নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতা লিখি আনন্দ পাওয়ার জন্যে এবং আনন্দ দেয়ার জন্যে। মানুষের জীবনে আনন্দের খুব অভাব। তাই কবিতার মাঝে আনন্দ খুঁজার চেষ্ট। এ চেষ্টায় আমি কখনো ব্যর্থ হইনি, আপনারাও হবেন না। বেঁচে থাকার জন্যে একটু আনন্দ কুঁড়িয়ে নিন, যেমনটি আমি নেই ॥

কামরুল হাসান জনি

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই...

কামরুল হাসান জনি › বিস্তারিত পোস্টঃ

তৃষা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

এ কোন স্বপ্নের দেশে আজ হয়েছি অতিথি

যেন নববধূর সাজে সেজেছে আজ প্রকৃতি,

যেথায় প্রকৃতির ডাকে, কবিতার খুঁজে

উড়ে আসে এক ঝাঁক কবি।



মন চায় ছুটে যাই ঐ মেঘনার পাড়

যেন সে ডাকে আমায় বার বার।

ঐ মেঘনা পাড়ের কোমল বালুর ছোয়া

আজো আমার মনে দেয় দোলা

কিছুতেই যাবে না ভোলা।

যখন আমি অনির দিকে লুভাতুর দৃষ্টি রেখে

মেঘনার জলে পা ডুবাই,

তখন মন মাতানো হিমেল হাওয়ায়

মাঝি হৃষ্ট মনে পাল উড়ায়।

যখন আমি দু’চোখ উর্ধ্বে তুলি

এতো আয়োজন সকলই ভুলি,

দেখি আকাশের বুকে কে যেন

বসিয়েছে রংয়ের মেলা,

তারই পাশে পাশে ছুটে যায়

সাদা কালো মেঘর ভেলা।



তখন থেকে আমার প্রেমের তালিকায়

যুক্ত হলো আরেকটি নাম

যার নাম প্রকৃতিপ্রেম।

প্রকৃতির এই মনোরম দৃশ্য

আমার চোখের তৃষা কমায় না, বরং বাড়িয়ে দেয়

এই তৃষাতেই যেন আমার মৃত্যু হয় ॥

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগলো।
+++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

কামরুল হাসান জনি বলেছেন: ভাল লাগার জন্য অসংখ্য ধন্যবাদ!

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

গ্রাম্যবালিকা বলেছেন:


তখন থেকে আমার প্রেমের তালিকায়
যুক্ত হলো আরেকটি নাম
যার নাম প্রকৃতিপ্রেম।

সুন্দর!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

কামরুল হাসান জনি বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.