নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুযোগ পেয়ে একটু-আধটু লিখার চেষ্টা করছি এই আর কি...

হাসানুর

আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।

হাসানুর › বিস্তারিত পোস্টঃ

কাল হলেই কি মানুষ অসুন্দর ?

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

কাল হলেই কি মানুষ অসুন্দর ?



ফেয়ার অ্যান্ড লাভলি এর একটি বিজ্ঞাপনে দেখা যায় , পরিবার ১ টি মেয়েকে বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু মেয়েটি রাজি হচ্ছিলনা, বান্ধবি মেয়েটিকে ১ টি ফেয়ার অ্যান্ড লাভলি ধরিয়া দিয়ে বিয়েতে রাজি হতে বলে ! মেয়েটি তার পরিবারকে জানায় সে রাজি ! কিন্তু তার ৩ বছর প্রয়োজন কারন তাকেও ছেলের মত চাকরি,বাড়ি,গাড়ি এর মালিক হতে হবে !

মাত্র ৩ বছরে ! কি চাকরি যে সে করবে আল্লাহ ই জানেন !



ফেয়ার অ্যান্ড লাভলি তে দেখা যায় কাল তককে ফরসা করার কথা বলা হয় কিন্তু কেন ? কাল ত্বক এর মেয়েরা কি অসুন্দর ? তা ছাড়া কাল ত্বক ফরসা করার বৈজ্ঞানিক কোন ভিত্তি নাই বলে আমরা জানি । তার মানে তারা মানুশের সাথে প্রতারনা করছে ! তাই এই ধরনের সব বিজ্ঞাপনের বিরুধে রুখে দারান উচিৎ । তাদের উচিৎ আফ্রিকা গিয়া এ ধরনের বিজ্ঞাপন দেয়া ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্পোরেট সংজ্ঞা ভাইজান!!!

বানিজ্যের সাথে সঙগতিপূর্ন সকল জিয়ান একত্র কইরা বানানো।

মানুষের যোগ্যতার মূল্যায়নের বদলে ত্বকের মর্যাদা.. ভোগের বাজারে এইতো হবার কথা নয়!!!!!

নারীকে মানুষ বলে না মেনে তারা যে কেবলই পণ্যায়নে রত!!!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

হাসানুর বলেছেন: ভাইরে তারাই তো আবার নারি মুক্তির গান গায় !.........।।ধন্যবাদ

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

একজন সত্যবাদী বলেছেন: তাদের উচিৎ আফ্রিকা গিয়া এ ধরনের বিজ্ঞাপন দেয়া । ....তারা বুঝে এইটা ধান্দাবাজির দেশ ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৭

হাসানুর বলেছেন: যে দেশের যে নিয়ম তারা সেই ভাবেই চলে ......ধন্যবাদ ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: ধান্দাবাজ মেরিল যে এই অ্যাডটা দিছে , অন্যান্য শ্যামলা মেয়েদের দেখিয়ে তাহলে তিশাকে এতো ফর্সা মেকআপে দেখাইছে কেন ? বইলেন না যে সেটের জন্য ! আসলে সবাই ধান্ধাবাজ । মানুষের আবেগ নিয়ে ব্যাবসা ।

ভালো থাকুন ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

হাসানুর বলেছেন: ধান্দাবাজি ছাড়া তো কোন অ্যাডই আজ আর দেখা যায়না !......ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.