নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপা জী

waiting for things to happen

পাপা জী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকাতে একজন বাঙালি স্টুডেন্ট/ইমিগ্র্যান্ট এর বিশেষ কিছুদিনের জীবনগাথা (ফটো ব্লগ )

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

আমি এই ব্লগ পোস্ট এ আমার (একজন বাঙালি নতুন স্টুডেন্ট/ভবিষ্যত ইমিগ্রান্ট)জীবনের কিছু বিশেষ দিনের কর্মকান্ড ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব..

পার্ট -১: ফ্রেশ অফ দা বোট@JFK এয়ারপোর্ট

আমি Flikr ওয়েবসাইট থেকে ছবিগুলো কালেক্ট করেছি। আমি ছবির মাধ্যমে একজন নতুন স্টুডেন্ট/ইমিগ্রান্ট (আমি) এয়ারপোর্ট এ কি করে তার একটা আইডিয়া দেয়ার চেষ্টা করব।



অবশেষে আসলাম আমরিকা-স্বপ্নের নিউ ইয়র্ক-প্লেন ল্যান্ড করতেছে JFK এয়ারপোর্ট এ। সবচেয়ে সস্তা ইতিহাদ এয়ারলাইন্সই ভরসা।



প্লেন ল্যান্ড করলো



প্লেন ক্রুরা তাদের কাজ করতেসে আমাদের অফ লোড করার জন্য



শান্তি নাই এইখানেও লম্বা লাইন।ভাগ্য ভালো আমি স্টুডেন্ট ভিসায় আসছি--আমার লাইন অনেক শর্ট।



আই স্ক্যান আর ফিঙ্গার প্রিন্ট নেয়া হইলো।



স্ট্যাম্প দিয়া অফিসার পাসপোর্ট ফেরত দিল, আমিও তারে thank you বললাম।কোনো সমস্যা ছাড়াই পার হইলাম ইমিগ্রেশন চেক পয়েন্ট।



আবার লাইন



TSA (ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন) অফিসার এর যেন কি কারণে আমাকে পছন্দ হইলো। আমার সব লাগেজ খুলতে বললো।আম্মা যত আচার, কোরবানির গরুর মাংশ আর পিঠা দিয়েছিল সব গার্বেজ এ থ্রো করল।



শান্তি নাই, ৫ ডলার বাইর হইয়া গেল ট্রলি নিতে



এইবার খালি ঠেলা



এখন শুধু অপেক্ষা আমার রিলেটিভের আসার জন্য। এই ফাকে একটু টুর দিয়া নেই এয়ারপোর্ট এ..



যা দেখি তাই ভালো লাগে



নিউ ইয়র্ক সিটি সাবওয়ে ম্যাপ-সেদিন মাথা মুন্ডু কিছু বুঝি নাই --এখন এই ম্যাপ মাথার মধ্যে সেট হয়ে গেছে



কি সুন্দর এয়ারপোর্ট



কত ব্রান্ডের দোকানপাট



খাবারের দাম দেখি আর টাকায় কনভার্ট করার পর খাবার খাইতে ইচ্ছা করে না...



জীবনে প্রথম দেখা এয়ার ট্রেন



এয়ার ট্রেন টার্মিনাল





নন স্টপ প্লেন উঠতেছে আর নামতেছে



উড়াল দেয়ার পারমিসন এর জন্য অপেক্ষা



বিশাল এয়ারপোর্ট, অনেক দুরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার টাওয়ার



অনেক ঘুরা হইলো, এবার arrival গেট এর দিকে আগালাম। ওই যে আমার খালা কে দেখা যায়...



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

ছবিগুলো ভালো লাগছে :)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

ইমরান আশফাক বলেছেন: খুব ভালো লাগলো, ধন্যবাদ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

আনোয়ার ভাই বলেছেন: তবুওতো খালা আছে......

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

শ্রাবণধারা বলেছেন: মজা পাইলাম....।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৩

মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগলো ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

আলাপচারী বলেছেন: আমি কই ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.