নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

পাদা / আদা / ভাদা..........আর- বাদা !!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

দেশের শ্রেষ্ঠ সন্তানেরা দীর্ঘ ৯ মাস বর্বর পাকিস্তানিদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। দীর্ঘ সংগ্রাম আর অনেক ত্যাগের বিনিময়ে জন্ম লাভ করেছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

দেশ হিসেবে পাকিস্তান যেহেতু এদেশের জন্মই চায়নি তাই জন্মগত ভাবেই তারা বাংলাদেশ বিরোধী। আজ অবধি ইস্যু যাই হোক তারা এদেশ বিরোধী অবস্থানে। এটা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখেনা।

সমস্যা হল তাদের এদেশে রেখে যাওয়া কিছু প্রজন্ম যাদেরকে অনেকে "পাঙালী" বা "বাংপাকি" বলে। যদিও এটাকে তারা গালি হিসেবে নয়, বরং সম্মানজনক উপাধি হিসেবেই দেখে। আর তাদের কিছু এদেশীয় পেইড এজেন্ট। এসব পাদা ( পাকি দালাল) দের মধ্যে আবার অনেকেই এক্সট্রা পেমেন্ট পেলে আদা ( আমেরিকার দালাল) হিসেবেও কাজ করে। যেহেতু তাদের স্বার্থ অভিন্ন।

যারাই দেশের পক্ষে কথা বলবে, কিংবা যাদের বক্তব্য এদের বিপক্ষে যাবে তাদেরকেই এরা ভাদা ( ভারতীয় দালাল) বলে অভিহিত করবে। অবশ্য এদেশে কিছু ভাদা যে নেই তা নয়। যারা নিজের দেশের আগে প্রতিবেশী দেশের স্বার্থ চিন্তা করে।

দেশের যে কোন সংকট কালীন মূহুর্তে এই দুই শ্রেণীর তৎপরতা একটু বেশি দেখা যায়, বিশেষ করে মিডিয়ায়।
টিভি চ্যানেল কিংবা সোসাল মিডিয়ায় এদের উপস্থিতি আশংকাজনক হারে বেড়ে চলেছে।

এমন বাস্তবতায় প্রতিটি দেশপ্রেমিক বাদা ( বাংলাদেশের দালাল) কেই অনেক বেশি সতর্কতা অবলম্বন খুব জরুরি। এইসব পাদা/আদা/ভাদা দের কর্মকাণ্ড বিশেষ ভাবে নজর রাখতে হবে।

মনে রাখতে হবে- ইস্যু যাই হোক সবার আগে বাংলাদেশের স্বার্থ। এক্ষেত্রে কোন ছাড় নয়।



(রিপোস্ট- ঈষৎ সংশোধিত)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

মোঃ হোসাইন খাঁন বলেছেন:
ভাল লাগলো । ওদের জন্যে আমাদের কিছু নাস্তা পানির ব্যাবস্থা করা দরকার :{

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
আমাদের প্রথম কাজ হবে এদের বয়কট করা।
দেশের স্বার্থ সবার আগে।।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
দেশের স্বার্থ সবার আগে।।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: সবার আগে সরকার। কারন সরকার যা চায় তাই হয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই।
সরকার চিরস্থায়ী নয়, দেশের জন্য যারা কাজ করবে কেবল তারাই থাকবে।
দেশের স্বার্থ সবার আগে।।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

ইসমাঈল আযহার বলেছেন: ঠিক বলেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
দেশের স্বার্থ সবার আগে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.