নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপা জী

waiting for things to happen

পাপা জী › বিস্তারিত পোস্টঃ

নিউইয়র্ক এ তুষার ঝড়: সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিছু ছবি

২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১৪



টাইমস স্কয়ার



স্কুল বাস



গ্রোসারী স্টক করা







পোলাপানের ঈদ



ফ্লাইট ক্যানসেলড- কিছুই করার নাই



বাস এ চেন লাগানো যেন স্লিপ না করে



প্লেন ডি আইসিং করা হইতেছে



সল্ট নিয়া রোড ক্লিনিং ট্রাক রেডি



মাথা ঠিক নাই এই লোকের





মনে হয় ফোরকাস্ট দেখে নাই...



স্ট্যাচু অফ লিবার্টি



স্নো রিমোভাল



স্নো ব্লোয়ার



এমন দিনেও দৌড়ানো বন্ধ নাই



কোনো ট্যাক্সি বাস কিছুই নাই



আল্লাহ বানাইছে, এত ঠান্ডার মধ্যেও এদের কিছু হয়না



কুকুরও রেডি ঠান্ডার জন্য

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৩

নিলু বলেছেন: ভালো , লিখে যান

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ। তুষার ঝড়ে এমনি চিত্র দেখা যায় বরাবর। শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

সুপ্ত আহমেদ বলেছেন: হেব্বি কালেকশন :P :P

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি :)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০০

খেলাঘর বলেছেন:


ঢাকায় প্লাবন, নিউইর্য়কে বরফ

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার সংকলন। ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.