নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারগণের কাছে প্রত্যাশা...

১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১১

মানুষের সেবা করার মত মহান ব্রত নিয়েই একজন ছাত্র/ছাত্রী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। বাবা-মা ও সেই স্বপ্ন নিয়েই অপেক্ষা করে, ছেলে মেয়ে ডাক্তার হলে তাদেরকে নিয়ে গর্ব করে।

মানুষের বিপদের ভরসাস্থল, দুঃসময়ের সবচেয়ে নির্ভরযোগ্য স্থানটি হল ডাক্তার!

কিন্তু, অত্যন্ত দুঃখের সাথে, হতাশার সাথে বলতে হয়- এদেশের অধিকাংশ ডাক্তারগণ কতটা মানুষ সেটা প্রশ্ন নয়! বরং শুধুমাত্র নিজেদের স্বার্থে তারা কতটা অমানুষ হতে পারে তার প্রমাণ তারা বারবার দিচ্ছেন!

শুধু চট্টগ্রামে শিশু রাইফার মৃত্যু কিংবা ডাক্তারের হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়াই নয়, বিভিন্ন ইস্যুতে চিকিৎসা সেবা বন্ধ রেখে রোগীদের জিম্মি করে স্বার্থ আদায় সহ এধরনের বর্বরোচিত ঘটনা তারা প্রতিনিয়তই ঘটিয়ে চলেছেন।

এখনে ২/১ জন ব্যতিক্রম যে নেই তা নয়। ব্যক্তিগতভাবেও ২/১ জন আদর্শ ডাক্তারকে চিনি, যাদের জন্য শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কিন্তু তা সংখ্যায় খুবই নগন্য ও বিরল।

দেশের প্রতিটি সাধারণ জনগণের জীবন মৃত্যুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ডাক্তারগণ। তাই তাদের কাছে প্রত্যাশার চাপটাও হয়ত অনেক বেশি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যাশা ও প্রাপ্তির পার্থক্য অনেক।

তবুও আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই, বিপদে নির্ভর করতে চাই, ভালবাসতে চাই, প্রাণ খুলে দোয়া করতে চাই। সন্তানকে ডাক্তার হবার স্বপ্ন দেখাতে চাই।

আশাকরি সবার সঠিক বোধশক্তি জাগ্রত হবে, সুদিন আসবে ইনশাআল্লাহ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০১

আকিব হাসান জাভেদ বলেছেন: নচিকাতার ডাক্তার গানটা এখনো মনে আছে। বারবার কেনো জানি গানের সুরটা চলে আসে । ডাক্তার হওয়ার পর ভাব টা বেড়ে যায় বলে আমাদের ভুগতে হয় বিনা চিকিৎসায়। টাকার পাহাড় আজ শুধু ডাক্তারদের। সু চিকিৎসার সুদিন আসবে কবে সেই অপেক্ষায় আছি। ।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা ভাই।
সেই সুদিনের অপেক্ষায় আছি আমরা।
ধন্যবাদ ও শুভ কামনা।

২| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: হতাশা ছাড়া তারা আর কিছু দিতেই জানে না।
তাই তাদের কাছে ভাল কিছু আশা করা বোকামি।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এদেশের চিকিৎসার মান এখন অনেক ভাল।
শুধু চিকিৎসকদের মানষিকতার পরিবর্তন জরুরি।
ধন্যবাদ ভাই। শুভ কামনা।

৩| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

ফেনা বলেছেন: আমি ডাক্তার নই। তার পরও বলি সবাই সমান নয়। আপনার আমার মঝে যেমন ভালখারাপ ছে তেমনি ডাক্তারদের মঝেও ভাল খারাপ আছে। তারা তো আমাদের মাঝ থেকেই সামনে এগিয়ে গিয়ে ডাক্তার হয়ছেন। তারা আমাদের মতই মানুষ।

আমরা শুধু তাদের থেকে খারাপ কয়েকজনের কথা বলি। ভালদের কথা বলার সময়ই পাই না!!!!

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই মূল্যদান মন্তব্যের জন্য।
সব ক্ষেত্রেই ভাল মন্দ আছে, থাকবেই।
তবে চিকিৎসকদের মধ্যে সেই আন্তরিক সেবা দানকারীর সংখ্যা খুবই নগন্য এবং বিরল। অধিকাংশই ব্যবসায়ী।

৪| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

ফেনা বলেছেন: আমি ডাক্তার নই। তার পরও বলি সবাই সমান নয়। আপনার আমার মঝে যেমন ভালখারাপ ছে তেমনি ডাক্তারদের মঝেও ভাল খারাপ আছে। তারা তো আমাদের মাঝ থেকেই সামনে এগিয়ে গিয়ে ডাক্তার হয়ছেন। তারা আমাদের মতই মানুষ।

আমরা শুধু তাদের থেকে খারাপ কয়েকজনের কথা বলি। ভালদের কথা বলার সময়ই পাই না!!!!

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চিকিৎসকদের মানষিকতার পরিবর্তন জরুরি।
ধন্যবাদ ভাই। শুভ কামনা।

৫| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: যেহেতু ইনি ডাক্তারি পেশা বেছে নিয়েছে। তাই তাকে অনেকখানি মানবিক হতে হবে। সহনশীল হতে হবে।
রোগীর সাথে বন্ধুর মতো আচরন করতে হবে।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনার সাথে একমত রাজীব ভাই।
যথাযথ সেবা প্রদান করলে ব্যবসা, সুনাম সবই আসবে।
ধন্যবাদ ভাই্।
নিরন্তর শুভকামনা।

৬| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ভুয়া মফিজ বলেছেন: আমাদের দেশের ডাক্তারদের সাধারন মানুষ কসাই তো আর শুধু শুধু বলে না!
আপনার এই পোষ্ট পড়ে কোন ডাক্তার যদি বিন্দুমাত্রও সচেতন হয়, তাহলে তা হবে বিরাট পাওয়া।
তবে সেই সম্ভাবনা সুদূর পরাহত। :(

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
আমরা আশাবাদী, আলো আসবেই ইনশাআল্লাহ।
নিরন্তর শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.