নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

এটাই বুঝি জীবন, বড়ই নিষ্ঠুর বাস্তবতা।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

Time is the best healer........
সময় মানুষকে অনেক কিছুই ভুলিয়ে দেয়। এক সময় যাদের ছাড়া একটা দিনও কল্পনা করা যেত না আজ তারা কোথায়? সেইসব বন্ধু-স্বজন-আত্মীয় এমনকি পরিবারের সদস্যরা, কেউই কাছে নেই। সবার খবরও জানা নেই, যাদের খবর জানা আছে তাদের একটু খোজ নেয়ার মত সময়ও নেই।
আবার আজ যাদের ছাড়া একটা মুহুর্তও ভাবা যায় না, হয়ত তারাও একদিন দূরে চলে যাবে, একটু খোজ নেয়ার মত সময়ও পাবেনা। এটাই বুঝি জীবন, বড়ই নিষ্ঠুর বাস্তবতা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

মানবী বলেছেন: অধিকাংশ ক্ষেত্রে কথাটা সত্য হলেও কিছু কিছু কষ্ট সময় কখনও হিল করতে পারেনা।

ধন্যবাদ হাসান জাকির ৭১৭১

১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
দীর্ঘ বিরতির পরে ব্লগে, ক্ষমা চাচ্ছি।

২| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

জিন্দাপীর বলেছেন: অভিনয় করতে করতে আজ ক্লান্ত।বাস্তবতাকে আটকে রেখেছি।কিন্তু সে কেনো আজও স্বপ্নে আসে।আমায় বিরহে পাগল করে তুলে।

১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: জীবনটাই অভিনয়।
অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
দীর্ঘ বিরতির পরে ব্লগে, ক্ষমা চাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.