নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরাইখানা

পথে থাকি, পথেই ঘুমাই, পথেই কাটে সারাবেলা পথভোলারা পথ পুছিলে নেই না কোন অবহেলা

নিরীহ জন

নিরীহ জন › বিস্তারিত পোস্টঃ

নির্দোষ ব্যক্তিকে খুন করার অধিকার কারো নেই। দোষী হলেও দায়িত্বটা আপনার নয়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবনে কাউকে কখনো গালি দিয়েছেন? এই যে মক্কার কাফেররা তাঁকে এতো কষ্ট দিল, এত বিরক্ত করল তাদের কাউকে? দেননি। তাঁর প্র্রবল বিরোধিতাকারী কোন নাস্তিক পর্যন্ত এ দাবী করে না যে, তিনি বিরোধীপক্ষকে গালি দিতেন...

তাহলে?
তিনি তাঁর কাজ -হিদায়াতের দাওয়াত সবকিছু সহ্য করে মানুষকে দিয়ে গেছেন। তার সঙ্গে আদর্শিক লড়াইয়ে পরাজিত বিরোধী পক্ষ উল্টো তাকে গালি-গালাজ করত, অন্যায় বিরোধিতা করত। অবশেষে তারা এই আদর্শের কাছে পরাজিত হয়।

এই সমীকরণটা আল্লাহর রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে।

অথচ আজ যেসব কথিত ‌'মুক্তমনা' নামের নাস্তিকরা তাঁর বিরোধিতা করার জন্য তাকে নিয়ে গালিগালাজ আর অশ্লীল স্টোরি লেখা ছাড়া আর কোন ক্ষেত্র খুঁজে পায় না, তাদের ক্ষেত্রে উপরোক্ষ সমীকরণটা প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ তাদের এই আদর্শিক লড়াইয়ের সাথে না পেরে নাকি বিরোধীপক্ষ তাদের বিরুদ্ধে গায়ের জোরে ব্যবস্থা নিচ্ছে।

তার মানে গালিগালাজ আর অশ্লিল স্টোরি লেখাও একটা আদর্শ। এ আদর্শের মোকাবেলা আপনাকে গালিগালাজ আর অশ্লিল স্টোরি লেখেই করতে হবে। আদর্শের এই পথটিতে পরাজিতরাই গায়ের জোর খাটায়...

সবশেষে, অভিজিত রায় যদি নির্দোষ হন, তাহলে তিনি অন্যয় হত্যাকাণ্ডের শিকার। আর যদি কোন দোষ করেও থাকেন সে দোষে শাস্তি দেওয়ার দায়িত্ব কোন নাগরিকের নয়। রাষ্ট্র কর্তৃক দায়িত্বপ্রাপ্তদের

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: অভিজিত রায় যদি নির্দোষ হন, তাহলে তিনি অন্যয় হত্যাকাণ্ডের শিকার। আর যদি কোন দোষ করেও থাকেন সে দোষে শাস্তি দেওয়ার দায়িত্ব কোন নাগরিকের নয়। রাষ্ট্র কর্তৃক দায়িত্বপ্রাপ্তদের

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩১

নিরীহ জন বলেছেন: ধন্যবাদ।

আইন হাতে নিলে দোষ-নির্দোষের বিষয়টা গৌণ হয়ে যায়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.