নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধাশ্রম!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮



‘ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামি দামি,
সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভম,
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’।

ভারতীয় শিল্পী নচিকেতার এই গানটি যেন সমাজের প্রবীণদের বেলায় এক নির্মম সত্য। ছোট্টবেলায় খোকা যার হাত ধরে হাঁটতে শেখে, খোকার বড় হয়ে যাওয়ার পর সেই নির্ভরতার প্রতীক বাবা-কিংবা মা-ই যেন হয়ে ওঠে বাড়ির বোঝা।

ঝামেলা এড়াতে বুড়ো বাবা-মাকে যেতে হয় বৃদ্ধাশ্রমে। খোকা ভুলেই যায় একদিন তার জীবনেও ঘনিয়ে আসবে বার্ধক্যের অনিবার্যতা।

সমাজে প্রবীণদের অধিকার প্রতিষ্ঠায় সারাবিশ্বের প্রতিবছর ১ অক্টোবর পালিত হয়ে আসছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।

বাংলাদেশে ৬০ বছর বা তদূর্ধ্ব বছর বয়সীরা হচ্ছেন প্রবীণ ব্যক্তি; মহামান্য রাষ্ট্রপতি তাদের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা করেছেন।

বাংলাদেশেও মানুষের গড় আয়ু বেড়েছে। ১৯৯৫ সালে সারাবিশ্বে প্রবীণ মানুষ ছিল ৫৪ কোটি। এ জনসংখ্যা ২০২৫ সালে আড়াই গুণ বেড়ে হবে ১২০ কোটি আর ২০৫০ সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে ২০০ কোটিতে।

বাংলাদেশে বর্তমানে প্রবীণ জনগোষ্ঠী প্রায় ১.৪০ কোটি। আগামী ২০২৫, ২০৫০ এবং ২০৬১ সালে দেশে প্রবীণের সংখ্যা গিয়ে দাঁড়াবে যথাক্রমে ২ কোটি, ৪.৫ কোটি এবং ৫.৫ কোটিতে। লক্ষণীয় বিষয় হলো, আশি বছরের বেশি বয়সী প্রবীণদের সংখ্যা দিন দিন বাড়ছে।

দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক ও বিশিষ্ট গণমাধ্যমকর্মীর পাশাপাশি নাগরিক সমাজের নেতৃত্বে প্রবীণদের উপস্থিতি এবং অবদান অত্যন্ত সরব, বলিষ্ঠ এবং প্রশংসনীয়। কাজেই প্রবীণদের বাদ দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের কথা চিন্তা করা যায় না।

শহুরে বাড়িগুলোর নকশায় বেডরুম, ড্রইংরুম, সার্ভেন্টরুম, গেষ্টরুম সবই থাকে, থাকেনা শুধু প্যারেন্টসরুম!
শুধু কি বাড়ির নকশায়? পরিবারে থেকেও তারা হয়ে পড়ে পরিবারের বাইরের অপ্রয়োজনীয় কেউ!!

আমরা আধুনিক হচ্ছি, আর বাবা-মায়েরা হচ্ছে নিঃসঙ্গ, অবহেলিত!!!!
হায়রে প্রাণাধিক প্রিয় সন্তানেরা......


(দৈনিক যুগান্তর অবলম্বনে)

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
দিনে দিনে আমরা চরম স্বার্থপরতার দিকে ধাবিত হচ্ছি............

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

আরোগ্য বলেছেন: আধুনিক সমাজে মা বাবার অবহেলা হয় বেশি। পুরান ঢাকার মানু্য তাদের ব্যাপারে যথেষ্ট যত্নশীল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
আমাদের পারিবারিক বন্ধন ক্রমেই দুর্বল হচ্ছে.............

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

ঢাকার লোক বলেছেন: বৃদ্ধ মা বাবার স্বাচ্ছন্দ নিশ্চিত করা প্রতিটি সন্তানের দায়িত্ব। এ ছাড়া রাষ্ট্রীয় দায়িত্বও ভুলে গেলে চলবে না ।
বিদেশে বৃদ্ধরা যারা হুইল চেয়ার ব্যবহার করেন তাদের হুইল চেয়ার যাতে সহজে চালাতে পারেন সেজন্য রাস্তার ফুটপাথে, অফিসে আদালতে বিশেষ ব্যবস্থা থাকে, এবং এজন্য বিশেষ আইন করা আছে (যেমন আমেরিকান ডিজেবিলিটি এক্ট) । আমাদের দেশেও বৃদ্ধ লোকের সংখ্যা বাড়ছে, এ ধরণের আইন এবং ব্যাবস্থা বাস্তবায়ন শুরু করার এখনই সময় !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
আমাদের দেশেও পিতামাতার ভরণপোষণের জন্য আহন হয়েছে, কিন্তু আমাদের পারিবারিক বন্ধন ক্রমেই দুর্বল হচ্ছে।
আইন দিয়ে সব কিছু হয় না।
তবে আমাদের রাস্তাঘাট প্রবীণদের চলাচলের জন্য উপযোগী করতে সরকারের উদ্যোগ নেয়া উচিৎ...

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

নতুন নকিব বলেছেন:



ভাল বিষয়ে লিখেছেন। আমাদের ভেতরে মানবতাবোধ জেগে উঠুক।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
আমাদের পারিবারিক বন্ধন ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে।
মানবতাবোধ জাগ্রত হোক প্রতিটি সন্তানের মাঝে এটাই প্রত্যাশা...........

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: অনেক বাবা মায়েরও দোষ আছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
তা তো বটেই, সন্তানেরা সাধারণত পরিবার থেকেই শিক্ষা নেয়।
আমাদের পারিবারিক বন্ধন ক্রমেই দুর্বল হচ্ছে, সন্তানকে সঠিক মূল্যবোধ শিক্ষা দিতে অনেক বাবা-মাই ব্যর্থ।
আবার তাদের অনেক আচরণ ও কর্মকান্ড ও এ জন্য দায়ী..................

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

পুলক ঢালী বলেছেন: সুন্দর বিষয় নিয়ে লিখে দৃষ্টি আকর্ষনমূলক উপকারী পোষ্ট । ভাল লাগলো। ভাল থাকুন।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
আমাদের পারিবারিক বন্ধন ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে।
মানবতাবোধ জাগ্রত হোক প্রতিটি সন্তানের মাঝে এটাই প্রত্যাশা...........

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালবাসা থেকে লেখা আপনার এ পোস্ট পড়ে ভাল লাগলো। তাই পোস্টে প্রথম ভাল লাগা + + জানিয়ে গেলাম।
বিদেশে বৃদ্ধরা যারা হুইল চেয়ার ব্যবহার করেন তাদের হুইল চেয়ার যাতে সহজে চালাতে পারেন সেজন্য রাস্তার ফুটপাথে, অফিসে আদালতে বিশেষ ব্যবস্থা থাকে - আমাদের দেশে এমন পৃথক ব্যবস্থা করা হলে সে পথ দিয়ে তরুণদের মটরবাইক সাঁ সাঁ করে ছুটে চলবে। হুইল চেয়ার একপাশে থেমে থেকে তাদের পথ করে দিতে বাধ্য হবে।


০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
বিদেশের মত আমাদের রাস্তাঘাটও প্রবীণদের চলাচলের জন্য উপযোগী করতে সরকারের উদ্যোগ নেয়া উচিৎ.....

৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আহারে খুব কষ্ট লাগে যখন দেখি রাস্তায় কোনো বাবা-মা পরে আছেন। :(( আমাদের জন্য তাঁরা এতো কষ্ট করে থাকেন, আমাদের কে তাঁদের মাথার ঘাম পেয়ে ফেলে রোজগার করে বড় করে তুলেন। আর আমরাই তাঁদের এভাবে কষ্ট দেই!!!

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ আপা।
আপনার অনুভূতি জেনে ভাল লাগল।
আমাদের পারিবারিক বন্ধন ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে।
মানবতাবোধ জাগ্রত হোক প্রতিটি সন্তানের মাঝে এটাই প্রত্যাশা...........

৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমিন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শেষ জীবনে পরিবারের সাথে, ছেলে-মেয়ে, নাতি-নাতনিদের সাথে আনন্দে দিন কাটানোর স্বপ্ন নিশ্চয়ই প্রতিটি বাবা-মা দেখেন। প্রতিটি বাবা-মায়ের সেই স্বপ্ন পূরণ হোক............

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

প্রামানিক বলেছেন: বাবা মায়ের ভোগান্তি নিয়ে ভালো লিখেছেন। ধন্যবাদ

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ শুভ কামনা প্রামানিক ভাই।
১লা অক্টোবর "বিশ্ব প্রবীণ দিবস" উপলক্ষে এটি লেখা ছিল।
সমাজের অধিকাংশ প্রবীণেরাই কষ্টে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.