নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশিক্ষিত বালক। বিস্তারিত পাবেন এখানেঃ http://a-web.org/ ও এখানে http://mirzamdhasan.com/

অশিক্ষিত বালক

শিক্ষিত হওয়ার চেষ্টায় আছি....আমাকে চিনুন এখান থেকে: http://a-web.org/

অশিক্ষিত বালক › বিস্তারিত পোস্টঃ

এ আন্দোলন কতদিনের....?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩



চলছে! আন্দোলন চলছে! শাহবাগ নামক মোড়টিতে ব্যাপক আন্দোলন চলছে। যত যাই হোক, যেভাবেই হোক, কাদের মোল্লাকে ফাসি দিতেই হবে। আমাদের দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে।



সত্যিই কি থাকবে? আমার ভয় হয়, প্রত্যেকবার যা হয়েছে এবারও তাই হবে। ১-২ সপ্তাহের আন্দোলন তারপর আমরা সব ভুলে যাব। ভুলে যাব কাদের মোল্লার ফাসির কথা যেভাবে আমরা ভুলে গেছি ফেলানির কথা, ভুলে গেছি সাগর-রুনির কথা, ভুলে গেছি বিশ্বজিতের কথা। একটু মনে করুন তো, এই প্রত্যেকটি ঘটনার পর আমরা কি আন্দোলন করিনি? কত লেখালেখি, কত প্রতিবাদ কিন্তু তারপরে....? আমরা প্রত্যেকেই ফিরে গেছি আমাদের যার যার জীবনে। ভুলে গেছি অপরাধগুলোর কথা, ভুলে গেছি অপরাধীদের শাস্তির কথা। এবারও কী তার ব্যতিক্রম হবে?



হয়তো আর মাত্র কয়েকদিন, তারপর আমি অশিক্ষিত বালক বিসিএস নিয়ে দৌড়াদৌড়ি শুরু করবো, রতন তার ব্যান্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাহমিনা তার স্কলারশীপের খোজে নামবে, আকরাম হতাশায় ভুগবে, জরিনা ফাল্গুনে ফটোসেশন করবে, বিট্টু তার প্রেমিকার মন গলাতে ব্যস্ত হয়ে যাবে, রাজিয়া নতুন বিয়ে করে জামাইকে নিয়ে হানিমুনে চলে যাবে। তারপর ১ বছর পর এটিএন নিউজের খবরে উঠবে “আজ ৫ই ফ্রেবুয়ারী। ২০১৩ সালের এই দিনে কাদের মোল্লার ফাসির বদলে যাবজ্জীবন কারাদন্ড হয়েছিল এবং এর প্রতিবাদে শাহবাগে ব্যাপক প্রতিবাদ হয়েছিল।” সেই খবর আমরা দেখবো এবং হাই তুলে চ্যানেল বদলে ফেলবো। কেউ কেউ ওসমানী মিলনায়তনে ১০-১৫ জন মানুষকে নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করবে। পরের দিনের খবরের কাগজের ১১নং পৃষ্ঠার কোন এক কোণায় সেই প্রতিবাদ সভার খবরটি পরে থাকবে।



এই হচ্ছি আমরা, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এখানে কোন অপরাধীর বিচার হয় না, এখানে কোন অপরাধী মারা যায় না। এখানে বিচার হয় নিরীহ-নিরপরাধ সাধারণ মানুষের, এখানে মারা যায় নিরীহ-নিরপরাধ সাধারণ মানুষ। কারণ আমরা সাধারণ মানুষের জানি না কিভাবে আমাদের অধিকার আদায় করতে হয়, আমরা জানি না কিভাবে আন্দোলন করতে হয়, আমরা জানি না কিভাবে আন্দোলনকে বাচিয়ে রাখতে হয়, আমরা জানি না কিভাবে আন্দোলনকে নেতৃত্ব দিতে হয়।



আমরা শুধু জানি, ২০০০০ টাকার বেতন, ১টি Pulsar মোটর সাইকেল, ১টি ছোট বাড়ি, ১টি DSLR ক্যামেরা, ১টি Samsung Galaxy Tab, Captain’s Worldয়ের Lunch, চায়ের দোকানের আড্ডা, TSC এর চিপায় বসে প্রেম করা, সেন্ট মার্টিনে ঘুরতে যাওয়া এবং জীবন শেষ হলে মারা যাওয়া।



জয় হোক আমাদের। অপরাধীরা এভাবেই চিরকাল বেঁচে থাকুক আমাদের ছত্রছায়ায়, এই কামনায়.....

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: শুধু বামগুলা...হালু রুটির আশায় এট্রু মাতকার করে যাচ্ছে!

ছি!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

অশিক্ষিত বালক বলেছেন: ভাই, ভুল বললেন। শাহবাগে শুধু বাম না, প্রত্যেক সচেতন নাগরিকই অংশ নিচ্ছে।

আশা করি, আন্দোলন বেচে থাকবে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

খুব সাধারন একজন বলেছেন: এক নম্বর কমেন্টের ইঞ্চিনিয়াররে লাত্থি মারেন।


সব ঝমতিরে লাত্থি মারেন।


এ্ই আন্দোলন কদ্দিনের?
সময়ই বলে দিবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

অশিক্ষিত বালক বলেছেন: সেটাই ভাই। আমার লেখার মানে না বুইঝাই বাম-ডান টাইন্না আনছে।

আন্দোলন দীর্ঘস্থায়ী হোক, এই কামনায়।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

আলমগীর_কবির বলেছেন: আমি আপনার সাথে একাত্মতা ঘোষনা করছি।
Click This Link

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

অশিক্ষিত বালক বলেছেন: ভাই ধন্যবাদ লাগবে না। আন্দোলনটিকে বাচিয়ে রাখতে হবে। সেটা কিভাবে করা যায়?

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

নিষ্‌কর্মা বলেছেন:
আমরা শুধু জানি, ২০-২৫ হাজার টাকার বেতন, ১টি [Pulsar] মোটর সাইকেল, ১টি ছোট বাড়ি/ফ্ল্যাট, ১টি DSLR ক্যামেরা, ১টি Samsung Galaxy Tab অথবা সম্ভব হলে iPad, Captain’s Worldয়ের Lunch, চায়ের দোকানের আড্ডা, TSC এর চিপায় বসে প্রেম করা, সেন্ট মার্টিনে ঘুরতে যাওয়া এবং জীবন শেষ হলে মারা যাওয়া।

এখন একজন আদর্শ বাঙলাদেশীর জীবন চক্র।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

অশিক্ষিত বালক বলেছেন: এ জীবন অর্থহীন

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

জননেতা বলেছেন: যুদ্ধ আপরাধী বিচারের আইনেও ফাঁক? রাষ্ট্র পক্ষ শুধু খারিজ এর জন্য আপীল করতা পারবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

অশিক্ষিত বালক বলেছেন: যত যাই হোক, আন্দোলন চালিয়ে যেতে হবে।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

চনদ্র্রমানব বলেছেন: আওয়ামী সরকার যতদিন টাকার চালান দেয় ততদিন চলবে।

অন্য কেউ কোন দাবী নিয়ে জমায়েত হলে এতকখনে পিপার স্প্রে মারা হতো, নাকি হতোনা?
কয়েকদিন আগে শিক্খকরা যখন জমায়েট হয়েছিল তখন কি হয়েছিল?
এটা একটা সরকারী আয়োজন বৈ কিছুই নয়, সাধারন মানুষ বুঝে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

অশিক্ষিত বালক বলেছেন: আপনাকে সাধারণ মানুষ মনে হচ্ছে না ;)

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

poops বলেছেন: হম সহমত/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.