নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

ছাত্ররা অনেক করেছে, বাকিটা এখন বড়দের দায়িত্ব........

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

নিকট অতীতসহ সাম্প্রতিক কালের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অন্দোলন ছিল ৯ দফা দাবিতে ছাত্র আন্দোলন।
আমার ধারনা দেশের প্রায় সকল শ্রেনী পেশার মানুষই তাদের এসকল দাবীর সাথে একমত। কারন, এগুলো শুধু ছাত্রদের দাবী না, দেশের সকল নাগরিকের প্রাণের দাবী।

ছাত্রদের ৯ দফা দাবীর ব্যাপারে স্বয়ং সরকার প্রধান বারবার বলেছেন- দাবী মেনে নিলাম, বাস্তবায়নে কাজ চলছে, তোমরা ক্লাসে ফিরে যাও।
প্রধানমন্ত্রী, সরকারের প্রায় সকল প্রভাবশালী মন্ত্রী, প্রসাসনের উচ্চ পর্যায়ের প্রায় সবাই বারবার আশ্বস্ত করার পরেও যারা বলতে চান- কোন অর্জন নাই। কোন আশ্বাসও দেয়া হয় নাই।
তাদের কাছে আমার প্রশ্ন- তারা আর কি চান? কি ধরনের আশ্বাস চান??

সরকারের তরফ থেকে তাৎক্ষণিক অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।
এমনকি তাদের দাবীতে নেই এমন অনেক সিদ্ধান্ত ও পদক্ষেপও গ্রহন করা হয়েছে।
তাই, দয়া করে বিভ্রান্তি তৈরি করবেন না।
বাস্তবায়নের লক্ষে কাজ হচ্ছে। প্রধানমন্ত্রীর যত সমালোচনাই থাকুক না কেন- এ মুহুর্তে তিনিই শেষ ভরসা। তার প্রতি বিশ্বাস রাখা ছাড়া আর কিই বা করার আছে?

তবে মূল বিষয় এটাই যে- ছাত্ররা অনেক কিছুই করে দেখিয়েছে। কিভাবে করতে হয় আমাদেরকে তাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখন বাকিটা করার দায়িত্ব বড়দের। সকল রাজনৈতিক দল, শ্রেনী-পেশার মানুষের, ছাত্রদের নয়।
নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই সবাইকে সচেতন করতে হবে এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে দাবীসমূহ বাস্তবায়ন করার কাজ এগিয়ে নিতে হবে।

যেহেতু এই আন্দোলনে এখন নষ্ট রাজনীতির ছায়া পড়েছে।
একপক্ষ যারা নিজেরা কোন আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষের এমনকি নিজেদের জন্য কিছু করার ক্ষমতাও রাখে না, তারা এখানে লাশের অপেক্ষায় আছে, নানা ভুয়া খবর, গুজব ইত্যাদি ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপেক্ষায় একের পর এক বড়শি ফেলেই যাচ্ছে।

আর অন্যপক্ষ সরকার বিরোধী সকল ষড়যন্ত্র বানচালের জন্য প্রয়োজনে বল প্রয়োগ করার কৌশল নিয়েছে। যে কোন মূল্যে চলমান আন্দোলন নষ্ট করার জন্য মাঠে নেমেছে।
এমতাবস্থায়, সাধারণ ছাত্রদের নিরাপত্তা চরম হুমকিতে আছে। জীবনহানীর শঙ্কা তৈরি হয়েছে।
তাই, তাদেরকে অবশ্যই দ্রুত নিরাপদে ক্লাসে ফিরে যেতে হবে। এছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই।
আমরা নিশ্চিত বিপদ জেনেও কোনভাবেই আমাদের সন্তানদের বিপদের মুখে ঠেলে দিতে পারিনা।

তারা অনেক করেছে, বাকিটা এখন বড়দের দায়িত্ব........

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: মূলা চেনেন?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: মূলা, কলা যাই দেন ভাই, আপাতত আমাদের এতেই সন্তুষ্ট হওয়া ছাড়া গতি নাই......

২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


আমাদেরকে কমপক্ষে "১৮" দফা নিয়ে কাজ শুরু করা উচিত।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: জনগণের সমস্যা নিয়ে কথা বললে হয়ত দফা আরো বাড়তে পারে!
কারন, সমস্যা অনেক।
ধন্যবাদ শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: ধরেন- এই মুহূর্তে সরকার
পদত্যাগ করল, কারে
সরকারে বসাইবেন?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বেটার কেউ আছে কি রাজীব ভাই???

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

ক্স বলেছেন: শিশু বলে পুলিশ কিছু বলেনি। কিন্তু বড়রা রাস্তায় নামলে পুলিশ তাদেরকে খাতির করবে ভেবেছেন?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: নিয়ম তান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে.......

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
বড়রা একটা কাজে পারদর্শী সেটা হল দুর্নীতি!

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাল কাজও করতে জানে।
দেশের অব্যাহত উন্নয়নই তা বলে.....

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

সাইন বোর্ড বলেছেন: মুলো চিনতে এখনো বাকী অাছে, তার অাগে মিথ্যেবাদী রাখালের গল্প শুনতে হবে ।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, আমাদের হাতে বেটার কোন অপশন আছে কি???

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: গতদিনের পাশকরা আইনগুলো একটু ভালোভাবে পইড়া দেইখেন। আশাকরি মুলার ব্যাপারটা বুঝবেন। আমার তো মনে হয়, মুলাও দেখায় নাই- সরকার কাঠালপাতা জোর কইরা মুখে ভইরা দিতে চাইছে।

তাদের ভাবভঙ্গী অনেকটা এমন, খাইলে খা 'কাঠালপাতা'! নইলে মইরা যা। রাস্তায় চিল্লাইস না, নইলে চাপাতি-গুলি ভইরা দিমু!

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দেখেছি ভাই।
দুই পক্ষকে সন্তুষ্ট করতে যেয়ে- যেই লাউ, সেই কদু অবস্থা............

৮| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৮

ইফতেখারুল মবিন বলেছেন: সড়ক পরিবহন আইনে একটা খটকা আছে!আর তা হলো,ড্রাইভারদের ন্যূনতম অষ্টম শ্রেনী পাশ হতে হবে!এটা কিন্তু আমাদের 'মাদারে গনতন্ত্র'-কে অপমান করার শামিল...!

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: কোন ব্যাপার না!
সবার সার্টিফিকেট জোগাড় হয়ে যাবে মানে সবাই পাশ করে ফেলবে!!

৯| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার কথাগুলো জুনায়েদ বি রাহমান ও ভ্রমরের ডানা বলে দিয়েছে।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সরকার ক্ষমতায় থাকতে চায়।
তাই আন্দোলনকারী ও পরিবহন মালিক-শ্রমিক উভয় পক্ষকেই সন্তুষ্ট রাখতে হচ্ছে।
তবে এদেশের সকল মানুষ দুর্নীতিবাজ না।

১০| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: নিরাপদ সড়ক দরকার। দরকার নিরাপদ বাংলাদেশ ।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা ভাই।
আপনার সাথে একমত।
আমাদের দরকার পুরো বাংলাদেশ নিরাপদ......

১১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮

ভুয়া মফিজ বলেছেন: আপাততঃ অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নাই।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা ভাই।
তবে নিয়ম তান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগ করে যেতে হবে।
ধন্যবাদ.....

১২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪

প্রামানিক বলেছেন: নিরাপদ সড়ক আর আমাদের নিরাপত্তা চাই।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনার সাথে আমিও একমত ভাই।
অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।
এত দীর্ঘ বিলম্বিত প্রত্যুত্তরের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
ভাল থাকবেন সবসময়।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৩

উদাসী স্বপ্ন বলেছেন: আন্দোলন করে লাভ কি হলো ভাই? যেই লাউ সেই কদুই! মাঝখানে ২২ টা ছাত্র, শহীদুল আর সুন্দরী নওশাবা ঠোলার বাড়ি খাইয়া মরার দিন গুনতেছে

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, আপনার সাথে আমিও একমত ভাই। যেই লাউ সেই কদুই!
অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।
এত দীর্ঘ বিলম্বিত প্রত্যুত্তরের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.