নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতা লিখি আনন্দ পাওয়ার জন্যে এবং আনন্দ দেয়ার জন্যে। মানুষের জীবনে আনন্দের খুব অভাব। তাই কবিতার মাঝে আনন্দ খুঁজার চেষ্ট। এ চেষ্টায় আমি কখনো ব্যর্থ হইনি, আপনারাও হবেন না। বেঁচে থাকার জন্যে একটু আনন্দ কুঁড়িয়ে নিন, যেমনটি আমি নেই ॥

কামরুল হাসান জনি

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই...

কামরুল হাসান জনি › বিস্তারিত পোস্টঃ

সৌন্দর্য খুঁজার ব্যর্থ চেষ্টা

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩২

আমি আর সৌন্দর্য খুঁজে বেড়াই না
পথে-ঘাটে, গাছের নিচে, সমুদ্র সৈকতে কিংবা শিশির বিন্দুতে
আমি সৌন্দর্য খুঁজি না পার্কের কোন বেঞ্চিতে
বা সেখানে বসে থাকা মেয়েটির মধ্যে
কোন মেয়ের কন্ঠে আমি আর সৌন্দর্য খুঁজি না
আমি আর আগের মতো সৌন্দর্য খুঁজে বেড়াই না
যেমনটি খুঁজতাম বৃষ্টির ফোঁটায়, সাদা মেঘের ভেলায়
কিংবা আকাশের নীলে
আমার পিপাসার্ত আখিঁ জোছ্না রাতে-
আর চেয়ে থাকে না আঁকাশ পানে
পান করে না জোছ্নার আলো, আলোকিত নক্ষত্রের আভা
প্রকৃতির কোন কিছুতেই আমি আর-
সৌন্দর্য খুঁজার ব্যর্থ চেষ্টা করি না
কেননা, সৌন্দর্য কখনো লুকিয়ে থাকে না
তাই তাকে খুঁজে পাওয়া যায় না
সৌন্দর্য নিজেই এসে ধরা দেয়
হয়তো কারো চোখে, হয়তো কারো মনে ॥

০৬.০৯.২০১২।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.