নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতা লিখি আনন্দ পাওয়ার জন্যে এবং আনন্দ দেয়ার জন্যে। মানুষের জীবনে আনন্দের খুব অভাব। তাই কবিতার মাঝে আনন্দ খুঁজার চেষ্ট। এ চেষ্টায় আমি কখনো ব্যর্থ হইনি, আপনারাও হবেন না। বেঁচে থাকার জন্যে একটু আনন্দ কুঁড়িয়ে নিন, যেমনটি আমি নেই ॥

কামরুল হাসান জনি

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই...

কামরুল হাসান জনি › বিস্তারিত পোস্টঃ

রাত জাগা পাখি

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

নিশীথ রজনী তবু জেগে আছে আঁখি
তুমিহীনা আজ আমি রাত জাগা পাখি
এমনি কত রাত হাতে রেখে হাত
রজনী ফুরিয়ে গেছে হয়ে গেছে প্রাত
কেমনে কাটে বল দীর্ঘ এ রজনী
তুমিহীনা বড় শূন্য এ ধরণী
জেগে জেগে হায় খুঁজি যে তোমায়
যদি খুঁজে পাই ঐ রাতের তারায়
খুঁজিতে খুঁজিতে হেথায় রজনী ফুরিয়ে যায়
চাঁদটাও হেসে যেন ফিরে ফিরে চায়
তারাদের ভিড়ে তুমি লুকিয়ে একা
মরণের পরে যেন পাইগো দেখা।
২৬.১১.২০১৬

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

সুমন কর বলেছেন: ছন্দময়। ভালো হয়েছে।

টাইপে সচেতন হতে হবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২২

কামরুল হাসান জনি বলেছেন: ধন্যবাদ কবি সুমন কর। টাইপে কোথায় সমস্যা হয়েছে বললে উপকৃত হব।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

সামান্য বাস্তবিক বলেছেন: আশাকরি ফিরবে পাখি
চিনবে আপনার ঘর
বড় আপন সে ই হবে
যে হয়েছে পর
। । । । । ।
কবিতা ভালো লাগছে ভাই

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৪

কামরুল হাসান জনি বলেছেন: ধন্যবাদ কবিতায় শুভকামনার জন্য। ভালো থাকবেন।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫১

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৫

কামরুল হাসান জনি বলেছেন: ধন্যবাদ অফুরান।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩০

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: তারাদের ভীরে তুমি লুকিয়ে একা
মরনের পরে যেন পাইগো দেখা।

বিরহ আর কাছে পবার এক তীব্র আকুতি। সব মিলিয়ে অসাধারন এক মিশ্র অনুভূতি।।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩২

কামরুল হাসান জনি বলেছেন: ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। আশা করি পাশে থাকবেন। শুভকামনা রইল।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৭

PoisonousMist বলেছেন: ভীর আর মরন শুদ্ধ হয়নি। শুদ্ধ বানান হল ভিড়, মরণ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

কামরুল হাসান জনি বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

খায়রুল আহসান বলেছেন: কবিতায় বিরহের অভিব্যক্তি মোটামুটি সুন্দরভাবে ফুটে উঠেছে।

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৫

কামরুল হাসান জনি বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল আহসান। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.