নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

সাহায্যপ্রার্থী নাকি অন্যকিছু??

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

হঠাৎ করেই যেন সাহায্যপ্রার্থীর সংখ্যা খুব বেড়ে গেছে!
তবে এরা সাহায্যপ্রার্থী কিনা সে বিষয়ে আমার অনুসন্ধিৎসু মন নিশ্চিত নয়।
কিছু লক্ষণীয় বিষয় হল-
১। এরা সাধারণত এলাকায় অপরিচিত
২। বয়সে যুবক এবং দলবদ্ধভাবে ৩/৪ জন আসে
৩। সাধারণত কর্ম দিবসে বাসাবাড়িতে আসে যখন পুরুষেরা বাসায় থাকেনা
৪। সাধারণত ছুটির দিনে আসেনা
৫। যে কোন একটি ফ্লাটের কলিংবেলে টিপ দেয়
৬। বাইরের গেইট খোলা পেলে সরাসরি ফ্লাটের দরজায় নক করে
৭। মহিলাদের কন্ঠ শুনলে খুব অনুনয় বিনয় করে গেইট খোলার জন্য ও সাহায্যের জন্য
৮। গেইট না খুললে অনবরত নক করে বা কলিং বেল বাজাতেই থাকে
৯। পুরুষের কন্ঠ শুনলে কোন রোগী কিংবা মাহফিলের জন্য সাহায্য চায়। তবে না বললেই সোজা চলে যায়, অন্য কোন ফ্লাটে চেষ্টা করেনা
১০। পুরুষদের কাছে সাহায্যের জন্য তেমন কোন পীড়াপীড়িও করে না
এদেরকে সাহায্যপ্রার্থী মনে না হবার এমন যথেষ্ট কারন রয়েছে। বরং হয়ত অন্যকিছু........

তাই সাবধানতা খুব জরুরি বলে আমার মনে হয়।।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


মানুষের অধপতন হয়েছে চরমভাবে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ঠিক তাই।
চাঁদগাজী ভাই।।
সাবধানতা খুব জরুরি...........
ধন্যবাদ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: ভাল পোষ্ট, সচেতন করার জন্য করার জন্য ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
সাবধানতা ও সচেতনতা জরুরি...........

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সাবধানতা খুবই জরুরী

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ঠিক তাই ভাই।
সচেতনতা জরুরি...........
ধন্যবাদ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
সাবধানতা ও সচেতনতা জরুরি...........

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই ভয় লাগে এসব। বাসায় স্ত্রী একা থাকে। আল্লাহ ভরসা করে রাখা ও থাকা...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ঠিক তাই ভাই।
তবে সাবধানতা ও সচেতনতা জরুরি...........
ধন্যবাদ।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

তারেক ফাহিম বলেছেন: অাপনার বাসায় কয়বার অাসলো??

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: প্রতিবেশি ও বউয়ের ভাষ্যমতে- এরকম প্রায়ই আসে।
তবে দুদিন বাসায় ছিলাম। দুদিনই আমার সামনে পড়েছে।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: আমার নিচের দারোয়ানকে দুসপ্তাহ আগেই বলেছি দিনে দুপুরে ডাকাতির চেষ্টার কথা যেহেতু রাজনৈতিক পরিস্থিতি অবনতিশীল । এরা আসে ১১টার পরপর। বোরখায় মুখ ঢেকে কেউ ঢুকবে না , ফোনে তার আকাঙ্খিত জনকে ডেকে আনবেন অথবা পুলিশ ডাকবেন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা, এরকম সাবধানতা ও সচেতনতা সবার জন্যই জরুরি।
ধন্যবাদ ভাই।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: আমার তো শুনেই ভয় করছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, ভয় পেলে তো চলবেনা।
সাবধানতা ও সচেতনতা সবার জন্যই জরুরি........

৯| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাই, ভয় পেলে তো চলবেনা।
সাবধানতা ও সচেতনতা সবার জন্যই জরুরি........

মানুষ পচে গলে গেছে।
বড় বেশি অমানবিক হয়ে গেছে।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা ভাই।
এ বিষয়ে আজ আপনার লেখাটা পড়ে খুব খারাপ লেগেছে।

অথচ মানুষ মানুষের জন্য।
মানবিক মূল্যবোধ ফিরে আসুক সবার মাঝে এই প্রত্যাশা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.