নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

ছোট বিকেল-বড় গ্রাম (গ্রাম ভ্রমণের ছবি)

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

বিকেলের একটু অবসর।
রমজান মাসের বিকেল মানে আসর নামাজের পর থেকে মাগরিব এর আগ পর্যন্ত।
নতুন জায়গা, তাই এই অল্প সময় হাতে নিয়েই বেড়িয়ে পড়লাম।
তারই কিছু খন্ডচিত্র...........
হাইওয়ে থেকে পাকা রাস্তা ধরে নেমে গেছে গ্রামের প্রধান সড়ক।

যতদূর চোখ যায় শুধু ইউক্যালিপটাস গাছ। এই বিদেশী গাছটি হঠাৎ কেন এত জনপ্রিয় হয়ে উঠেছে বুঝলাম না। যতটা শুনেছি এটি অক্সিজেন শোষণ করে কার্বণ নিঃস্বরণ করে। তাই অন্যান্য গাছের মত মানুষের ততটা কাছের বন্ধু নয়। তবে দেখতে সুন্দর।

এরই মাঝে একটি বটগাছ।

রাস্তার দু-ধারে বিশেষ শ্রেণীর ঘাসের আবাদ।

পেয়ারা বাগান।
তবে বাগানে মড়ক লেগেছে।

গাছের ডালে পাতার ফাঁকে উকি দেয় ছোট পাখি।

রাস্তার ধারে ঘাস খাচ্ছে কঙ্কালসার গাভী।

বেলা বেশি নেই, তাই সাইকেল চেপে বাড়ি ফিরছে দুই কিশোর।

শেষ বিকেলেও নিজের অস্তিত্বের জানান দিচ্ছে সুয্যি মামা।
আর কাজের অবসরে ক্রিকেট খেলায় মত্ত গ্রাম্য কিশোর-যুবা।

গাছের ছায়ার জমিতে কঁচু চাষ।

পরের পোস্ট এ বাকিটা।
চলবে.............

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

সনেট কবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:১৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা।।

২| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪১

বিজন রয় বলেছেন: আজকে গ্রামে যাচ্ছি।
মন ভরে গ্রাম দেখবো।

++++

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:১৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: গ্রম-বাংলার রুপ-বৈচিত্র!
আহা!!
সত্যিই মন তরে দেখার মতই।
তবুও মন যেন ভরে না।
অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা।।

৩| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

নিশাচড় বলেছেন: সত্যিই সুন্দর

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা ভাই।
আমাদের দেশের গ্রাম আসলেই সুন্দর।
অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা।।

৪| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: একটা ছবিও আমার ভালো লাগেনি।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধৈর্য্য ধরে দেখার জন্য ধন্যবাদ ভাই।
সাধারণ মোবাইলে তোলা ছবি, ভাল না লাগতেও পারে।
শুভকামনা।।

৫| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: একই দিনে একাধিক পোস্ট না দেয়াই ভালো। শুভেচ্ছা.....

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
গ্রামের দৃশ্যগুলো ভাল লাগল, তাই সাধারণ মোবাইলে কিছু ধারণ করে তুলে ধরার চেষ্টা।
সবগুলো ছবি আসলে একসাথে দেয়ার ইচ্ছা ছিল, কিন্তু ব্লগ তা সাপোর্ট করল না। তাই ৩ টা পোস্ট হয়ে গেছে। অনভিজ্ঞ হলে যা হয়।
পরামর্শের জন্য কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা রইল।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.