নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরীহ আমজনতার একজন

আবুল হাসান নূরী

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু

আবুল হাসান নূরী › বিস্তারিত পোস্টঃ

মামার বাড়ির আবদার কাকে বলে প্রমাণ দেখুন :D :D

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান দাবি করে রাজধানীর পূর্বাচলে একটি প্লট আবদার করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।



এই আবেদনে জয় প্রধানমন্ত্রীকে ‘উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী’ ও ‘আদর্শ মা’ উল্লেখ করে লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের পক্ষ থেকে আপনার প্রতি রইল সালাম। আমি বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি, চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি ও সুস্থ চলচ্চিত্রে।

আপনি অত্যন্ত দরদী ও বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়। গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং জ্ঞানদীপ্ত আদর্শের ওপর বলিয়ান ছিলেন আমাদের মতো মানুষ আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট করার অঙ্গীকার করেছে।

মা, আপনার কাছে একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক শিল্পীরা পূর্বাচলে ১০ কাঠা/৫ কাঠার প্লট পেয়েছেন। কিন্তু আমি শুটিংয়ের জন্য দেশের বাইরে থাকায় আবেদন করতে পারিনি। পরবর্তীতে ঝিলমিল প্রকল্পে আবেদন করলেও লটারিতে তা পাইনি।

মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন ও সন্তানের ভবিষ্যত। আমি আপনার কাছে আবদার করলাম। আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দিবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।

এই আবেদনপত্রে জয়ের ছবির পাশে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এবং সুপারিশকারী হিসেবে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সিল ও স্বাক্ষর রয়েছে। :D

মামার বাড়ির আবদারটি বড় করে দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

তট রেখা বলেছেন: মামা থাকলেতো মামা বাড়ীর আবদার ও থাকবে।

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

গোল্ডেন গ্লাইডার বলেছেন: mama r kachei to joto abdar :`>

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

আহমেদ সজিব বলেছেন: মামার বাড়ি আছে যার আবদার্ আছে তার

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ কস্টে আছে। তবে, সমাধান এটি নয়, সবার থাকার ব্যবস্হা করার দরকার।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

খোলা মনের কথা বলেছেন: ১ম শ্রেনীর বলদ। সর্বনিন্ম জ্ঞানটুকু নেই বলদের মাথায়

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: এরি নাম মার্তৃভক্তি

৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো একজন এই বিষয়ে পোস্ট দিয়েছিল। ওখানেও বলেছি, চাকুরিতে আমরা বসকে অনেক তোষামোদ করি। এখানে সামান্য তোষামোদ করে যদি কোটি টাকার জমি পাওয়া যায় মন্দ কী? পা তো আর ধরতে হচ্ছে না...

৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

মিলন হোসেন১৫৮ বলেছেন: ভাই যখন কোন ব্যক্তি সম্পদশালী বা প্রভাবশালী হয় তখন তাদের সন্তান ত্রর অভাব হয় না।

৯| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

রাবেয়া রব্বানি বলেছেন: আমার চিন্তা এটার ছবি আপনারা কই পেলেন। কে ছড়ালো? জয় নিজে মনে হয় না।

১০| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

মমতাজ-কলি বলেছেন: উনি যে উপমহাদেশের শ্রেষ্ঠ একজন ভিক্ষুক এবং আদর্শ তৈলবাজ এতদিন জানা ছিল না। ছি! ছি!!

১১| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

শাহাদাত হোসেন বলেছেন: ভাবতেছি আমি ওবামারে মামা ডাকুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.