নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতা লিখি আনন্দ পাওয়ার জন্যে এবং আনন্দ দেয়ার জন্যে। মানুষের জীবনে আনন্দের খুব অভাব। তাই কবিতার মাঝে আনন্দ খুঁজার চেষ্ট। এ চেষ্টায় আমি কখনো ব্যর্থ হইনি, আপনারাও হবেন না। বেঁচে থাকার জন্যে একটু আনন্দ কুঁড়িয়ে নিন, যেমনটি আমি নেই ॥

কামরুল হাসান জনি

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই...

কামরুল হাসান জনি › বিস্তারিত পোস্টঃ

অহংকারের অধিকারী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

আজি কোথা হারাল আকাশের নীল

দেখেছি হেথা রূপে রূপে ছিলে বর্নীল।

নীলকে আজ দিয়েছে ঢেকে

ধবধবে সাদা মেঘের পাহাড়,

আঁখি জোড়া মোর ফেলে নাকো পলক

দেখিয়া তব রূপের বাহার।

তোমার এ রূপ দিয়েছে যিনি

তিনি যে কত রূপের অধিকারী

করি যদি উপলদ্ধি

বুঝি তিনিই সকল অহংকারের অধিকারী।

মুহূর্তেই খুব অসহায়ত্ব বোধ করি

আর নিজেকে সম্পূর্ণরূপে সমর্পন করি

“পাই যদি একটুখানি শান্তি

করে তোমার গোলামী।”



আগষ্ট, ২০১২।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘সখের কবির’ কবিতাখানি ভালো লাগলো :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

কামরুল হাসান জনি বলেছেন: ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল।
দোয়া করবেন যেন কবিতার সখটি সব সময় পোষে রাখতে পারি।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.