নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরাইখানা

পথে থাকি, পথেই ঘুমাই, পথেই কাটে সারাবেলা পথভোলারা পথ পুছিলে নেই না কোন অবহেলা

নিরীহ জন

নিরীহ জন › বিস্তারিত পোস্টঃ

ঐ নতুনের কেতন উড়ে.....

১৩ ই মে, ২০১৫ রাত ১০:২০

ঐ নতুনের কেতন উড়ে.....

এতদিন পুরাতনের সাথে নতুন ভার্সন ঝুলে থাকলেও ওমুখো হইনি। কে যায় অহেতুক নতুন বউয়ের ;) মুখ ঘাটাঘাটি করতে। পুরাতনের দিকেই চেয়ে থাকতাম। ভাবতাম এটাই ভালো। নতুন জায়গায় গিয়ে কোন ধরা খাই কে জানে। তাছাড়া ঘরকুনো মানুষদেরকে ঘরের যে কোণ চিনিয়ে দিবেন সেই কোনেই পরে থাকবে। দেখতে যাবে না ঘরের অপর আর তিনটি কোনের কী হাল হাকীকত। সুতরাং নতুন জায়গায় নো গোয়িং।
সামুর মাডারেটরা দেখলেন এরা সহজে যাবে না। সুতরাং পুরাতনটা বন্ধ করে দাও। দেখবে কেমন পই পই করে নতুনটায় হাজির হয়। এমন কিছু চিন্তা-ভাবনায় অত্যন্ত নির্মমতার সাথে বাধ্যবাধকতা আরোপ করে আমাদেরকে নতুন ভার্সনে হাজির করা হয়েছে। এখানে হাজির হয়ে এমননিতেই মন-মেজাজ খারাপ। সুতরাং সমস্যা না হতেই কঠিন সমস্যা। পুরাতনটাই ভালো ছিল। কী দরকার ছিল এত কষ্ট করার..... ইত্যাদি ইত্যাদি পুরোনোমনারা ভাঙা ঢোল বাজিয়েই চলেছি....
কিন্তু কোন কাজ হবে বলে মনে হচ্ছে না। কর্তৃপক্ষ মনে হয় ভালো করেই গো ধরে বসে আছেন, নতুনটির নতুন সুবিধা আমাদেরকে একসময় মু্গ্ধ এবং মোহিত করেই ছাড়বে। অতএব আসুন নতুনত্বে মুগ্ধ হই। সুবিধা-অসুবিধাগুলো নতুনভাবে চিনতে শিখি। একসময় দেখতে দেখতে এই অসুবিধাগুলোই বড় আপন হয়ে যাবে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.