নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতা লিখি আনন্দ পাওয়ার জন্যে এবং আনন্দ দেয়ার জন্যে। মানুষের জীবনে আনন্দের খুব অভাব। তাই কবিতার মাঝে আনন্দ খুঁজার চেষ্ট। এ চেষ্টায় আমি কখনো ব্যর্থ হইনি, আপনারাও হবেন না। বেঁচে থাকার জন্যে একটু আনন্দ কুঁড়িয়ে নিন, যেমনটি আমি নেই ॥

কামরুল হাসান জনি

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই...

কামরুল হাসান জনি › বিস্তারিত পোস্টঃ

পরাধীনতার বলয়

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

স্বাধীনতা বলে হয়েছে মানুষ
সৃষ্টির সেরা জীব,
এ বলেই সে বেছে নিতে পারে
ভুল কিংবা ঠিক।
স্বভাবতই স্বাধীন মানুষ
নেই বাধা বিধাতার,
তবুও কেন লড়ে যাবে সে
যদ্ধ স্বাধীনতার?
হায়েনা তাড়িয়ে দিয়েছে ওরা
তবু মুক্তি মেলেনি আজো,
নিজের জীবন বিলিয়ে দিয়ে
চেয়েছে মোদের ভালো।
ধরণীর বুকে স্বাধীন মানুষ
তবু নেই যেন স্বাধীনতা,
পরাধীনতার শিকলে আবদ্ধ-
যেন বিবেকের স্বাধীনতা।
স্বাধীন দেশে বসবাস তবু
নেই স্বাধীনতা সততার,
সব স্বাধীনতা বলি হয়ে যায়-
যেন স্বাধীনতা ক্ষমতার।
পড়তে গেলে চেপে ধরে মুখ
লিখতে গেলে হাত,
পৃথিবীর বুকে কবে হবে বল
স্বাধীনতার প্রাত।
বাক স্বাধীনতা নেই যে আর
নেই স্বাধীনতা প্রেমের,
অকালেই নিভে যায় আলো
জীবন নামক প্রদীপের।
স্বার্থের লোভে কতনা মানুষ
দেয় বলি প্রিয়জন,
স্বাধীন চিন্তার অভাবে আর
হয়না নতুন সৃজন।
চাইনা আমি ধরণীর বুকে
পুতুলরূপী জীবন।
বাধার পাহাড় ডিঙ্গিয়ে করব
নতুনের উদ্ভাবন।
লাথি মেরে চল ভেঙে ফেলি সব
পরাধীনতার বলয়,
ক্ষমতালোভী স্বার্থ দিয়ে বলি
রচি সৃষ্টির প্রতি প্রণয়।
০১.১২.২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.