নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরীহ আমজনতার একজন

আবুল হাসান নূরী

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু

আবুল হাসান নূরী › বিস্তারিত পোস্টঃ

অ্যান্টেনা দিয়ে দূরদর্শন চ্যানেল দেখার স্মৃতি 8-| 8-| 8-|

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬


৯০-এর দশকের কথা। সেই যুগে এখনকার মত ঘরে ঘরে ডিশের কানেকশন ছিল না। উপরের ছবির মত অ্যান্টেনা দিয়ে শুধু বিটিভি আর ভারতের ডিডি ন্যাশনাল (সেই সময়ের ডিডি ওয়ান) চ্যানেল ধরতো। সন্ধ্যার পরে দেখা যেত ডিডি বাংলা (সেই সময়ের ডিডি সেভেন)। ঝড়-বৃষ্টিতে অ্যান্টেনা একটু নড়াচড়া হলেই টিভির ছবি ঝিরঝির করতো। ছাদে গিয়ে অ্যান্টেনা ঘুরানো লাগতো।
‘ঠিক হইছে?’
নিচে থেকে উত্তর, ‘না হয় নাই! যেইদিকে ঘুরাইতেছো সেইদিকেই ঘুরাও’
‘হইছে?’
‘আসতেছে, আরেকটু আরেকটু.....’
‘এইবার?’
‘বেশি ঘুইরা গেছে, উল্টা দিকে সামান্য ঘুরাও’
‘ঠিক আছে?’
‘ক্লিয়ার ক্লিয়ার! নাইমা আসো।’

আহ! কি দিনই না ছিলো! অ্যান্টেনা ঘুরিয়ে ছবি ক্লিয়ার আনতে পারলে নিজেকে বিরাট টেকনিশিয়ান মনে হতো! B:-)

মতিঝিলের ঘরোয়া হোটেল থেকে একটু সামনে গেলে পেট্রোল পাম্পের পাশের দোকানে পাওয়া যেত সেই বিখ্যাত ব্রিটানিয়া টিভি অ্যান্টেনা। সেই দোকানটি এখনো আছে। দেয়ালে লেখা বিজ্ঞাপন "দূরদর্শনের ছবি ঝকঝকে ও পরিষ্কার দেখতে আসল ব্রিটানিয়া টিভি অ্যান্টেনা ব্যবহার করুন"।
এখনো কি এরকম অ্যান্টেনা দিয়ে দূরদর্শনের অনুষ্ঠান দেখা যায়?

মন্তব্য ৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

সাফকাত আজিজ বলেছেন: তখনকার সময়ে লোকাল চ্যানেল গুলোতে রাত বারোটার পর......... ;)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

আরণ্যক রাখাল বলেছেন: কি জানি যায় কিনা| ছোটবেলায় আমিও এমন করেছি

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: আহা...ভাই মনে করে দিলেন সেসব দিনের কথা !! আমিও করেছি !!

পোস্টে প্লাস।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: মনে করিয়ে দিলেন মধুর স্মৃতি । দারুণ ছিল সেইসব দিন ।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২

উচ্ছল বলেছেন: আহা সেই স্মৃতি.....

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

মায়াবী রূপকথা বলেছেন: এমন কিছু মনে নেই। এটা অনেক আগের স্মৃতি বলছেন মনে হচ্ছে। বিটিভি আর একুশে টিভি এন্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে পরিস্কার ছবি আনা যেত তা মনে আছে।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

লেখোয়াড়. বলেছেন:
অনেক স্মৃতি অনেক।

হায়রে এন্টেনা তুই গেলি কই??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.