নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুযোগ পেয়ে একটু-আধটু লিখার চেষ্টা করছি এই আর কি...

হাসানুর

আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।

হাসানুর › বিস্তারিত পোস্টঃ

পীরের কেরামতি বনাম মুরিদের স্ত্রী

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

অফিস এ ফীষ্ট খেয়ে মনটা কেমন ফুরফুর করছে তাই একটু সামুতে লিখতে ইচ্ছা হল। কিছু দিন আগে একটা গল্প শুনেছিলাম তাই সবার সাথে শেয়ার করছি। আপনারা হয়ত পূর্বেই শুনেছেন।
তার আগে বলে নেই আমি একজন মুসলমান হিসাবে এমন গল্প আমাকে কষ্ট দেয় তাই সবাইকে ধর্মীও গোঁড়ামি থেকে বের হয়ে কোরআন ও হাদিস এর আলোকে জীবন গড়ার আহবান জানাই।
বিশিষ্ট পীর সাহেব বয়ান করছেন, মুরিদগন তার সামনে বসে মনোযোগ সহকারে তার বয়ান শুনছেন ।
ভক্তিতে সবাই গদগদ । হঠাৎ পীর সাহেব বয়ান থামিয়া চিৎকার করে হাত নাড়তে লাগলেন আর মুখে বলতে লাগলেন সর সর ! মুরিদরা তো আবাক ! তারা পীর বাবাকে জিজ্ঞাস করল বাবা কি বাপার? বাবা বলল, মক্কা শরীফে একটা ককুর ডুকতে চাচ্ছে তাই তাড়িয়ে দিলাম । ? মুরিদরা তো ভীষণ উত্তেজিত, বাবার কি ক্ষমতা ! এখান থেকেই বাবা মক্কা শরীফের কুকুর তাড়িয়ে দিলেন! ভক্তিতে সবাই আরও গদগদ হয়ে পরল।
একজন মুরিদ বাড়ীতে এসে ঘটনাটা তার স্ত্রীকে বলল। শুনে স্ত্রী খুশিতে গদগদ হয়ে তার পতিকে বলল তুমি এক কাজ করো কালই বাবাকে আমাদের বাসায় দাওয়াত দাও। পতি আরও খুসি হয়ে বাবাকে পর দিন নিজের বাড়িতে দাওয়াত দিল।
বাবা খেতে বসেছেন। সামনে প্লেট ভর্তি ভাত আর পানি। অনেকক্ষণ বসে থেকে পীর বাবা দেখলেন ভাত ছাড়া আর কিছুই দেওয়া হচ্ছেনা তাই তার ধোয্যচু্তি ঘটল । মুরিদকে ডেকে বলল, কি বাপার ? ভাতের সাথে তরকারি দেবেনা? এ কথা শুনে মুরিদের বউ ঝাঁটা নিয়া পীর বাবার সামনে এসে দাড়াল, তারপর হাত দিয়া প্লেটের ভাত সরিয়া দিল। দেখা গেল ভাতের নিছে মাছ, গোস্ত দেয়া আছে ! পীর বাবা তো হতভম্ব ! মুরিদের বউ চিৎকার করে বলল, মক্কা শরীফে কুকুর ডূকছে এখান থেকে দেখছ আর ভাতের নিচের তরকারি সামনে থেকেও দেখতে পাওনা ? ভাগ এখান থেকে...নইলে...
শিক্ষীত লোকেরাও আজকাল ভণ্ড পীরের পাল্লায় পড়ে দেখলে খূব খারাপ লাগে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

ডিজ৪০৩ বলেছেন: পৃথিবীতে যেখানে ধর্মের নামে ব্যবসা হয় সেখানে এদের মত ভণ্ড লোকের অভাব হয় না ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩

হাসানুর বলেছেন: ...অভাব নাই

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

সোজা সাপটা বলেছেন: এটা ধর্মের নিয়ে ব্যাবসা , ধর্মের জন্য অভিসাপ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪

হাসানুর বলেছেন: সব ধর্মেই ব্যাবসা হচ্ছে !

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

আলী আকবার লিটন বলেছেন: গল্পটা আগেই শোনা । তবে এই ব্লগে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

হাসানুর বলেছেন: আপনাকে স্বাগতম...

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৯

শায়মা বলেছেন: মজার গল্প! ভন্ড পীরের ভন্ডামী ছুটে গেছে! :P

৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৭

আনাস মাহমুদ বলেছেন: এই সমস্ত ভন্ডদের কারনেই ইসলামের বদনাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.