নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতা লিখি আনন্দ পাওয়ার জন্যে এবং আনন্দ দেয়ার জন্যে। মানুষের জীবনে আনন্দের খুব অভাব। তাই কবিতার মাঝে আনন্দ খুঁজার চেষ্ট। এ চেষ্টায় আমি কখনো ব্যর্থ হইনি, আপনারাও হবেন না। বেঁচে থাকার জন্যে একটু আনন্দ কুঁড়িয়ে নিন, যেমনটি আমি নেই ॥

কামরুল হাসান জনি

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই...

কামরুল হাসান জনি › বিস্তারিত পোস্টঃ

আমি অপ্রস্তুত হয়ে গেছি

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

আমি অপ্রস্তুত হয়ে গেছি

তোমার হঠাৎ আগমনে

তুমি এসেছো এমনই এক সময়ে

যখন তোমাকে উপযুক্ত যায়গা দিতে পারবো না

এসেছো নিষ্পাপ হয়ে

যখন চারিদিকে পাপের ছড়াছড়ি

আমরা পারিনি এ দেশকে বাসযোগ্য করতে

এর জন্য তুমি দায়ি নও, দায়ি আমরা

আমরা ভুলে গিয়েছিলাম তোমার আগমনের কথা

স্মৃতিশক্তি লোপ পাওয়ার জন্যে নয়, ক্ষমতার লোভে

তোমার জন্য স্থান ছেড়ে দেওয়ার মানসিকতা আমাদের নেই

তাই বলে স্বাগত জানাব না, এমন অবিবেচক নই

তুমি সদা স্বাগত মোর রাজ্যে

বঞ্চিত প্রজা হিসেবে

হয় বঞ্চিত হয়ে বঞ্চিতের অধিকার ভোগ কর

না হয় বঞ্চিত শব্দের অবসান ঘটাও

বাসযোগ্য করে যাও এ দেশকে

তবে আর আমার মত লজ্জিত হতে হবে না

নতুনকে স্বাগত জানাতে।



১৪.০১.২০১৪।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

খেয়া ঘাট বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো।
নতুনজনের জন্য সুন্দর, নিরাপদ, বাসযোগ্য হোক পৃথিবী।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

কামরুল হাসান জনি বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ। নতুনদের জন্য আপনার শুভকামনাটি সত্য হোক। আমীন।
ভাল থাকবেন।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

সাহিদা আশরাফি বলেছেন: বাবুটার জন্য অনেক অনেক শুভ কামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

কামরুল হাসান জনি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার থিম।+

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

কামরুল হাসান জনি বলেছেন: সেলিম আনোয়ার সাহেব দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য আমি দুঃখিত। আসলে আমি ভাবি নি আপনার প্রশংসা ‍শুনতে পাব।আমি ভেবেছিলাম অন্যন্য কবিতার মতো এ কবিতাটিও মন্তব্যশূন্য থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর কবিতা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

কামরুল হাসান জনি বলেছেন: কান্ডারি অর্থব “সুন্দর কবিতা” একটি ছোট্ট মন্তব্য। কিন্তু এটি আমার জন্য বিশাল বড় পাওয়া। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:






কবিতাটি যথার্থ হয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

কামরুল হাসান জনি বলেছেন: দেশ প্রেমিক বাঙালী আমরা আপনাকেই খুঁজছি মনে মনে। আপনার মন্তব্যটিও যথার্থ হয়েছে। ভালো থাকবেন।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

উদাস কিশোর বলেছেন: দারুন লাগলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

কামরুল হাসান জনি বলেছেন: উদাস কিশোর আপনার উদাসী ভাবটা আমার বড় চেনা। কারণ আমি সারা জীবন এর মধ্যেই কাটাচ্ছি। ভালো লাগার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.