নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশিক্ষিত বালক। বিস্তারিত পাবেন এখানেঃ http://a-web.org/ ও এখানে http://mirzamdhasan.com/

অশিক্ষিত বালক

শিক্ষিত হওয়ার চেষ্টায় আছি....আমাকে চিনুন এখান থেকে: http://a-web.org/

অশিক্ষিত বালক › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজারে গিয়ে Parasailing ট্রাই করেছেন?

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৫



এবার কক্সবাজারে যাওয়ার আগেই ঠিক করেছিলাম হিমছড়িতে গিয়ে Parasailing এর অভিজ্ঞতা নিবোই নিবো। তাই বউকে নিয়ে ছুটে গেলাম Funfest BD এর এই অসাধারণ উদ্যোগে অংশ নিতে। জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতাগুলোর একটি হিসেবে জমা থাকলো।

অভিজ্ঞতাঃ আমি বলবো, টাকার মায়া ত্যাগ করে অবশ্যই ট্রাই করবেন এটি। আপনার জীবনের সেরা অভিজ্ঞতার একটি হবে বলে আমার বিশ্বাস।

কিভাবে যাবেনঃ কক্সবাজারের কলাতলী থেকে টমটম বা যেকোন বাহনে করে হিমছড়ির দিকে যেতে হাতের ডান দিকে (হিমছড়ি থেকে আনুমানিক ৪ কিঃমিঃ আগে)। উপরে Funfest BD এর ফ্যানপেজে বিস্তারিত দেখে নিন।

ছবির ক্যাপশনঃ (যখন আমার বউ আকাশে :P )

খরচঃ ৪-৫ মিনিটের রাইড ১,৫০০ টাকা। আর ২০০০ টাকা দিলে সেইমটাতেই পানিতে একটু পা ছোয়াবে। প্রস্থানকালে ঐখানে সাহায্যকারী যারা রয়েছে তারা বকশিশ খুজে tongue emoticon তারা এমনভাবে চাইলো তাই ৫০ টাকা দিয়ে দিছি।

সর্তকতাঃ
১। যেই বাহনেই যাবেন অবশ্যই আপ-ডাউন নিয়ে যাবেন। আমি বোকামি করে ওয়ান-ডাউন নিয়ে ছিলাম। ফেরার সময় বিপদে পড়েছিলাম। কোন খালি বাহনই পাচ্ছিলাম না। অনেক রিকোয়েস্ট করে অন্যদের একটি টমটমে করে ফিরতে হয়েছে।

২। আমার মত মোবাইলে ভিডিও করতে চাইলে মোবাইলটি হাতে দড়ি দিয়ে বেধে নিন (আমি যা করেছিলাম :p) মোবাইল পড়ে যেতে পারে।

ভিডিওটি দেখুন ফেসবুকে অথবা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৭

শাইককা বলেছেন: আমি করেছি Malaysia তে আমার কাছে এটা ভিষন ভয়ঙ্কর মনে হয়েছে যারা দূবল চিত্তের তাদের এই অভিজ্ঞতার দরকার নেই Heart attack হয়ে যেতে পারে তাই জীবন একটাই কেউ এই অভিজ্ঞতা নেবেন না Please.

২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৩

কালীদাস বলেছেন: এরা কতটা এক্সপেরিয়েন্সড? প্লাস ল্যান্ডিং সাইট কি তীরে না বিচের শক্ত মাটিতে? সাথে ইনস্ট্রাকটর থাকে না?

৩| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৪

বিজন রয় বলেছেন: দারুন তো!!

৪| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমি এটা থাইল্যান্ডে করেছি.... মালয়েশিয়ার লঙ্কাউইতেও দেখেছি কিন্তু আর উঠিনি। মোটেই ভয় লাগেনা, আমাদের দেশের মেয়েরাও অনায়াসে এটা করছে। খুবই মজার একটা অভিজ্ঞতা ছিলো। ৫০০ বাথ নিয়েছিলো, বাংলাদেশি টাকায় প্রায় ১৫০০ টাকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.