নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির ছোয়ায় কিছুক্ষণ.......

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০

জীবিকার প্রয়োজনে প্রতিদিনের কর্মব্যস্ততার ফাকেই মনের খোরাক জোগাতে মাঝেমাঝে একটু প্রকৃতির টানে সাড়া দেয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় এবারের গন্তব্য ছিল বগুড়ার শেরপুরে সাবেক সাউদিয়া পার্ক যা বর্তমানে একটি কৃষি উন্নয়ন প্রকল্প। প্রতিদিন এখানে দুরদুরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে। বিশাল খোলা জায়গা যা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। ৫০ টাকার টিকিটের বিনিময়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করা যায় নির্মল প্রাকৃতিক পরিবেশের ফাকে ফাকে কিছু আধুনিক নির্মাণশেলী। বিভিন্ন কৃষি প্রকল্পের পাশাপাশি বিশাল খোলা বাগান যা পুরো পরিবারের বিনোদনের জন্য চমৎকার একটা জায়গা। পিকনিকের ব্যবস্থাও আছে। কর্তৃপক্ষও বেশ আন্তরিক মনে হল। তবে অন্যান্য পার্কের মতই কিছু উঠতি বয়সের প্রেমিক জুটি সাথে কিছু বুড়া ভাম (হয়ত পরকিয়ায় মত্ত) পার্কের নির্মল পরিবেশের উপর তাদের অসামান্য অবদান রেখেই চলেছেন। এসব পাশে ঠেলেই নিজের আনন্দটুকু খুজে নিতে হয়।
গত ২৪শে অক্টোবরের কিছু ছবি দিলাম...........






মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: সুন্দর ছবি। ধন্যবাদ

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, প্রামানিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.