি তৈরি করল যাতে তারা একত্রিত হয়ে শহর তৈরী না করতে পারে। গডের মানুষের প্রতি জেলাসির পাশাপাশি এই কাহিনীর একটা মুরাল হচ্ছে একটা বহুল প্রচলিত প্রবাদ “ Unity we stand, divided we fall”

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে এই বিষয়গুলো খুবই বিতর্কিত। টপিকটা নিঃসন্দেহে খুবই ইন্টারেস্টিং। তবে মাঝে মাঝে অনেক প্রশ্ন চলে মনে। যেগুলোর সঠিক উত্তর পাবার মত বিশ্বাসযোগ্য রেফারেন্স নেই বললেই চলে। বাই দ্য ওয়ে, হিব্রু বাইবেল কি কঠোরভাবে সংরক্ষিত ছিল??

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

হানিফঢাকা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। হিব্রু টেক্সট কঠোরভাবে সংরক্ষিত ছিল। কিন্তু এক সময় এই ভাষাটা বিলুপ্ত হয়ে যায়, যার ফলে মুল হিব্রু টেক্সট অপঠনযোগ্য হয়ে পড়ে। হিব্রু থেকে আরামিক এবং পরে গ্রীক ভাষায় অনুবাদ করা হয়। এর পাশাপাশি মুল টেক্সট অবিকৃত ছিল। ৬স্ট শতাব্দী হতে এই হিব্রু ভাষার টেক্সটের মধ্যে স্বরবর্ণের যোগ ঘটিয়ে এবং আরামিক ভাষার সাহায্যে (দুইটা ভাষা ক্লোজ কাজিন) ভাষটাকে শাব্দিক রুপদানের চেষ্টা করা হয় (ঠিক একই সময়ে কোরআনের লিখিত ভাষার রুপে স্বরবর্ণের প্রয়োগ করা হয়)। বর্তমান হিব্রু ভাষা মুলত হিব্রু বাইবেল এবং আরামিক ভাষা থেকে নেওয়া শব্দের সমষ্টি।

সুতরাং, মুল টেক্সট মুলত অবিকৃত ছিল। যেটা বিকৃত হয়েছে সেটা হচ্ছে হিব্রু ভাষা। শব্দের অর্থের পরিবর্তন, ভুল স্বরবর্ণের প্রয়োগের ফলে ভুল শব্দের ব্যবহার। যার ফলে ভুল অনুবাদ এবং অনুবাদে প্রচুর সমস্যা

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

হানিফঢাকা বলেছেন: আপনি এইটাঅ দেখতে পারেন, তাহলে একটা মোটামুটি ধারনা পাবেন
http://www.somewhereinblog.net/blog/hanifdhaka/30195934

২| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০২

নতুন বলেছেন: ভাই খুবই ছোট লেখা.... সন্তুস্ট হইতে পারলাম না :)

মানুষ যখন গড তৌরি করে সে মানুষের মতনই দোষগুনের হবেন তাইনা :)

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

হানিফঢাকা বলেছেন: ছোট লেখায় সময় কম লাগে।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:১৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: টপিকটা আকর্ষনীয়, তবে ব্লগীয় বর্তমান বাস্তবতায় ব্রাত্য। আপনি সাধারনত এত সংক্ষিপ্তাকারে লিখেন না....................

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২

হানিফঢাকা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। গত ৬ মাস ধরে খুব ব্যাস্ত সময় পার করছি। একটু সময় করে উঠতে পারলে আবার লিখব।

৪| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার লেখা।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

হানিফঢাকা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

জেন রসি বলেছেন: গডের যে কনসেপ্ট সেটা মানুষেরই সৃষ্টি। তাই গডের ভেতর মানুষের বৈশিষ্ট্য থাকবে এটাই স্বাভাবিক। মানুষ বিভিন্ন ধর্মের নামে ভিন্ন ভিন্ন কাল্পনিক সত্যকে পরম সত্য ভেবে মেনে চলে।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

হানিফঢাকা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার কথা অনেকাংশে সত্য।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৭

অনল চৌধুরী বলেছেন:
but you must not eat from the tree of the knowledge of good and evil, for when you eat from it you will certainly die." (Genesis 2:1ইংরেজিতে উদ্ধৃতি দেয়ার মানে কি?কোন ধর্মগ্রন্থ কি ইংরেজীতে লেখা?
বাংলাভাষীরা যখন পড়ছে,বাংলাতেই সব উদ্ধৃতি দেয়া যুক্তিসঙ্গত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.