নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

ছোট বিকেল-বড় গ্রাম (গ্রাম ভ্রমণের ছবি-৩)

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৫০

গ্রাম ভ্রমণের ছবির শেষাংশ..............
অনেক ভেষজ গুণ সমৃদ্ধ নিমগাছ। যাকে ন্যাচারাল এন্টিবায়েটিক ও বলা হয়।

কৃষ্ণচূড়ার ফুল সবে উকি দিচ্ছে.....

সবুজ পাটক্ষেত.....

এরাই ধইঞ্চা, আপনি- আমি না.......

কচুঁড়িপানায় ঘেরা ডোবা-পুকুর.....

বুনো বাঁশঝাড়.......

টিনের চালে কুমড়া ফুল....

লেজ উচিয়ে পথে মাঘের মাসি.....

কৃষকের খড়ের গাঁদা.....

পুকুড় পাড়ে আমগাছ তলায় বিশ্রামের জন্য বাশের বেঞ্চি........


আরো কিছু ছবি ছিল, কিন্তু আর দেয়া গেল না।
অনেক ধন্যবাদ সবাইকে।
নিরন্তর শুভকামনা সকলের জন্য।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন:

গ্রামের ভৌগলিক অবস্থানসহ ধন্যবাদ সবাইকে।

২| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:০১

স্রাঞ্জি সে বলেছেন: আজকাল সব গ্রামে এই দৃশ্য চোখে পড়ে না।।।। আপনি তুলে ধরেছেন, অসাধারণ হইছে।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা।

৩| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি মোটেও ভালো লাগে নি। এবং ছবির মান খুব বাজে।
কেন এই রকম পোষ্ট দিয়ে বিরক্ত করেন?

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: গ্রাম ঘুরে আমার ভাল লেগেছে।
সাধারণ ছবিতে হয়ত আপনার ভাল নাও লাগতে পারে।
আপনাকে বিরক্ত করার কোন ইচ্ছা আমার ছিলনা ভাই। তারপরেও বিরক্ত হলে খুব দুঃখিত।
আপনার জন্য শুভকামনা।

৪| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

ত্রিকোণমিতি বলেছেন: গ্রামের দৃশ্যগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। দারুন
তবে কৃষ্ণচূড়ার উকি কিন্ত দেখতে পেলাম না দাদা ;)


[অফ টপিক - সামুতে নতুন লেখালেখি করছি, সময় থাকে আমার ব্লগ থেকে ঘুরে আসার অনুরোধ রইলো। আমার ব্লগ

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
গ্রামের দৃশ্যগুলো ভাল লাগল, তাই সাধারণ মোবাইলে কিছু ধারণ করে তুলে ধরার চেষ্টা।
কৃষ্ণচূড়ার ২/১ টি ফুল সবে ফুটতে শুরু করেছে, ছবিতে হয়ত বোঝা যায়নি।
নিরন্তর শুভকামনা ।।

৫| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


গ্রামের ছবি, সেটাই বড় কথা।

কিন্তু সামনের পাতায়, একই সাথে ৩টা পোষ্ট দেয়া ভুল; পোষ্ট ২য় পাতায় চলে গেছে নতুন পোষ্ট দেবেন।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ বড়ভাই।
গ্রামের দৃশ্যগুলো ভাল লাগল, তাই সাধারণ মোবাইলে কিছু ধারণ করে তুলে ধরার চেষ্টা।
সবগুলো ছবি আসলে একসাথে দেয়ার ইচ্ছা ছিল, কিন্তু ব্লগ তা সাপোর্ট করল না। তাই ৩ টা পোস্ট হয়ে গেছে। অনভিজ্ঞ হলে যা হয়।
নিরন্তর শুভকামনা রইল।।

৬| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
নিরন্তর শুভকামনা ।।

৭| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:২৬

ওমেরা বলেছেন: ছবিব্লগ সুন্দর হয়েছে।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
গ্রামের দৃশ্যগুলো ভাল লাগল, তাই সাধারণ মোবাইলে কিছু ধারণ করে তুলে ধরার চেষ্টা।
নিরন্তর শুভকামনা ।।

৮| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর। এমন দৃশ্য আমার ভীষণ ভীষণ ভালো লাগে। অনেক অনেক কৃতজ্ঞতা হাসান ভাইকে।


রইল নিরন্তর শুভ কামনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা ভাই।
এত দীর্ঘ বিলম্বিত প্রত্যুত্তরের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.