নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশিক্ষিত বালক। বিস্তারিত পাবেন এখানেঃ http://a-web.org/ ও এখানে http://mirzamdhasan.com/

অশিক্ষিত বালক

শিক্ষিত হওয়ার চেষ্টায় আছি....আমাকে চিনুন এখান থেকে: http://a-web.org/

অশিক্ষিত বালক › বিস্তারিত পোস্টঃ

‘প্যালেস’ ঘুরে এলাম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪



ছবি দেখে কেউ বিদেশ ভাবছেন? তাহলে, ভুল করছেন। ইহা বিদেশ নয়। ইহা বাংলাদেশের হবিগঞ্জে গড়ে উঠা নতুন এক রাজ্য। নাম দেওয়া হয়েছে “দ্য প্যালেস লাক্সারী রিসোর্ট”। নামের মধ্যেই লুকিয়ে আছে এর বিশেষত্ব। এখানে এলেই মনে হবে এ কোন বিলাসবহুল রাজত্বে এলাম? যাই হোক, খুব বেশি কথা না বলি। আশা করি, আমার নিচের ছবিগুলোই বলে দিবে জায়গাটা কেমন। আরো ছবি দেখতে চাইলে এখানে যান। খুব সংক্ষেপে যদি বলি, তবে সৌন্দর্য, সার্ভিস, খাবার, আতিথেয়তা সব মিলিয়ে আমি ওদেরকে ১০/১০ ই দিবো। যাই হোক, আজকের লেখার উদ্দেশ্য ভ্রমণপিপাসু মানুষদেরকে এখানকার কিছু তথ্য প্রদান করে উপকৃত করা।

প্যালেসে ঘুরতে হলে আপনাকে কমপক্ষে একরাত ঐখানে থাকার জন্য রুম বুকিং দিতে হবে। রুম বুকিংয়ের খরচের সাথে যে যে জিনিসগুলো ফ্রীতে পাচ্ছেনঃ

- দু’জনের জন্য সকাল বেলার ব্যুফে নাস্তা (৬০-৭০টি আইটেম থাকে, সকাল ১০:৩০ পর্যন্ত যত ইচ্ছা খান)। পাচঁ বছরের নিচে বাচ্চা হলে সে ফ্রী।
- পাঁচ তারকা মানের শীতাতপ নিয়ন্ত্রিত রুম যেখানে পাবেন ২ লিটার মাম পানি, চা/কফি বানানোর সরঞ্জাম, জুতো, টুথপেস্ট-টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, ওজন মাপার মেশিন, লোশন, লকার, শাওয়ার ড্রেস, ব্যাগ, পুরো এরিয়ার ম্যাপ, টিভি, কলম, প্যাড, চিরুনী, কটন, শাওয়ার ক্যাপ, লন্ড্রি ব্যাগ এমনকি সুই-সুতা পর্যন্ত।
- পুরো এরিয়া জুড়ে ফ্রী ওয়াইফাই।
- সুইমিং পুল (যা রাত ১১টা পর্যন্ত খোলা থাকে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা)
- সিনেপ্লেক্স (যেখানে সারাদিনে ৩টি শো হয়)
- পুরো এরিয়াতে যখন তখন ঘুরাঘুরির জন্য ফ্রী গাড়ি সার্ভিস।
- বাচ্চাদের ছোটখাট পার্ক ও গোলক ধাধা
- লেকে ফিশিং (মাছ ধরা) করার ব্যবস্থা
- কোন স্টাফ বকশিশের জন্য অপেক্ষা করবে না
- ভাগ্য ভালো হলে কোন সেলিব্রেটিকে কাছ থেকে দেখা। যেমন, আমার পাশের টেবিলে লাঞ্চ করেছেন জনাব সালমান এফ রহমান।
- পুরো এরিয়াটি ঘুরে দেখা :p

এবার আসি, খরচের হিসাবে (সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ আপনার মাসিক আয় যদি ৫০,০০০/- টাকা এর কম হয়, তবে নিচের তথ্য না পড়াই শ্রেয় :p )

- রুম/ভিলাগুলোর খরচ পাবেন এখানে । ওরা প্রতি মাসেই বিভিন্ন সময়ে ৫০% ডিসকাউন্ট দেই। এজন্য, ওদের ফেবু ফ্যানপেজে যোগাযোগ রাখতে পারেন। আপনার মাস্টারকার্ড (ডেবিট/ক্রেডিট) থাকলে ভিলাগুলোতে ৩০% ডিসকাউন্ট পাবেন আর সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকলে হোটেল রুমগুলোতেও ৩০% ডিসকাউন্ট পাবেন। ++ মানে হচ্ছে প্রত্যেক মূল্যের সাথে ১০% সার্ভিস চার্জযুক্ত হয়ে যে মূল্য হবে তার সাথে ১৫% ভ্যাট যুক্ত হবে।
- প্রত্যেক রুমে আপনি অতিরিক্ত একজন রাখতে পারবেন। তার জন্য খরচ হবে ৩০০০++
- আপনার বাচ্চা যদি ৫-১০ বছর হয় তবে সকালের নাস্তা ৫০% কম রেটে পাবেন।
- দুপুরের খাবারে জনপ্রতি ব্যয় হবে ১২৫০++ আর রাতের খাবারে জনপ্রতি ব্যয় হবে ১৫০০++। উভয়টিই ব্যুফে। এখানে, উল্লেখ্য, ওদের এই খরচের সাথে কোন পানীয় ও পানি যুক্ত নয়। যার বিল যুক্ত হবে। আর যদি আপনি ওদের লোভনীয় খাবারগুলো মিস করে কিছু টাকা বাচাতে চান, তবে রুমে বসে ওদের জেসমিন রাইস উইথ বিফ এর একজনের জন্য অর্ডার করুন। যতটুকু তারা দিবে তা দিয়ে দু’জনের হয়ে যাবে।
- ইনডোর ও আউটডোর গেমস। খরচ জানি না। আমি শুধু সাইকেল রাইড দিয়েছি। ঘন্টা প্রতি ২০০ টাকা দিয়ে। গেমসের মধ্যে আছে ভিডিও গেমস, কার্ট রেসিং, বিলিয়ার্ড, দাবা, টেবিল টেনিস, টেনিস, বাস্কেটবল ইত্যাদি।
- বার (যাই নাই, খরচ বলতে পারবো না)
- সুইমিং কস্টিউম যদি না নিয়ে যান তবে কিনতে হবে। খরচ ৪০০-৮০০ টাকা।
- বিকাল/সন্ধ্যার নাস্তার জন্য আছে রেভলুশান ক্যাফে ও নস্টালজিয়া ক্যাফে। দু’জন খেলে খরচ আসবে কমপক্ষে ২০০০+
- আপনি যদি ড্রাইভার নিয়ে যান, তবে তার তিন বেলার থাকা-খাওয়াসহ খরচ আসবে ১২৫০++
- হেলিকপ্টারে চড়ার শখ হলে জনপ্রতি খরচ হবে ৮ মিনিটে ৫০০০++

কিভাবে যাবেনঃ
ঢাকা-সিলেট রুটের যেকোন বাসে উঠুন। বলবেন, হবিগঞ্জের ‍বাহুবল উপজেলার পুটিজুরি বাজারে নামিয়ে দিতে। পুটিজুরি বাজার বললেই ওরা বুঝবে। আমি গিয়েছিলাম গ্রীনলাইনের বিজনেস ক্লাসে। ভাড়া ১২০০ টাকা। সেই বাজারে নেমে যেকোন সিএনজিকে বলবেন প্যালেস। ভাড়া নিবে ১০০ টাকা। একেবারে প্যালেসের গেটে নামিয়ে দিবে।

মূল ভবনঃ


পুটিজুরি বাজার থেকে এখানে এসে ডানে মোড় নিতে হবেঃ


প্যালেসের পথেঃ


প্যালেস যাওয়ার পথেঃ


মূল গেটঃ


মূল গেট ও এটিএম বুথঃ


১ম রিসিপশনঃ


রিসিপশন থেকে কৃত্রিম ঝরণা দেখাঃ


কৃত্রিম ঝরণাঃ


টাওয়ারের প্রবেশ পথঃ


বাগি/গাড়ি সার্ভিস (রিসিপশন থেকে টাওয়ারে নিয়ে যাচ্ছে):


টাওয়ারের পথেঃ


মূল রিসিপশনঃ


মেইজ/গোলকধাধাঃ


বাচ্চাদের খেলাধুলার জায়গাঃ


ভিলা জোনঃ


ভিলা জোনঃ


আমাদের ভিলাঃ


ভিলার মূল কক্ষঃ


ভিলার ড্রয়িং রুমঃ


ভিলার ড্রয়িং রুমঃ


চা/কফির ব্যবস্থাঃ


ভিলা থেকে সকাল দেখাঃ


ভিলা থেকে সকাল দেখাঃ


ভিলা থেকে সকালঃ


নামেই বোঝা যাচ্ছেঃ


গেমজোনের ভিতরেঃ


গেম জোনঃ


গেম জোনঃ


কার্ট রেসিংঃ


সাইক্লিংঃ


প্রেসিডেন্সিয়াল ভিলাঃ


দুই টিলার সংযোগ সেতুঃ


মূল ভবনের করিডোরঃ


মূল ভবনের রুমঃ


টাওয়ারের রুমঃ


টাওয়ারের রুমঃ


পঞ্চম তলার রেস্টুরেন্টঃ


পঞ্চম তলার রেস্টুরেন্ট থেকে দৃশ্যঃ


মূল রেস্টুরেন্টঃ


মূল রেস্টুরেন্ট থেকে দৃশ্যঃ


সকালের নাস্তার একাংশঃ


হেলিপ্যাড যাওয়ার পথেঃ


হেলিপ্যাডঃ


হেলিপ্যাড থেকে টাওয়ারঃ


হেলিপ্যাড থেকে ভিলা জোনঃ


সীসা লাউঞ্জ (এখনো চালু হয়নি):


রাতের প্যালেসঃ


লেকঃ


নস্টালজিয়া ক্যাফেঃ


নস্টালজিয়া ক্যাফে ও লেকঃ


নস্টালজিয়াতে বিকালের নাস্তাঃ


সুইমিং পুলঃ


রাতের সুইমিং পুলঃ


রাতের প্যালেসঃ


রাতের প্যালেসঃ


হানিমুন ভিলাঃ


সীসা লাউঞ্জ:


প্যালেস ম্যাপঃ


নামফলকঃ


বার ও সিনেপ্লেক্স (নাম বারকোড)


সিনেপ্লেক্স (কোথাও কেউ নাই)


ডিনারঃ


রেভলুশান ক্যাফেঃ


রেভলুশানের খাবারঃ


রেভলুশান ক্যাফেঃ


রেভলুশান ক্যাফের বাইরে বসার স্থানঃ


রেস্টুরেন্ট থেকে দৃশ্যঃ


ছাদ থেকে দৃশ্যঃ


মেলাদিন পর পুস্টাইলাম। লেখা ভালো না লাগলে কিচ্ছু করার নাই ;)

মন্তব্য ৩৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

গ্রিন জোন বলেছেন: অসাধারণ এখানে যেতেই হবে.............লেখককে ধন্যবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

অশিক্ষিত বালক বলেছেন: ঘুরে আসেন ...... গেলে আমারেও নিয়া যাইয়েন খরচ দিয়া ;)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

খোরশেদ আলম সৈকত বলেছেন: লেখককে ধন্যবাদ ফটো গুলো শেয়ার করার জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

অশিক্ষিত বালক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

সামাইশি বলেছেন: এখানে যেতেই হব । আমারও একই মত ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

অশিক্ষিত বালক বলেছেন: গেলে আমারেও নিয়া যাইয়েন খরচ দিয়া ;)

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫১

দিশেহারা আমি বলেছেন: ছবি এবং তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।

সবচেয়ে ভালো লেগেছে টেম্পোতে করে প্যালেসের যাওয়ার ছবিটা। B-)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

অশিক্ষিত বালক বলেছেন: ধুর মিয়া. টেম্পু নাতো সিএনজি :|

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৬

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ছবি ও বর্ননা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

অশিক্ষিত বালক বলেছেন: আপনাকে ধইন্যাপাতা।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

অন্তঃপুরবাসিনী বলেছেন: পোষ্ট ভালো লাগছে। :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

অশিক্ষিত বালক বলেছেন: মন্তব্যও ভালো লাগছে :)

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

কান্ডারি অথর্ব বলেছেন:



পুরোই প্যালেস ময় পোষ্ট। প্যালেসের হেলিকপ্টারে চড়ার কোনই শখ নাই। ৮ মিনিটে ৫০০০ হাজার টাকা ???

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

অশিক্ষিত বালক বলেছেন: হুম। খুব কষ্ট পাইছিলাম।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

লালপরী বলেছেন: পুরাই রাজকীয় ব্যবস্থা । এক রুম কুড়ি হাজার টাকা :-/

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

অশিক্ষিত বালক বলেছেন: টাকায় কথা বলে ;)

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

নতুন বলেছেন: ভালো রিভিউ হয়েছে...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

অশিক্ষিত বালক বলেছেন: আপনাকে নতুন ধইন্যাপাতা।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

রানা আমান বলেছেন: দ্য প্যালেসর রিভিউটা ভালো,
যাবার ইচ্ছেটা বেড়ে গেলো ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

অশিক্ষিত বালক বলেছেন: যান যান, কি আছে গেবনে?

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি ও বর্ননা। এখনেই যেতে মন চাইছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

অশিক্ষিত বালক বলেছেন: যান যান, কি আছে গেবনে?

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে। তবে পরিবেশ আর প্রকৃতি দুইটাই মনোরম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

অশিক্ষিত বালক বলেছেন: ঐ যে কথা আছে না? যত গুড় তত মিষ্টি?

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর আর মনোরম পরিবেশ পোষ্টেই মনে ভরে গেছে। রোম রেটটা বুঝতে পারিনি টারিফ টা কি প্রতিদিন -২৪ ঘন্টা?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

অশিক্ষিত বালক বলেছেন: হুম। চেকইন দুপুর ২টা . .. চেক আউট দুপুর ১২টা

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

আরুশা বলেছেন: :( :(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

অশিক্ষিত বালক বলেছেন: কি হলো?

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

সাদা মনের মানুষ বলেছেন: টাকার কুমিরদের জন্য এই রিসোর্ট, যাদের টাকা খরচ করার জায়গা নাই তারা আজই চলে যান.......... :)

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

সুমন কর বলেছেন: সুন্দর ! শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

অশিক্ষিত বালক বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধইন্যাপাতা।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

সুন্দর ভ্রমণবিলাস!


ছবিসহ চমৎকার বর্ননা! অসাধারণ লেখনশৈলী!

তাই প্রিয়তে!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

অশিক্ষিত বালক বলেছেন: বাহ, নিজেকে তো ছেলেবেটি মনে হচ্ছে।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষ এইডা কি কইল?

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দারুন তো! যেতে হবে.........

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

অশিক্ষিত বালক বলেছেন: আমারে নিয়েন।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

অশিক্ষিত বালক বলেছেন: :)

২১| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে দেশের একটি পর্যটন স্হাপনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। দেশের পরিপ্রেক্ষিতে যদিও অনেক ব্যায়বহুল মনে হচ্ছে তবে একই রকম সুবিধা বিদেশে পেতে চাইলে এর চেয়ে ২ থেকে ৩ গুন খরচ করতে হবে।


আপনাকে আবারও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.