নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যারাতের শেফালি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

এই ছুটিতে পড়া হচ্ছে নতুন একটি বই "সন্ধ্যারাতের শেফালি''। আজি কিনলাম বইটি। বাসায় ফিরে পড়তে বসা। এক বসাতে অনেকদূর এগোল। শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ও অনুলিখনে অসাধারণ লেগেছে। ঝরঝরে গদ্যের আত্মজৈবনিক স্মৃতিকথা। বেশ লাগছে। ১৯৪৭ সালের দেশ বিভাগের পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জ থেকে পশ্চিম বাংলায় গমন করা এক কিশোরী মেয়ের মধ্যরাতের শীর্ষ নৃত্যশিল্পী হয়ে ওঠার এক চমৎকার বাস্তব গল্প। আরতি দাস থেকে মিস শেফালি দাস বনে যাওয়া, কলকাতার অভিজাত সম্প্রদায়ের সঙ্গে আলো আঁধারে মুখোমুখি হওয়ার গল্প শুনিয়েছেন প্রায় ২৩ বছর নৃত্যজগত দাপিয়ে বেড়ানো মিস শেফালি। শেফালি তাঁর ব্যক্তিজীবনের সাথে প্রসঙ্গক্রমে সে কালের মঞ্চ ও চলচ্চিত্র জগতের নানান তারকার কথাও বলেছেন। সে সাথে ধরা পড়েছে সময়ের সাথে তৎকালীন সমাজের সংস্কৃতি ও রুচি পরিবর্তনের নানান আঙ্গিক, নানান অনুষণঙ্গ। বইটি প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স। পড়া শেষ হলো পুরো রিভিউ বন্ধুদের জন্য শেয়ার করতে পারবো। যারা পড়নি বইটি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: অভিজ্ঞতার আলোকে কিছু বললে সেটা ভালো হত।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: কত ভালো ভালো বইয়ের খোঁজ খবর রাখি না।
আপনাকে ধন্যবাদ।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: শেফালির গল্প পড়তে হবে :D

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

সনেট কবি বলেছেন: বেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.