নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

কিছু সময় পেরিয়ে-

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

কিছু বিভৎস সময় পেরিয়ে-

নতুন এক সময়ে নতুন এক প্রত্যয়ে ছুটে চলি দুনির্বার।

অদ্ভুত এক আলো তাড়া করে আমাকে,

বিভীষিকার যে অন্তর্জাল তা আবার ঘিরে ধরে।



অবরোধে ফাঁকা রাজপথে

কাজের খোঁজে বের হওয়া মানুষের মলিন মুখ,

জীবনের জন্য ছুটে চলা বিশ্বজিতদের আকুলতা,

আমাকে পীড়া দেয় বারংবার।



বখাটেদের উৎপাতে বন্ধ হওয়া আমার কিশোরী বোনের স্কুল,

ধর্ষিতা রাখাইন বালিকার নিথর দেহ,

হাইকোর্টে বিচার চাইতে এসে উত্তক্ত্য মা-মেয়ের অসহায় মুখ,

রাজনৈতিক দুবৃত্তায়নের শিকার-

বারেকের মা, আল্লাদের বিধবা বোন,

শুধু আমাকে পিছু ডেকে বলে-

কি করলে? এতো বিদ্যাবুদ্ধি গাটে বান্ধ।



আমার চারপাশে শত শত সাংবাদিক, মিডিয়া কর্মী, ব্লগার এ্যাক্টিভিস্ট

আমি বসে আছি একশো ওয়াটের লাইটের নিচে,

কাচে ঘেরা দেওয়াল, ক্লিক করে উঠে ক্যামেরার ফ্ল্যাশ,

আমি এক টক শো'তে বিবৃত করছি,

জাতীয় দৈনিকে ছয় কলামের আমার নিবন্ধ,

তাতে লিখেছি "কিছু সময় পেরিয়ে" ।

জ্ঞানগর্ভ কলামে উঠে এসেছে আমার স্বদেশ, বিশ্ব

নির্যাতিতা নারীর কথা, রাজনৈতিক অস্হিরতা, পরিবশে জলবায়ু সবকিছু





এটুকুই-

আমি সুশীল সমাজের প্রতিনিধি,

আমার পাশেই শীতার্ত মানুষের কাতরানোর শব্দ,

আমি লিখেই যাই, বলেই যাই টক শো'তে,

আমরা আঁধার পেরিয়ে আলোয় যেতে চাই।



কি হবে-

এইসব ছাইপাশ লিখে!





২ জানুয়ারি ২০১৩

১৯ পৌষ ১৪১৯

ঢাকা।







মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

সোনালী ডানার চিল বলেছেন: কিছু হোক বা না হোক বিবেকবান মানুষ এসবের বিপরীতে দাঁড়িয়েছে সবসময়, দাঁড়াবেও.....লেখায় প্লাস।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.