নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

ছোট বিকেল-বড় গ্রাম (গ্রাম ভ্রমণের ছবি-২)

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:০৮

গ্রাম ভ্রমণের ছবির বাকি অংশ.........
পুকুর পাড়ে সবজির আবাদ।

পেপে.......

কাঁঠাল........

একপাশে দাড়িয়ে গাছটিতে ৫৩ টি কাঁঠাল আমি গুনেছি। প্রকৃত সংখ্যা আরো বেশি হবে।

কাঁদি ভরা খেজুর......

গাছে গাছে ঝুলছে প্রচুর আম।
আম পেকে আছে, পেড়ে খাওয়ার লোক নেই। তাই পাখিতে খাচ্ছে।

কৃষক গরুর পাল নিয়ে ঘরে ফেরে.........

ডোবার জলে দিনের শেষ অভিসার এক হাঁস যুগলের।
কর্দমাক্ত পথে এক বৃদ্ধা............

রাস্তার ধারে বুনো কাঁশ ঝোপ.............


আগামী পর্বে সমাপ্য।
চলবে............

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৯

রোকনুজ্জামান খান বলেছেন: কিছু সমুয়ের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম।
আমি আমার গ্রাম কে অনেক ভালবাসি।
এই গ্রামটি কোথায় আবস্থিত জানাবেন।
[আমার ব্লগে একবার ঘুরে
আসার অনুরোধ রইলো।]

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: গ্রাম-বাংলার রুপ বৈচিত্র সত্যিই মনোমুগ্ধকর, হৃদয় কাড়া।
অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা।।
পরের পোস্ট এ বিস্তারিত থাকবে।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, ভৌগলিক অবস্থানের ছবি নিচে দিয়েছি।
ধন্যবাদ ও শুভকামনা।

২| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৬

জুন বলেছেন: খুব ভালোলাগলো আমাদের চিরায়ত গ্রামীন জনপদের ছবি দেখে । শেষ ছবিটিতে কাশফুলের ঝোপের সামনে শৈশব স্মৃতিঘেরা সবুজ ভাটফুল গাছ যার পাতা দিয়ে রান্নাবাটি খেলার প্লেট বানাতাম ।
+

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:২১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাটফুল গাছের নাম আমার জানা ছিলনা।
নিরন্তর শুভকামনা।

৩| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:০৭

নীল_কণ্ঠ বলেছেন: বাহ খুব সুন্দর হয়েছে।

গ্রামে এসে আমিও অনেকগুলি ছবি তুলেছি।
সেগুলি ঘষামাজা করে আজ রাতে পোস্ট করবো।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
বিকেলের ছোট্ট অবসরে ঘুরতে বেড়িয়েছিলাম।
ফাকে মোবাইলে ছবি তুলেছিলাম।
তার কিছু পোস্ট করা।
নিরন্তর শুভকামনা।

৪| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: গ্রাম বাংলার মন জুড়ানো ছবি।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৫২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা।

৫| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভৌগলিক অবস্থান........

৬| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৯

আকিব হাসান জাভেদ বলেছেন: গ্রামের নাম সুবাসপুর

গ্রামের নাম সুবাসপুর
জুড়ায় মন সবুজ প্রাণ
হাটতে হাটতে যায় বেলা
চারদিকটা সবুজের মেলা ।
পাখ -পাখালির কিচিরমিচির
গায় গান ঘুঘু শালিক।
সহজ সরল গায়ের মানুষ
মন করে না একটু বিজন
ঘুরতে এসো আমার গ্রাম
নামটা তাহার সুবাসপুর।।


সুন্দর গ্রাম চিত্র । ভালো লাগলো কবিতা। সুন্দর++++++++

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার কবিতা ভাই।
ধন্যবাদ ও শুভকামনা।

৭| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলোর মান অনেক খারাপ।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সাধারণ মোবাইলে তোলা।

৮| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৬

আখেনাটেন বলেছেন: চমৎকার গ্রামের দৃশ্য।

ছবির কোয়ালিটি আর একটু ভালো হলে খুশি হতাম।

গ্রামের সোদা রূপ-গন্ধ ছবির মাধ্যমে তুলে ধরায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
বিকেলে ঘুরতে বেড়িয়েছিলাম, ভাল লাগল তাই সাধারণ মোবাইলে দৃশ্যগুলো ধারণ করলাম।
নিরন্তর শুভকামনা।।

৯| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

বিষাদ সময় বলেছেন: মান যেমনই হোক, ন্যাচারাল ছবিগুলো ভালো লাগলো। তবে চমৎকার নৈসর্গিক দৃশ্যের মাঝে যান্ত্রিক নিষ্ঠুরতার ছবিটি না দিলে মনে হয় আরো ভালো হতো........

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ বড়ভাই।
গ্রামের দৃশ্যগুলো ভাল লাগল, তাই সাধারণ মোবাইলে কিছু ধারণ করে তুলে ধরার চেষ্টা।
পরামর্শের জন্য কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা রইল।।

১০| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: একই দিনে একাধিক পোস্ট না দেয়াই ভালো। শুভেচ্ছা.....

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
গ্রামের দৃশ্যগুলো ভাল লাগল, তাই সাধারণ মোবাইলে কিছু ধারণ করে তুলে ধরার চেষ্টা।
সবগুলো ছবি আসলে একসাথে দেয়ার ইচ্ছা ছিল, কিন্তু ব্লগ তা সাপোর্ট করল না। তাই ৩ টা পোস্ট হয়ে গেছে। অনভিজ্ঞ হলে যা হয়।
পরামর্শের জন্য কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা রইল।।

১১| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৩২

ওমেরা বলেছেন: আমাদের সাভার ফ্যান্টাসি কিংডমের কাছে কাঁঠালের বাগান ছিল ছোট বেলায় অনেক গিয়েছি । অনেকদিন পর কাঁঠাল গাছের ছবি দেখে খুব ভাল লাগল।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ।
গ্রামের দৃশ্যগুলো ভাল লাগল, তাই সাধারণ মোবাইলে কিছু ধারণ করে তুলে ধরার চেষ্টা।
নিরন্তর শুভকামনা রইল।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.