নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরীহ আমজনতার একজন

আবুল হাসান নূরী

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু

আবুল হাসান নূরী › বিস্তারিত পোস্টঃ

আপনি গুগ‌ল ব্যবহারকারী হলে এই ৯টি লিংক অবশ্যই সেভ করে রাখুন

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

১। গুগলে সংরক্ষিত আপনার সব তথ্য সহজেই ডাউনলোড করতে পারেন। আপনার ফটো, যোগাযোগের ঠিকানা, জিমেলের মেসেজ, ইউটিউব ভিডিও সবকিছুই ডাউনলোড করতে পারেন এখান থেকেঃ https://www.google.com/takeout

২। এক জন ব্যক্তি যে সকল ওয়েবসাইট ভিজিট করে সেই সব ওয়েবসাইট ও অন্যান্য বিষয়ের উপরে নির্ভর করে গুগল প্রত্যেকের জন্য একটি প্রোফাইল তৈরি করে। আপনার আগ্রহের বিষয়, বয়স, জেন্ডার ইত্যাদির সাথে সঙ্গতি রেখে বিভিন্ন বিজ্ঞাপন দেখায় গুগল।
https://www.google.com/ads/preferences

৩। গুগল ক্রোম ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করা হয়। গুগলের নিদির্ষ্ট ওয়েবসাইট রয়েছে যেখানে সেই সব পাসওয়ার্ড ও ইউজারনেম সংরক্ষিত থাকে। https://passwords.google.com

৪। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কেউ কপি করেছে?। তারা যদি গুগলের কোনও পরিষেবা গ্রহণ করে তাহলে আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। অভিযোগের প্রেক্ষিতে গুগল সেই ওয়েবসাইটের নির্দিষ্ট বিষয়টি সার্চ রেজাল্ট থেকে মুছে দেবে। https://support.google.com/legal

৫। কারো অ্যান্ড্রয়েডে ডিভাইসে যদি লোকেশন সার্ভিস অন থাকে তাহলে তিনি এই মুহূর্তে কোথায় আছেন কিংবা কত বেগে অন্য কোথাও যাচ্ছেন তা গুগল ম্যাপের সাহায্যে খুঁজে বের করা যায়। শুধু এখনকার নয়, অতীতের তথ্যও দেখা যাবে। https://maps.google.com/locationhistory

৬। গুগল কিংবা ইউটিউব আপনার প্রতিটি সার্চ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। আপনি কোন ওয়েবসাইটে ক্লিক করেছেন, কোন ভিডিও দেখেছেন সবই জমা খাকে গুগলের কাছে। এমনকি আপনি যদি অডিও ক্লিপ দিয়ে সার্চ করেন তারও হদিস পাওয়া যাবে নিচের তিনটি লিংক থেকে।
https://history.google.com
https://www.youtube.com/feed/history
https://history.google.com/history/audio


৭। জিমেইল বা ইউটিউবের অ্যাকাউন্ট লগইন করতে গেলে ইউজারনেমের জায়গায় সাধারণত পুরো ইমেল অ্যাড্রেসটি টাইপ করতে হয়। যেমন "[email protected]" লিখতে হয়। তবে এই লিংকটি ব্যবহার করে যেকোনো ইউজারনেম ব্যবহার করা যাবে। অর্থাৎ ইউজারনেমের জায়গায় শুধুমাত্র bangladesh কিংবা অন্যকিছু লিখে পাসওয়ার্ড দিলেও লগইন করতে পারবেন।
https://accounts.google.com/SignUpWithoutGmail

৮। যদি মনে হয় আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে তবে আপনি চাইলেই জানতে পারবে আপনার অ্যাকাউন্টে কোন কোন ডিভাইস থেকে, কোন আইপি থেকে লগ ইন করা হয়েছে, তাদের সম্ভাব্য অবস্থান সবই দেখতে পারবেন এখান থেকেঃ
https://security.google.com/settings/security/activity

৯। গুগলের নিয়ম অনুসারে ৯ মাসের মধ্যে কমপক্ষে একবার গুগলে লগইন না করলে আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে আপনি চাইলে গুগল আপনাকে আগে থেকে এ ব্যাপারে অ্যালার্ট করবে। নিচের লিংকে গিয়ে আপনার মোবাইল ও ইমেল আইডি লিখুন। নির্দিষ্ট সময়ে আপনার মোবাইল এবং ইমেইলে মেসেজ পাঠাবে গুগল।
https://www.google.com/settings/account/inactive

মন্তব্য ২৫ টি রেটিং +২৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭

মনসুর-উল-হাকিম বলেছেন: শুভেচ্ছান্তে ধন্যবাদ।

২| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬

এরশাদ বাদশা বলেছেন: প্রিয়র তালিকায় যোগ হলো।

৩| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন জিনিষ দিয়েছেন।

ধন্যবাদের সাথে প্রিয়তে রেখে দিলাম... +++

৪| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

রাশেদ রাহাত বলেছেন: নূরী ভাই/ ৭নম্বর টা আরেকটু খোলাসা করে যদি বলতেন। কৃতজ্ঞ থাকতাম।

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

আবুল হাসান নূরী বলেছেন: ৭ নম্বরটা এডিট করে ব্যাপারটি খোলাসা করে দিয়েছি। :)

৫| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ কাজ করসেন।

প্রিয়তে নিলাম। :)

৬| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

আবু শাকিল বলেছেন: প্রিয়তে নিলাম।
ধন্যবাদ।

৭| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: সুপার পোস্ট! +++++

৮| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

আরণ্যক রাখাল বলেছেন: good

৯| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

মহা সমন্বয় বলেছেন: ভেরী ইম্পরটেন্ট
থ্যাংকস :)

১০| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ৪ নং বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কি? আমার লেখা চুরিহয়ে যাচ্ছে, আমি কি ভাবে এটা ব্যবহার করতে পারি

১১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

আবুল হাসান নূরী বলেছেন: কপিরাইট আইনের বিষয়। আমি বিস্তারিত জানি না। এ বিষয়ে অভিজ্ঞ কারো মন্তব্য আশা করছি।

১২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ শিক্ষনীয় পোস্ট । ভাল লেগেছে ।

১৩| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:০১

প্রবাল ক্ষ্যাপা বলেছেন: Thanks

১৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কাজের জিনিস। না নিয়ে পারলাম না।

১৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

অশোক বলেছেন: ধন্যবাদ। :)

১৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

অশোক বলেছেন: ধন্যবাদ। :)

১৭| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।

১৮| ১০ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০৫

জিল্লুর রহমান রিফাত বলেছেন: :)

১৯| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৫

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ঠিক, আপনী এই বিষয়ে খুবই পড়াশুনা করেন, তাতে আমার কোন সন্দেহ থাকলো না। ++++++++++

২০| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৮

হান্টার পোলা বলেছেন: সেরা সুবিধাজনক পোস্ট!
আপনাকে ১০ এ ৯ মার্ক দিলাম!

২১| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

রাশেদ রাহাত বলেছেন: ধন্যবাদ@ আমি দেখলাম যে আমার বর্তমান ইমেইল টি ও @gmail.com ছাড়া লগইন করা যায়। তাহলে তো আর নতুন আইডি খোলার দরকার নাই।

২২| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাল

২৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: পছন্দ এবং প্রিয়তেই নিতে হলো।। ধন্যবাদ প্রয়োজনীয় পোষ্টটির জন্য।।

২৪| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

আরজু পনি বলেছেন:
৮ নম্বরটাএখনই চেক করলাম :)
Dhaka, Bangladesh Current device

দারুণ পোস্ট।
প্রিয়তে রাখলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.