নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

ছড়া

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩

(এই ছড়াটি লিখেছিলাম ২ অক্টোবর ১৯৯৫। আমি তখন ইন্টারমিডিটে পড়ি। অধ্যাপক যতীন সরকার ছিলেন আমাদের কলেজের বাংলা শিক্ষক। বাংলা ক্লাশে "হৈমন্তী'' গল্পটি স্যারের কাছে শুনতে ভালো লাগতো। সে সময়টাতে ময়মনসিংহ থেকে প্রকাশিত হতো "দৈনিক সবুজ" নামের একটি সংবাদপত্র। সেটাতে ছোটদের পাতায় আমি নিয়মিত লিখতাম। যতীন স্যার ছিলেন আমার লেখার অনুপ্রেরনা। সে সময়ে আমার লেখা একটি ছড়া আজ "জলছবি বাতায়ন" এ ছোট্র বন্ধুদের জন্য তুলে ধরছি। এ লেখাটিতে ভুল থাকতে পারে, শুধু প্রেক্ষাপট বিবেচনায় আমার কিশোর মনের ভাবনা তুলে ধরেছি।)

পদ্য লিখে কবি
শিল্পীরা গায় গান,
মাঝিরা নৌকা চালায়
কৃষক কাটে ধান।

ডাক্তাররা রোগী দেখে
নার্সরা সেবিকা,
ধনীরা টাকা দিয়ে
গড়ে অট্রালিকা।

ব্যাবসায়ীরা বেচে কেনে
ঠগেরা সব ঠকায়,
পাখিরা গান গায়
উড়ে ডালের আগায়।

ইঞ্জিনিয়ার নক্সা আঁকে
রাজ্য চালায় রাজা,
পুলিশরা চোরকে ধরে
দেয় ভীষন সাজা।

ছোট্ররা স্বপ্ন দেখে
শুধু বড় হবার,
গরীবরা ধনী হতে চায়
ক্ষুধার্তরা চায় খাবার।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল লাগল ভাইয়া,

ভাল আছেন আশা করি? :)


১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০

হাসান ইকবাল বলেছেন: থ্যান্ক ইউ পথিক..হ্যা ভাল আছি। নতুন বছরের শুভেচ্ছা।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

আমিনুর রহমান বলেছেন:

পোষ্টে +++

শুভ নববর্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.