নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

জয় হোক...

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪


চিনেছ কি একবারও মন?
সেই মানুষটি, যে খুব সাধারণ
চলতে পথে যার নেই যে কারণ।

এই শহরে খুব অল্প মানুষ
চিনবে তাকে, খুজবে যে দোষ।

যার নেই যে কোন উচ্চাশা
নেই কারো কাছে প্রত্যাশা।

কাজে ডুবে থাকতে জানে
কষ্ট বুকে ঢাকতে জানে।

একলা পথে চলতে জানে
দুঃখ পায়ে ডলতে জানে।

নেই নাশতা-চায়ে আগ্রহ
ধুমপানে তে বিগ্রহ।

গল্প-আড্ডা হলে ভাল
না হলেও দিন চলে গেল।

সময় পেলে কাজের ফাঁকে
যাবে কোথা, খুজবে কাকে?

তাই, বন্ধু ভাবে সবাইকে সে
নেই হারাবার ভয় সে কিসে!

ল্যাংটার কিসে বাটপারে ভয়
তাইতো সবার চায় যে সে জয়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

করুণাধারা বলেছেন: মানুষটির বর্ণনা ভালো লেগেছে।

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
অনেক শুভ কামনা রইল।

২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার ভাই।
এটাই প্রত্যাশা, যদিও বাস্তবতা ভিন্ন।
অনেক অনেক শুভ কামনা রইল।

৩| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
অনেক অনেক শুভ কামনা রইল।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালই লাগলো কবিতা।

ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: নিরন্তর শুভকামনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.