নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুযোগ পেয়ে একটু-আধটু লিখার চেষ্টা করছি এই আর কি...

হাসানুর

আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।

হাসানুর › বিস্তারিত পোস্টঃ

আমার মেয়ে নুসাইবাকে জিজ্ঞাস করলাম, মা বলতো আজ কে জিতবে ? বাংলাদেশ নাকি পাকিস্তান ?

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯


আমার মেয়ে নুসাইবা

বাংলাদেশ-ইন্ডিয়া খেলা শুরুর আগে আমার মেয়ে নুসাইবাকে জিজ্ঞাস করলাম, মা বলতো আজ কে জিতবে ? বাংলাদেশ নাকি ইন্ডিয়া ? মেয়ে বলল, বাবা ইন্ডিয়া ! আমি আহত হলাম। ধমক দিয়া আবার জিজ্ঞাস করলাম ঠিক করে বল কে জিতবে । মেয়ে আমার মন খারাপ করে বলল বাংলাদেশ ! কিন্তু ঠিকই ইন্ডিয়া জিতল ।
এরপর বাংলাদেশ-আরব আমিরাতের খেলার আগে আবার জিজ্ঞাস করলাম, মা বলতো আজ কে জিতবে ? বাংলাদেশ নাকি আরব আমিরাত ? মেয়ে বলল, বাবা বাংলাদেশ । খুব খুশি হলাম। বাংলাদেশ জিতল । বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলাড় দিন বলল বাংলাদেশ জিতবে ,বাংলাদেশ জিতল । আমার ধারণা , মেয়ে ভয় পেয়ে এখন শুধু বাংলাদেশ,বাংলাদেশ করছে আর বাংলাদেশও ঠিকই জিতে যাচ্ছে । হাহাহা.।.।.।আজও OFFICE থেকে বাসায় গিয়ে জিজ্ঞাস করবো , মা বলতো আজ কে জিতবে ? বাংলাদেশ নাকি পাকিস্তান ? সবাই দোয়া করবেন আজ ও যেন ধারাবাহিকতা বজায় রাখে । বাংলাদেশ , বাংলাদেশ ।। ( বি। দ্রঃ - ছোটদের ধমক দিবেন না, আমি আস্তে দিয়া ছিলাম)।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

আহলান বলেছেন: প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ .... !!

২| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

কালনী নদী বলেছেন: যদি আসলেই সৃষ্টিশীলতা কাজ করছিল তাইলে ব্যাপারটা প্রকাশ করা ঠিব হয় নি, এখন হারাতেও পারে।

৩| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা...
বাংলাদেশ

৪| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: হা হা হা ....
ছোটরা হলো দেবতা। তাদের কথা সত্যি হওয়ার সম্ভবনা থাকে অনেক বেশি।

আজও সত্যি হোক।
জয় বাংলাদেশ।

৫| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২

দিগন্ত জর্জ বলেছেন: আমি চাই আজও সে "বাংলাদেশই" বলুক। আমরা আজ আশাবাদী।

৬| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

প্রতিবাদী ডাঃ আবদু সালাম বলেছেন: বাংলাদেশ জিতুক।

৭| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩

ঝাপসা বালক বলেছেন: আপনার মেয়েতো অক্টোপাস "পল" এর মত কাজ করছে !!!!

৮| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

কাবিল বলেছেন: আশা করি ধারাবাহিকতা বজায় থাকবে।

৯| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১

মারটিনি টোরিয়েনি বলেছেন: বাংলাদেশ

১০| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

জানা বলেছেন:
বাসায় যাবার সময় মেয়ের জন্যে কিছু গিফট নিয়ে যাবেন। কোলে নিয়ে খুব আদর করে আজ আবারও জিজ্ঞেস করবেন। ওর ভয়টয় সব চলে যাবে আর মেয়ে আজ নিশ্চিতভাবেই বলবে 'বাংলাদেশ'।

বিঃ দ্রঃ আস্তে করে বকা দিয়েছেন তাই কি! আর কোনদিন বকা দেবেন না কিন্ত, নইলে ব্লগ একাউন্ট ব্ন্ধ করে দেবো বলে দিচ্ছি.... :-B )

১১| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

প্রামানিক বলেছেন: মেয়েকে কিছু কিনে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.