নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পক্ষে আছি,তাই কারো পক্ষে বা বিপক্ষে বলতে হয় না।

হাসান ইমরান

আত্মবিশ্বাসী হয়ে উঠি বারবার...

হাসান ইমরান › বিস্তারিত পোস্টঃ

শতাব্দীর পথিক।

৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯




এক হাজার বছরের কিছু বেশি
আরো এক হাজার বছর পর, আজ
সবগুলো তারা জ্বলেছে আকাশে।
নিশ্বাসে অক্সিজেনের ঘাটতি নেই, প্রাণপুরে আসে
শীতল বাতাসে।
অবগুণ্ঠন মুক্ত হলো চাঁদ,
কলঙ্কিত দেহ, পূত পবিত্র তার হাঁসি।


আজ দ্বীপ শিখা জ্বালিয়ে।
ভরাবেগ হৃদয়ের আঁধার স্বপন, হয়ে
পাখি ডানা মেলেছি।
প্রেমহীন শ্রাবণে কদমের বনে
বিরহ এঁকেছি ।
আকাশের পটে আঙ্গুলে আঙ্গুলে
তব নাম লিখেছি ।
যদিও চেয়েছিলে রামধনু মুছে দিতে!


একশত আটটা নীলপদ্ম খুঁজে পাইনি,
পেয়েছি অবজ্ঞা, প্রেয়সীর কাছে।
নীলনদ মিসিসিপি আমাজন সিন্ধুর তীর
আরো খুঁজেছি তূর পাহাড়ের আনাচেকানাচে ।
তাজিডং-বিজয়, শুভ্র হিমালয়।


সমস্ত রাতের ক্লান্তি শেষে নিশাচরী
ফিরেছি বাস্তুতে।
ঝঞ্চামেঘ ও বিদ্যুৎে
সাহারার ধুলিঝড়েও টলিনি, সে আমি
ক্লান্ত আজ শতাব্দীর পর শতাব্দী হেঁটে!

ছবি: মাইক্রোসফট বিং।
(২৬ মে ২০১৮)

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




এই তো বিপদে ফেলে দিলেন। শতাব্দীর পথিক তো ক্লাত হবার কথা না। আপনি ক্লান্ত না হয়ে আরও শতাব্দীর পর শতাব্দীর পাড়ি দিন এই কামনা করে ববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

কবিতা ভালো হয়েছে। +++

০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

হাসান ইমরান বলেছেন:


খুব সুন্দর মন্তব্য করেছেন।
শতাব্দীর পথিক শতবর্ষ ব্যাপী হেটে আজ ক্লান্ত।

২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫১

মেহেদি_হাসান. বলেছেন: একশত আটটা নীলপদ্ম খুঁজে পাইনি,
পেয়েছি অবজ্ঞা, প্রেয়সীর কাছে।
নীলনদ মিসিসিপি আমাজন সিন্ধুর তীর
আরো খুঁজেছি তূর পাহাড়ের আনাচেকানাচে ।
তাজিডং-বিজয়, শুভ্র হিমালয়।


বাহ অনেক সুন্দর।

০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯

হাসান ইমরান বলেছেন:

প্রেয়সীর উপর অভিমানে লেখা...

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯

হাসান ইমরান বলেছেন: ধন্যবাদ ।

৪| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৩৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫০

হাসান ইমরান বলেছেন:

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.