নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

সার্ভার ডাউন !!!

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০২

গত ১৫ এপ্রিল আগারগাঁও পাসপোর্ট অফিসে জরুরী ভিত্তিতে ডিজিটাল পাসপোর্ট (মেশিন রিডেবল) পাবার জন্য ৬০০০টাকা জমা দিয়ে সমস্ত কাগজপত্র সাবমিট করেছিলাম। ডেলিভারী ডেট ছিল ২৪ এপ্রিল । দু'জায়গায় পুলিশ ভেরিফিকেশন হবার পর বারোতম দিন চলে গেলেও এখন পর্যন্ত মোবাইলে ডেলিভারী ম্যাসেজ পাইনি।

যোগাযোগ করে জানা গেল তাদের সার্ভার ডাউন এজন্য দেরী। একটা আঞ্চলিক অফিসের সার্ভার দিনের পর দিন ডাউন থাকলে জনগণ কী সেবা পাবে আমার জানা নেই। ডাটাবেজ সার্ভার ডাউন থাকলে সেটা ঠিক করা কঠিন কোন কাজ নয়।

ওখানকার একজন ওপারেটর জানালো অবশ্য অন্য কথা। ওসব কিচ্ছুনা, পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে। ২০০০ টাকা দিলে পাসপোর্ট পেয়ে যাব।



আজ ঐ ওপারেটরের মুখে 'থুথু' দেয়ার জন্য পাসপোর্ট অফিসে যাচ্ছি।



হাসান ইকবাল

২৮ এপ্রিল ২০১৪, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭

আমিনুর রহমান বলেছেন:





কবে যে এরা মানুষ হবে :| :| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.