নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

এই হল মোর ভালো বাসা.........

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

ভালবাসা দিবসের বিশেষ দিনপঞ্জি!

১২.০১..
ক্যালেণ্ডার অনুসারে ভালবাসা দিবসের প্রথম প্রহর!
বউ-বাচ্চারা ঘুমিয়ে।
এখনো ড্রয়িংরুমে টিভির সামনে বসে, অজানা কোন অপেক্ষায়......
এদিকে চার্জ শেষ, মোবাইলের।
১২.৩০..
মোবাইলটা চার্জে দিয়ে ঘুমাতে যাওয়া।
ঘুম আসছে না।
অনেক চেষ্টা ও মেডিটেশনের পর হয়ত আসল।
০৩.৩০..
ঘুম ভেঙে গেল।
মেয়েটার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে।
সে মায়ের সাথে ঘুমাবে না। বাবার সাথে ঘুমাবে।
সে বাবার কাছে এল।
তাকে ঘুম পাড়ানো হল।
কিন্তু নিজের ঘুম আসছে না.....
০৪.৩০..
এবার ছেলেটার কান্নার শব্দ। তার মায়ের ধমকের সাথে কিছু ধুপ-ধাপ শব্দও।
সেও বাবার সাথে ঘুমাবে।
অবশেষেে সে আসলো। তাকেও ঘুম পাড়ানো হল।
০৫.০০..
ঘুম না এলেও মাথায় কিছু একটা এল।
বিছানা ছেড়ে উঠে গিয়ে চার্জার থেকে মোবাইলটা খুলে নিয়ে আবার বিছানায়।
ঝটপট কিছু ড্রাফটে লিখে রাখার চেষ্টা। এখনই পাবলিসড করা নয়, সময় হোক।
০৫.৩০..
ফজরের আজান শোনা যাচ্ছে। তবে হালকা শীত আর নির্ঘুম আলস্য হয়ত আজ নামাজ কাযা করবে।
এখনও মাথাটা খালি হয়নি, তাই নতুন কিছু খোজার চেষ্টা চলছে, সাথে লিখে রাখাও....
০৭.০০..
রান্নাঘরে হাড়ি-পাতিলের শব্দ।
বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চলমান এসএসসি পরীক্ষার জন্য স্কুল দুপুর দেড় টায় শুরু। তাই কোন তাড়া নেই ওদের।
গতরাতের শেষ পোষ্ট এর খবর নেয়ার জন্য একটু ফেবুতে উকি মারা....
০৮.০০..
ঘড়ির দিকে তাকিয়েই দ্রুত বিছানা ছেড়ে অফিসে যাবার প্রস্তুতি, তাড়াতাড়ি, হুড়োহুড়ি.....
বাচ্চাদের ডেকে তুলে একসাথে নাস্তা খাবার চেষ্টা।
দুজনকে দুষ্টুমি না করে মন দিয়ে পড়ালেখা করার অনুরোধ জানিয়ে দ্রুত পায়ে অফিসের উদ্যেশ্যে যাত্রা....
০৯.০০..
অফিসে....
অতপর?
তারপর আর কি!
প্রাইভেট জব! আবার পাবলিক সার্ভিস!
তাই, জনে-গণে, মনে-মণে ভালবাসা বিলিয়ে যাচ্ছি!
আজ ভালবাসা দিবস না!!

হ্যাপী ভ্যালেন্টাইনস!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালই লাগল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা ও অন্তহীন ভালবাসা...............

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: ্ভালোই তো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই কষ্ট করে পড়ার জন্য।
নিরন্তর শুভকামনা ও অন্তহীন ভালবাসা............... ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.