নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতা লিখি আনন্দ পাওয়ার জন্যে এবং আনন্দ দেয়ার জন্যে। মানুষের জীবনে আনন্দের খুব অভাব। তাই কবিতার মাঝে আনন্দ খুঁজার চেষ্ট। এ চেষ্টায় আমি কখনো ব্যর্থ হইনি, আপনারাও হবেন না। বেঁচে থাকার জন্যে একটু আনন্দ কুঁড়িয়ে নিন, যেমনটি আমি নেই ॥

কামরুল হাসান জনি

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই...

কামরুল হাসান জনি › বিস্তারিত পোস্টঃ

তুমি আসবে বলে

১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৬

বন্ধু তুমি আসবে বলে আসোনি নদীর পাড়
আশায় আশায় পথ চেয়ে আছি খুলেছি প্রেমের দ্বার।
বসন্তের কোকিল কুহুকুহু স্বরে ডাকিছে তোমার তরে
কবিতার ঝুলি এনেছি বয়ে শুনাব তোমায় বলে।
ভালবাসাটুকু কাগজে মোড়ে রেখেছি বুকের মাঝে
নদীটাও আজ পানা ফুলে ফুলে সেজেছে নতুন সাজে।
গোধূলির রক্তিম রবিতে ললাটে পরাব টিপ
তোমার রুপের সোনালী অনলে জ্বালাব প্রেমের দীপ।
গোধূলি পেড়িয়ে সন্ধ্যা এলো গগনে উঠিল শশি
তুমি এলে সখী মলিন হতো ঐ চাঁদের হাসি।
তারা দিয়ে মালা গেঁথে পরাবো গলেতে হার
বন্ধু তুমি আসবে বলে আসোনি নদীর পাড়।
১৬.০৯.২০১৬

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০২

খায়রুল আহসান বলেছেন: বন্ধুরা এরকমই অনেকসময় আসবো বলে আসে না। তাতে কী হয়েছে, আসেনি বলেই তো কবিতা হয়েছে।
বসন্তের কোকিল কুহুকুহু স্বরে ডাকিছে তোমার তরে - বিশেষ সময়ে চিন্তা চেতনায় আবেগ এভাবেই ভর করে।
বেঁচে থাকার জন্যে একটু আনন্দ কুঁড়িয়ে নিন - পরিচয়ে বলা এ সুন্দর আহ্বানের জন্য ধন্যবাদ।

২| ১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১২

কামরুল হাসান জনি বলেছেন: তাতে কী হয়েছে, আসেনি বলেই তো কবিতা হয়েছে। সহমত।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। এগুলোই বেঁচে থাকার মাধ্যম।

৩| ১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১২

কামরুল হাসান জনি বলেছেন: তাতে কী হয়েছে, আসেনি বলেই তো কবিতা হয়েছে। সহমত।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। এগুলোই বেঁচে থাকার মাধ্যম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.