নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুযোগ পেয়ে একটু-আধটু লিখার চেষ্টা করছি এই আর কি...

হাসানুর

আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং জানি আমার বাক স্বাধীনতা কতটুকু ।

হাসানুর › বিস্তারিত পোস্টঃ

এই শিশুরা যদি বাবা মায়ের অায়ের উৎস ও ইনকাম ট্যাক্স ফাইল চেক করা শুরু করে তখন কি হবে?

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭



তোমরা রাষ্ট্র এবং জনগণকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো সিস্টেমের গলদগুলি। এই দেশে মন্ত্রী, পুলিশ, বিচারপতি, সাধারণ মানুষ-- সবাই নিয়ম ভাঙে। কেউ আইন মেনে চলে না। মুখে বললেও তোমাদের মতো করে এর আগে এভাবে কেউ দেখাতে পারেনি। এটাই তোমাদের এক বড় অর্জন।

কিন্তু দিনের পর দিন তোমরা তো আর ট্রাফিকের কাজ করবে না। ঝড়-বৃষ্টি , রোদ মাথায় নিয়ে রাজপথে লাইসেন্স চেক করতে পারবে না। তোমরা দেখিয়েছো, চাইলেই এ কাজগুলো করতে পারা যায়। এখন যাদের কাজ তাদেরকেই কাজগুলো করতে দিতে হবে। (#Collected)

তোমরা ঘরে ফেরো, ক্লাসে ফেরো। আর শুরু কর নতুন দিনের নতুন সংগ্রাম । তোমাদের অবদান রাষ্ট্র এবং জনগণ কখনও ভুলবে না । তুমি,আমি, আমাদের পরিবার, সমাজ এ সব নিয়েই আমাদের রাষ্ট্র। তোমরা চোখে আঙুল দিয়ে যা দেখিয়ে দিয়েছো তা যদি তুমি,আমি, আমাদের পরিবার, সমাজ মেনে চলে তাহলে এই রাষ্ট্রের পরিবর্তন আসতে বাধ্য।
তোমরা চাইলেই তোমাদের পরিবারের মাধমে এই রাষ্ট্রের আরও বড় পরিবর্তন আনতে পার । যাও নিজের পরিবেরের কাছে ফিরে যাও, তোমার মা-বাবার আয়ের উৎস জানতে চাও , প্রয়োজনে তাদের ইনকাম ট্যাক্সের ফাইল চেক কর। তাদের সতর্ক কর, তাতেও কাজ নাহলে কঠোর অবস্থানে যাও। তাহলে তুমি,আমি, আমাদের পরিবার, সমাজ, তথা রাষ্ট্রের এক অভূতপূর্ব পরিবর্তন আসতে বাধ্য।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঘর থেকেই শুরু হোক দিন বদলের প্রকৃত দুর্বার আন্দোলন!
অহিংস শান্তিপূর্ন ।

সুস্থ, সুন্দর, ন্যায় রাষ্ট্রের ভিত্তিতো পরিবার!

পুলিশের সন্তান পুলীশের দুর্নীতর তথ্য দিয়ে মামলা করুক পুলিশের কাছে
বিচারপতির সন্তান আদালতের দ্বারস্ত হোক অন্যায়ের বিরুদ্ধে
প্রশাসনের কর্তা ব্যক্তিদের সন্তানেরা মিডিয়ার সামনে আসুক দুর্নীতির তথ্য লয়ে
রাজপথের কাঠেন্য জয় করেছে যারা তাদের কাছে কি তারচে বেশী কঠিন হবে আপনার ঘরে শুভারম্ভ করা!

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬

হাসানুর বলেছেন: ঘর থেকেই শুরু হোক দিন বদলের প্রকৃত দুর্বার আন্দোলন!
অহিংস শান্তিপূর্ন ----সুন্দর মন্তব্য

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

হাঙ্গামা বলেছেন: এখন যাদের কাজ তাদেরকেই কাজগুলো করতে দিতে হবে। (#Collected)

জ্বী, যার কাজ সে ঠিকভাবে করবে সেই নিশ্চয়তা নিতেই তারা এখনো মাঠে।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

চেংকু প্যাঁক বলেছেন: ব্যক্তিগত মাথাপিছু করের বৈধতা ইসলাম ধর্মে আছে কি? আবুল মাল-রা লুটপাটের সুবিধার জন্য যেই পারসোনাল ট্যাক্স বসায় তা একধরনের অনৈতিক বিষয়।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

পলাতক মুর্গ বলেছেন: এই লেখা ব্লগে দেওয়ার জন্য সরকারের কাছ থেকে কি কি পাইবেন - সেইটার হিসাব দেন আগে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩

ফেনা বলেছেন: ঘর থেকেই শুরু হোক দিন বদলের প্রকৃত দুর্বার আন্দোলন!
অহিংস শান্তিপূর্ন
----সুন্দর । সহমত পোষণ করলাম।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বর্তমানে ছাত্রদের সংস্করণের যে আন্দোলন চলছে
তাকে বিতর্কিত করার জন্য কিছু নেতিবাচক পোস্ট
দেওয়া হচ্ছে।
একটির সাথে আর একটিকে গুলিয়ে ফেললে
ঘোলা পানিতে দুষ্টরা অধরাই থেকে যাবে।
একটির সমাধান হোক পরবর্তী কর্মসূচী
পরে দেওয়া যাবে।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আপনি এদের শিশু বলছেন কেন?
নাইন টেন বা কলেজে পড়া ছেলে মেয়েরা কিছুতেই শিশু হতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.